৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার হল দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ২০২০ সালের বলিউড চলচ্চিত্রের সেরাদের সম্মাননা প্রদানের আয়োজন।
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
---|---|---|---|---|
প্রদান | ২৭ মার্চ ২০২১ | |||
স্থান | ফিল্ম সিটি, মুম্বই | |||
উপস্থাপক | ||||
সংগঠক | দ্য টাইমস গ্রুপ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | Filmfare Awards 2021 | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | থাপ্পড় | |||
সর্বাধিক পুরস্কার | থাপ্পড় (৭) | |||
সর্বাধিক মনোনয়ন | লুডো (১৬) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | কালার্স টিভি | |||
|
লুডো এই আয়োজনে সর্বাধিক ১৬টি মনোনয়ন লাভ করে। এরপর থাপ্পড় ১৫টি এবং গুলাবো সিতাবো ও তানহাজী ১৩টি করে মনোনয়ন লাভ করে।
থাপ্পড় শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেত্রী (তাপসী পান্নু)-সহ এই আসরে সর্বাধিক ৭টি পুরস্কার লাভ করে।
পঙ্কজ ত্রিপাঠি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ও লুডো চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন, কিন্তু তানহাজী চলচ্চিত্রে অভিনয় করা সাইফ আলি খানের নিকট পরাজিত হন।
বিজয়ী ও মনোনীত
সম্পাদনা২০২১ সালের ২৭শে মার্চ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।[১] নিচে বিজয়ী ও মনোনীতদের নাম দেওয়া হল:[২][৩]
ওম রাউত, শ্রেষ্ঠ পরিচালক
তাপসী পান্নু, শ্রেষ্ঠ অভিনেত্রী
ইরফান খান, শ্রেষ্ঠ অভিনেতা ও আজীবন সম্মাননা প্রাপক
তিলোত্তমা সোম, শ্রেষ্ঠ অভিনেত্রী - সমালোচক
অমিতাভ বচ্চন, শ্রেষ্ঠ অভিনেতা - সমালোচক
সাইফ আলি খান, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
ফররুখ জাফর, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
প্রীতম চক্রবর্তী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
আসিস কৌর, শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
গুলজার, শ্রেষ্ঠ গীতিকার
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনারেকর্ড
সম্পাদনামনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
১৬ | লুডো |
১৫ | থাপ্পড় |
১৩ | তানহাজী |
১৩ | গুলাবো সিতাবো |
৮ | গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল |
৮ | লুটকেস |
৬ | শুভ মঙ্গল জ্যায়দা সাবধান |
৫ | ইব আলে উ! |
৫ | স্যার |
৪ | দিল বেচারা |
৪ | পাঙ্গা |
৪ | লাভ আজ কাল |
৪ | ছপাক |
৪ | আংরেজি মিডিয়াম |
৪ | শকুন্তলা দেবী |
৩ | বাগী ৩ |
পুরস্কার | চলচ্চিত্র |
---|---|
৭ | থাপ্পড় |
৬ | গুলাবো সিতাবো |
৪ | তানহাজী |
২ | স্যার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Filmfare Awards 2021: Irrfan Khan, Taapsee Pannu film Thappad win big; check out the full winners' list"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Nominations For The 66th Vimal Elaichi Filmfare Awards 2021"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Winners of the 66th Vimal Elaichi Filmfare Awards 2021"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।