২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ
২০১৬ বঙ্গবন্ধু কাপ বা বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার চতুর্থ আসর। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যভূক্ত আটটি দল এই আসরে অংশ নেয়। ৮ জানুয়ারি, ২০১৬ তারিখ থেকে ২২ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের দুইটি শহরের দুইটি মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় নেপাল।[১]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
তারিখ | ৮ জানুয়ারি – ২২ জানুয়ারি |
দল | ৮ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ২ শহরের ২ মাঠ |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | নেপাল (১ম শিরোপা) |
রানার-আপ | বাহরাইন অনূর্ধ্ব-২৩ |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৩৪ (ম্যাচ প্রতি ২.২৭টি) |
শীর্ষ গোলদাতা | নবযুব শ্রেষ্ঠা (৪ গোল) |
সেরা খেলোয়াড় | নবযুব শ্রেষ্ঠা |
অংশগ্রহণকারী দেশ
সম্পাদনানিম্নবর্ণিত দেশসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে:[২]
বাংলাদেশ |
মালয়েশিয়া |
নেপাল |
শ্রীলঙ্কা |
বাহরাইন |
বাংলাদেশ |
কম্বোডিয়া |
মালদ্বীপ |
মাঠসমূহ
সম্পাদনাঢাকা ও যশোরের দুইটি ভিন্ন মাঠে সর্বমোট নয়টি খেলা অনুষ্ঠিত হবে। মাঠগুলো হলো - ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও যশোরের শামসুল হুদা স্টেডিয়াম।
ঢাকা | সিলেট | ||
---|---|---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | শামসুল হুদা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৩৬,০০০ | ধারণক্ষমতা: ১২,০০০ | ||
কর্মকর্তা
সম্পাদনারেফারি
সম্পাদনা- শিবাকর্ণ পা-উদম (থাইল্যান্ড)
- মোহাম্মদ জালাল উদ্দিন (বাংলাদেশ)
- ভুবন তরফদার (বাংলাদেশ)
- হিয়েন টিরাইট নগুয়েন (ভিয়েতনাম)
- ওমর আল-ইয়াকুব (ওমান)
- প্রাঞ্জল ব্যানার্জি (ভারত)
খেলার বিবরণ
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
বাংলাদেশ | ৩ | ১ | ২ | ০ | ৫ | ৩ | +২ | ৫ |
নেপাল | ৩ | ১ | ২ | ০ | ১ | ০ | +১ | ৫ |
শ্রীলঙ্কা | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৬ | −২ | ৩ |
ফেলদা ইউনাইটেড | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ |
বাংলাদেশ | ৪-২ | শ্রীলঙ্কা |
---|---|---|
শাখাওয়াত হোসেন রনি ১৭', ৮৬' ইয়াসিন খান ২২' নাবিব নেওয়াজ জীবন ৪২' |
প্রতিবেদন | ২১' (পে.) এডিসন ফিগুরাডো ৫২' ছাথুরাঙ্গা সাঞ্জিওয়া |
বাংলাদেশ | ১-১ | ফেলদা ইউনাইটেড |
---|---|---|
মিঠুন ৭৬' | ৫৫' হাদিন |
ফেলদা ইউনাইটেড | ১-২ | শ্রীলঙ্কা |
---|---|---|
এলিয়াস ৮২' | ১৯' নিপুনা বান্দারা ৬৪' ছাথুরাঙ্গা সাঞ্জিওয়া |
গ্রুপ বি
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
মালদ্বীপ | ৩ | ২ | ১ | ০ | ৬ | ৩ | +৩ | ৭ |
বাহরাইন | ৩ | ১ | ২ | ০ | ৩ | ২ | +১ | ৫ |
কম্বোডিয়া | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ |
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৩ | ০ | ১ | ২ | ১ | ১ | ০ | ১ |
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ১-১ | বাহরাইন |
---|---|---|
ইউসুফ সিফাত ১৮' | ২৩' জসিম আলশাকিখ |
মালদ্বীপ | ৩-২ | কম্বোডিয়া |
---|---|---|
ইসমাইল এসা ৬' নাইজ হাসান ৩৮', ৭৯' |
১৫' সান ভানডেথ ৪৫+১' টিথ দিনা |
বাহরাইন | ১-০ | কম্বোডিয়া |
---|---|---|
আবদুল আজিজ ১১' |
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ০-২ | মালদ্বীপ |
---|---|---|
১৬' ইসমাইল এসা ২২' আহমেদ ইমাজ |
বাহরাইন | ১-১ | মালদ্বীপ |
---|---|---|
আনোয়ার আলী ৫৮' | ১৮' আহমেদ ইমাজ |
নক-আউট পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৮ জানুয়ারি, ঢাকা | ||||||
বাহরাইন | ১ | |||||
২২ জানুয়ারি, ঢাকা | ||||||
বাংলাদেশ | ০ | |||||
নেপাল | ৩ | |||||
১৯ জানুয়ারি, ঢাকা | ||||||
বাহরাইন | ০ | |||||
মালদ্বীপ | ১ | |||||
নেপাল | ৪ | |||||
সেমি-ফাইনাল
সম্পাদনাবাংলাদেশ | ০-১ | বাহরাইন |
---|---|---|
৪৫+১' ইব্রাহিম আলহোতি |
মালদ্বীপ | ১-৪ | নেপাল |
---|---|---|
আহমেদ নাশিদ ৭' | ৩১', ৬১', ৯০+২' নবযুগ শ্রেষ্ঠা ৫২' বিশাল রায় |
ফাইনাল
সম্পাদনাবিজয়ী
সম্পাদনা২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ |
---|
নেপাল প্রথম শিরোপা |
গোলদাতা
সম্পাদনা- ৪ গোল
- ৩ গোল
- ১ গোল
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅব | গ্রুপ | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | চূড়ান্ত অবস্থান |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | এ | নেপাল | ৫ | ৩ | ২ | ০ | ৮ | ১ | +৭ | ১১ | চ্যাম্পিয়ন |
২ | বি | বাহরাইন অনূর্ধ্ব-২৩ | ৫ | ২ | ২ | ১ | ৪ | ৫ | −১ | ৮ | রানার্স-আপ |
৩ | বি | মালদ্বীপ | ৪ | ২ | ১ | ১ | ৭ | ৭ | ০ | ৭ | সেমিফাইনাল |
৪ | এ | বাংলাদেশ (H) | ৪ | ১ | ২ | ১ | ৫ | ৪ | +১ | ৫ | |
৫ | বি | কম্বোডিয়া | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ | গ্রুপ পর্ব |
৬ | এ | শ্রীলঙ্কা | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৬ | −২ | ৩ | |
৭ | এ | ফেলদা ইউনাইটেড | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ | |
৮ | বি | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (H) | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নেপাল চ্যাম্পিয়ন"। আমাদের সময়। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "BFF promises major shake-up"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫।