তানবী আজমী
তানবী আজমী (হিন্দি: तन्वी आज़मी) একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।[১] তিনি প্যায়ারি বেহনা (১৯৮৫), আকেলে হাম আকেলে তুম (১৯৯৫), ও দুশমন (১৯৯৮) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি বাজীরাও মস্তানী (২০১৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তানবী আজমী | |
---|---|
জন্ম | সৌনহিতা খের |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | বাবা আজমী |
পিতা-মাতা | মনোহর খের (পিতা) ঊষা কিরণ (মাতা) |
আত্মীয় | উত্তরা মহাত্রে খের (ভাতৃবধূ) সৈয়ামি খের (ভাইঝি) |
জীবনী
সম্পাদনাতানবী আজমীর জন্মনাম সৌনহিতা খের। তার মাতা মারাঠি হিন্দি অভিনেত্রী ঊষা কিরণ এবং পিতা ডক্টর মনোহর খের।[২] তার ভাই অদ্বৈত খের ও ভাতৃবধূ উত্তরা মহাত্রে খের ১৯৮২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড জয়ী এবং মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভাইঝি সৈয়ামি খের ২০১৬ সালের মিরজ্যা ছবির মাধ্যমে বলিউডে আগমন করেন।
আজমী চিত্রগ্রাহক বাবা আজমীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি তাদের গৃহপরিচারিকার দুই সন্তান মেঘনা ও বিরাজকে দত্তক নেন।[৩]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৬ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | প্যায়ারি বেহনা | মনোনীত |
১৯৯৫ | আকেলে হাম আকেলে তুম | মনোনীত | ||
১৯৯৯ | দুশমন | মনোনীত | ||
২০১৬ | বাজীরাও মস্তানী | মনোনীত | ||
গিল্ড পুরস্কার | খলচরিত্রে অভিনয়শিল্পী | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | |||
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tanvi Azmi: I'm blessed to be liberated"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Festive rise - Raghuvir Yadav and Tanvi Azmi: New-comers on the firmament of Indian stars"। ইন্ডিয়া টুডে। ১৫ ফেব্রুয়ারি ১৯৮৭। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Baba and wife Tanvi Azmi to adopt caretaker's kids - Times of India"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০১২। ২০১৩-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তানবী আজমী (ইংরেজি)