২০১৩–১৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)
২০১৩-১৪ নিটোল টাটা বাংলাদেশ লিগ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ম আসর।[১] এটি শুরু হয় ২৭ ডিসেম্বর ২০১৩[২] এবং শেষ হয় ২৭ জুলাই ২০১৪ তারিখে। ১০টি দল একে-অপরের সঙ্গে হোম এবং এওয়ে ভিত্তিতে খেলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়। সেই সাথে তারা ২০১৬ এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে। লিগ শেষে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবের অবনমন ঘটে।
মৌসুম | ২০১৩–১৪ |
---|---|
চ্যাম্পিয়ন | শেখ জামাল |
অবনমন | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব |
এএফসি কাপ | শেখ জামাল |
মোট গোলসংখ্যা | ৩৮২ |
গড় গোল/খেলা | ২.৮৩ |
শীর্ষ গোলদাতা | ওয়েডসন অ্যানসেলম (২৬টি গোল) |
← ২০১২-১৩ ২০১৫ → |
অংশগ্রহণকারী দলসমূহ
সম্পাদনাগত বছর আরামবাগ ক্রীড়া সংঘের লিগে অবনমন হয়েছিল। ফলে তাদের পরিবর্তে ২০১৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-এর চ্যাম্পিয়ন্স চট্টগ্রাম আবাহনী ও ২য় স্থানে থাকা উত্তর বারিধারাকে লিগে অন্তর্ভুক্ত করা হয়।
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅব |
দল |
খে |
জ |
ড্র |
হা |
গপ |
গবি |
গপা |
পয়েন্ট |
যোগ্যতা অথবা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব (C) | ২৭ | ১৯ | ৭ | ১ | ৭৮ | ২৬ | +৫২ | ৬৪ | ২০১৬ এএফসি কাপ |
২ | ঢাকা আবাহনী | ২৭ | ১৪ | ১০ | ৩ | ৩৬ | ১৬ | +২০ | ৫২ | |
৩ | মুক্তিযোদ্ধা সংসদ | ২৭ | ১৪ | ৭ | ৬ | ৫৪ | ২৬ | +২৮ | ৪৯ | |
৪ | ঢাকা মোহামেডান | ২৭ | ১২ | ৯ | ৬ | ৩৬ | ২৫ | +১১ | ৪৫ | |
৫ | ব্রাদার্স ইউনিয়ন | ২৭ | ১০ | ৮ | ৯ | ৩৫ | ৩৩ | +২ | ৩৮ | |
৬ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২৭ | ৮ | ৮ | ১১ | ৩৮ | ৩৫ | +৩ | ৩২ | |
৭ | টিম বিজেএমসি | ২৭ | ৮ | ৬ | ১৩ | ৩৯ | ৪৯ | −১০ | ৩০ | |
৮ | চট্টগ্রাম আবাহনী | ২৭ | ৬ | ৭ | ১৪ | ১৮ | ৩৯ | −২১ | ২৫ | |
৯ | ফেনী সকার ক্লাব | ২৭ | ২ | ১২ | ১৩ | ৩০ | ৪৮ | −১৮ | ১৮ | |
১০ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (R) | ২৭ | ২ | ৬ | ১৯ | ১৮ | ৮৫ | −৬৭ | ১২ | ২০১৫ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ -এ অবনমন |
২৭ জুলাই ২০১৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী:
১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।
শীর্ষ গোলদাতা
সম্পাদনাঅব | খেলোড়ার | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | ওয়েডসন অ্যানসেলম | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২৬ |
২ | এমেকা ডার্লিংটন | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২১ |
৩ | কিংসলে চিগোজি | মুক্তিযোদ্ধা সংসদ | ১৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফুটবলে আবার নিটল গ্রুপ"। প্রথম আলো। ২০১৪-০২-০৩। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।
- ↑ "আজ থেকে মাঠে গড়াচ্ছে মর্যাদার প্রিমিয়ার লিগ"। oldsite.dailyjanakantha.com। ২০১৩-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]