শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বাংলাদেশের চলচ্চিত্রের শিল্প নির্দেশনার জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৭ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করেন বসুন্ধরা চলচ্চিত্রের জন্য মহিউদ্দীন ফারুক।
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশী চলচ্চিত্রেরশিল্প নির্দেশক হিসেবে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ সরকার |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
ওয়েবসাইট | www |
বিজয়ী শিল্প নির্দেশক
সম্পাদনাবছর | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
১৯৭৫ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৭৬ | আব্দুস সবুর | সূর্যগ্রহণ |
১৯৭৭ | মহিউদ্দীন ফারুক | বসুন্ধরা |
১৯৭৮ | মহিউদ্দীন ফারুক | ডুমুরের ফুল |
১৯৭৯ | আব্দুস সবুর | আরাধনা |
১৯৮০ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৮১ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৮২ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৮৩ | অঞ্জন ভৌমিক | ভাত দে |
১৯৮৪ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৮৫ | শেখ নিয়ামত আলী | দহন |
১৯৮৬ | আব্দুস সবুর | শুভদা |
১৯৮৭ | শরিফুদ্দীন ভূইয়া | হারানো সুর |
১৯৮৮ | আব্দুল খালেক | আগমন' |
১৯৮৯ | আব্দুস সবুর | বিরহ ব্যাথা |
১৯৯০ | পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৯১ | মহিউদ্দীন ফারুক | পিতা মাতা সন্তান |
১৯৯২ | বিজয় সেন | অন্ধ বিশ্বাস |
১৯৯৩ | মহিউদ্দীন ফারুক | পদ্মা নদীর মাঝি |
১৯৯৪ | আব্দুস সবুর | ঘাতক |
১৯৯৫ | উত্তম গুহ | অন্য জীবন |
১৯৯৬ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৯৭ | মহিউদ্দীন ফারুক | দুখাই |
১৯৯৮ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
১৯৯৯ | উত্তম গুহ | চিত্র নদীর পারে |
২০০০ | তরুন ঘোষ | কিত্তনখোলা |
২০০১ | মহিউদ্দীন ফারুক | মেঘলা আকাশ |
২০০২ | উত্তম গুহ | হাছন রাজা |
২০০৩ | কালান্তর | দুই বধূ এক স্বামী |
২০০৪ | উত্তম গুহ | লালন |
২০০৫ | কালান্তর | হাজার বছর ধরে |
২০০৬ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
২০০৭ | কোন পুরস্কার প্রদান করা হয়নি | |
২০০৮ | কালান্তর | মেঘের কোলে রোদ |
২০০৯ | কালান্তর | গঙ্গাযাত্রা |
২০১০ | মহিউদ্দীন ফারুক | অবুঝ বউ |
২০১১ | অনিমেষ আইচ | গেরিলা |
২০১২ | উত্তম গুহ এবং কালান্তর | রাজা সূর্য খাঁ |
২০১৩ | উত্তম গুহ | মৃত্তিকা মায়া[১] |
২০১৪ | মারুফ সামুরাই | তারকাঁটা |
২০১৫ | মারুফ সামুরাই | জিরো ডিগ্রী |
২০১৬ | উত্তম গুহ | শঙ্খচিল |
একাধিকবার বিজয়ী এবং মনোনয়ন
সম্পাদনানিচের তালিকাটি ব্যক্তিগতভাবে অর্জন দুই বা ততোধিক পুরস্কার বোঝান হয়েছে।
বিজয় | শিল্প নির্দেশনা |
---|---|
৭ | মহিউদ্দীন ফারুক |
উত্তম গুহ | |
৫ | কালান্তর |
৪ | আব্দুস সবুর |
২ | মারুফ সামুরাই |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। bdnews24। মার্চ ১০, ২০১৫। সেপ্টেম্বর ২৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫।