কেদার যাদব

ভারতীয় ক্রিকেটার

কেদার মহাদেব যাদব (মারাঠি: केदार जाधव; জন্ম: ২৬ মার্চ, ১৯৮৫) পুনেতে জন্মগ্রহণকারী ভারতের প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন কেদার যাদব। মাঝারীসারির ডানহাতি ব্যাটসম্যান তিনি। এছাড়াও মাঝে-মধ্যে অফ ব্রেক বোলিং করে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিলস ও কোচি তুস্কার্স কেরালার পক্ষে খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে খেলছেন। এছাড়াও, ভারত এ এবং পশ্চিম অঞ্চল ক্রিকেট দলের পক্ষে খেলছেন তিনি। সাবেক উইকেট-রক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র পাশাপাশি তাকে সেরা বিকল্প খেলা সমাপণকারীরূপে আখ্যায়িত করা হতো।

কেদার যাদব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কেদার মহাদেব যাদব
জন্ম (1985-03-26) ২৬ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)
পুনে, মহারাষ্ট্র, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান; মাঝে-মধ্যে উইকেট-রক্ষক,
মাঝে-মধ্যে অল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০৫)
১৬ নভেম্বর ২০১৪ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২২ জানুয়ারি ২০১৭ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং৮১
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫১)
১৭ জুলাই ২০১৫ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই২২ জুন ২০১৬ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমানমহারাষ্ট্র
২০১০দিল্লি ডেয়ারডেভিলস (জার্সি নং ৯)
২০১১কোচি তুস্কার্স কেরালা (জার্সি নং ৪৫)
২০১৩-২০১৫দিল্লি ডেয়ারডেভিলস (জার্সি নং ১৮)
২০১৬-বর্তমানরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (জার্সি নং ৮১ (পূর্বতন ৯৯))
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৪ ৯১ ৮৪
রানের সংখ্যা ৩৭৮ ৯১ ৩,২৮৩ ১,৩২৫
ব্যাটিং গড় ৫৪.০০ ২২.৭৫ ৪৯ ২৪.৫৩
১০০/৫০ ২/১ -/১ ৭/২০ ০/৭
সর্বোচ্চ রান ১২০ ৫৮ ১৪১ ৬৯
বল করেছে ১৬২ - ১৮০ ৬০
উইকেট -
বোলিং গড় ২৩.৫০ - ২২.১৪ ২২.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৩/২৯ - ৩/২৯ ২/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/- ১/– ৪০/– ৩০/৪
উৎস: ক্রিকইনফো, ২৯ জানুয়ারি ২০১৭

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদবের জন্ম পুনেতে। তবে, তার পরিবার সোলাপুর জেলার মধা এলাকার যাদবাদি থেকে এসেছে।[] চার সন্তানের সর্বকনিষ্ঠ তিনি। বড় তিন বোন যথাক্রমে ইংরেজি সাহিত্যে পিএইচডি, প্রকৌশলী ও ফাইন্যান্সে এমবিএ ডিগ্রিধারী। নবম শ্রেণীতে থাকাবস্থায় তার ক্রিকেটের প্রতি আসক্তি জন্মায়।[][] ২০০৩ সালে অবসরগ্রহণের পূর্ব-পর্যন্ত তার বাবা মাধব যাদব মহারাষ্ট্র রাষ্ট্রীয় বিদ্যুতায়ন বোর্ডে কেরাণী হিসেবে কাজ করতেন।[][]

পুনের পশ্চিমে অবস্থিত কথরাড এলাকায় বসবাস করছেন।[] সেখানকার পিওয়াইসি হিন্দু জিমখানার পক্ষে ক্রিকেট খেলতে শুরু করেন।[][] শুরুতে টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতায় রেইনবো ক্রিকেট ক্লাবে খেলেন। এরপর ২০০৪ সালে মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলার সুযোগ পান।[]

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

২০১২ সালে প্রথমবারের মতো ত্রি-শতক হাঁকান। রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় মহারাষ্ট্রের পক্ষে তার এই ৩২৭ রান দ্বিতীয় সর্বোচ্চ ছিল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ ছিল উত্তরপ্রদেশ২০১৩-১৪ মৌসুমে রঞ্জী ট্রফিতে ১২২৩ রান তুলে তিনি তার ব্যাটিং সক্ষমতা তুলে ধরেন। ছয়টি সেঞ্চুরি করেন তিনি ও সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং প্রতিযোগিতার ইতিহাসে চতুর্থ সেরা রান সংগ্রহকারীর মর্যাদা লাভ করেন। এরফলে, ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবারের মতো দলকে চূড়ান্ত খেলায় নিয়ে যেতে সক্ষম হন।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

জুন, ২০১৪ সালে বাংলাদেশ সফরে তাকে অন্তর্ভুক্ত করা হলেও কোন খেলায় অংশগ্রহণের সুযোগ ঘটেনি তার। নভেম্বর, ২০১৪ সালে শ্রীলঙ্কা দল পাঁচ ওডিআইয়ে গড়া সিরিজ খেলার জন্য ভারত সফরে আসে। ১৬ নভেম্বর, ২০১৪ তারিখে সিরিজের ৫ম ওডিআইয়ে শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা’র সাথে তারও ওডিআই অভিষেক ঘটে। রাঁচিতে অনুষ্ঠিত ঐ খেলায় বিরাট কোহলি’র অনবদ্য অপরাজিত ১৩৯* রানের কল্যাণে তার দল ৩ উইকেটে জয়লাভের পাশাপাশি ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। তিনি করেছিলেন ২৪ বলে ২০ রান।

এরপর জুলাই, ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে ভারত দলের সদস্য মনোনীত হন ও ৩-ওডিআই নিয়ে গড়া সিরিজের সবগুলো খেলাতেই অংশগ্রহণ করেন। তন্মধ্যে, হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ৮৭ বলে অপরাজিত ১০৫ রান তুলে দলকে ৩-০ ব্যবধানে জয়লাভে সহায়তা করেন। এছাড়াও তার এই শতকটি ছিল প্রথম। ১৭ জুলাই, ২০১৫ তারিখে এ সফরেই টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি।[] জানুয়ারি, ২০১৭ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ বলে ১২০ রান করেন। এ সময় তিনি বিরাট কোহলি’র সাথে ২০০ রানের জুটি গড়েন। পুনের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ খেলায় দলকে জয় পেতে সহায়তা করেন।

৮ মে, ২০১৭ তারিখে বিরাট কোহলিকে অধিনায়কত্ব করে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় ১৫-সদস্যের তালিকা প্রকাশ করা হয়। খেলায় তাকেও অন্যতম সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়।[] মাঝে-মধ্যে স্পিন বোলিং করার জন্য যুবরাজ সিংকে সহায়তা করার লক্ষ্যেই তার এ অন্তর্ভূক্তি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dighe, Sandip (১৭ নভেম্বর ২০১৪)। "Jadhav makes Pune proud with India cap"Pune Mirror। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  2. Naik, Shivani (১৭ জানুয়ারি ২০১৭)। "Kedar Jadhav: A Salman fan with penchant for sunglasses, clothes and belts"The Indian Express। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  3. Karhadkar, Amol (১৭ জানুয়ারি ২০১৭)। "Jadhav's rags-to-riches story"The Hindu। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  4. Mandani, Rasesh (১৬ জানুয়ারি ২০১৭)। "Kedar Jadhav sends man-of-the-match trophy home for family to savour"India Today। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  5. "Selected for India... but Kedar Jadhav has to pay to practice!"Rediff। ২৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  6. Sundaresan, Bharat (১৭ জানুয়ারি ২০১৭)। "Kedar Jadhav: Tennis ball legend who hit an ace"The Indian Express। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  7. "India tour of Zimbabwe, 1st T20I: Zimbabwe v India at Harare, Jul 17, 2015"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫ 
  8. "Rohit, Ashwin, Shami return for Champions Trophy"। ESPNcricinfo। ৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭ 
  9. "Rohit, Ashwin, Shami return for Champions Trophy"। ESPNcricinfo। ৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা