২০১৮-১৯ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
ভারত ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]
২০১৮-১৯ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | ভারত | ||
তারিখ | ২৩ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ||
অধিনায়ক | কেন উইলিয়ামসন |
বিরাট কোহলি (ওডিআই) রোহিত শর্মা (টি২০আই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
সর্বাধিক রান | রস টেলর (১৭৭) | আম্বতি রায়ডু (১৯০) | |
সর্বাধিক উইকেট | ট্রেন্ট বোল্ট (১২) |
মোহাম্মদ শামি (৯) যুজবেন্দ্র চাহাল (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ শামি (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | টিম সেইফার্ট (১৩৯) | রোহিত শর্মা (৮৯) | |
সর্বাধিক উইকেট |
ড্যারিল মিচেল (৪) মিচেল স্যান্টনার (৪) |
ক্রুনাল পাণ্ড্য (৪) খলিল আহমেদ (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | টিম সেইফার্ট (নিউজিল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
নিউজিল্যান্ড | ভারত | নিউজিল্যান্ড | ভারত |
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ২৩ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতকে ৪২ রানে ৪ উইকেটে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সূর্যের কারণে।
- কেদার যাদব (ভারত) তার ৫০তম ওয়ানডে খেলেছেন।
- মোহাম্মদ শামি ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করা ম্যাচের ক্ষেত্রে ভারতের হয়ে দ্রুততম বোলার হয়েছেন (৫)।
- শিখর ধাওয়ান (ভারত) ওয়ানডেতে তার ৫০০০ তম রান করেছেন।
২য় ওডিআই
সম্পাদনা ২৬ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট জুড়ে তার ৪০০তম উইকেট নিয়েছে।
- রানের বিচারে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়।
৩য় ওডিআই
সম্পাদনা৪র্থ ওডিআই
সম্পাদনা ৩১ জানুয়ারি ২০১৯
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শুভমান গিল (ভারত) তার ওডিআই অভিষেক হয়।
- রোহিত শর্মা (ভারত) ওডিআই খেলেছে ২০০ তম।
- ট্রেন্ট বোল্ট ওডিআইতে তার পঞ্চম উইকেট দাবী, যা নিউজিল্যান্ডের পাশাপাশি যৌথ-সর্বাধিক রিচার্ড হ্যাডলি।
- ট্রেন্ট বোল্ট এছাড়াও নিউজিল্যান্ডের ১০০ উইকেট শিকারকারী দ্বিতীয় বোলার এবং ম্যাচের দিক থেকে (৪৯) যে কোনও দেশের বোলার সবচেয়ে দ্রুততম মাইলফলকে পৌঁছেছেন।
- ওডিআইতে এটি নিউজিল্যান্ডের সর্বনিম্ন মোট রান ছিল।
- ওডিআইতে (২১২) বাকি বল বলের ক্ষেত্রেও এটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়।
৫ম ওডিআই
সম্পাদনাটি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ৬ ফেব্রুয়ারি ২০১৯
২০:০০ (রাত) |
ব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
- টি২০আইতে রানের দিক থেকে এটিই ছিল ভারতের সবচেয়ে বড় হারের ব্যবধান।
২য় টি২০আই
সম্পাদনা ৮ ফেব্রুয়ারি ২০১৯
১৯:০০ (রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রোহিত শর্মা (ভারত) টি২০আইতে ১০০ ছক্কা মারার তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন।
- টি২০আইতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই ভারতের প্রথম জয়।
৩য় টি২০আই
সম্পাদনা ১০ ফেব্রুয়ারি ২০১৯
২০:০০ (রাত) |
ব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup"। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "India tour studs New Zealand's packed home summer"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।