শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
ভারতের চলচ্চিত্রের সংলাপ রচয়িতার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার বাৎসরিক পুরস্কার।
শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের সংলাপ রচয়িতার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৮ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। গুলজার সর্বাধিক চারবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন।
শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ সংলাপ রচনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৯ (১৯৫৮-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | অক্ষত ঘিলদিয়াল (বাধাই হো-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
একাধিকবার বিজয়ী
সম্পাদনা- ৪ বার
- ৩ বার
- রাহী মাসুম রাজা
- আদিত্য চোপড়া
- রাজকুমার হিরানী ও অভিজাত জোশী (একই চলচ্চিত্রের জন্য যৌথভাবে)
- ২ বার
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ফিল্মফেয়ার পুরস্কারের দাপ্তরিক ওয়েবসাইট আর্কাইভইজে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে