২০১২–১৩ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় ২০১৩ সালের ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সফর করে। এ সফরে শ্রীলঙ্কা দলের সাথে ২টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং ১টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) খেলা অনুষ্ঠিত হয়।[১]
২০১২–১৩ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | বাংলাদেশ | ||
তারিখ | ৩ মার্চ ২০১৩ – ৩১ মার্চ ২০১৩ | ||
অধিনায়ক | অ্যাঞ্জেলো ম্যাথিউস | মুশফিকুর রহিম | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৪৪১) | মুশফিকুর রহিম (২৪৭) | |
সর্বাধিক উইকেট | রঙ্গনা হেরাথ (১৪) | সোহাগ গাজী (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | তিলকরত্নে দিলশান (২৪৮) | তামিম ইকবাল (১১২) | |
সর্বাধিক উইকেট | অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪) | আব্দুর রাজ্জাক (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুশল পেরেরা (৬৪) | মোহাম্মদ আশরাফুল (৪৩) | |
সর্বাধিক উইকেট | অ্যাঞ্জেলো ম্যাথিউস (২) | মাহমুদুল্লাহ রিয়াদ (১) |
দলের সদস্যবৃন্দ
সম্পাদনাটেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
শ্রীলঙ্কা | বাংলাদেশ | শ্রীলঙ্কা [২] | বাংলাদেশ [৩] | শ্রীলঙ্কা [৪] | বাংলাদেশ |
প্রস্তুতিকালীন খেলা
সম্পাদনাপ্রথম শ্রেণীর ম্যাচ
৩-৫ মার্চ
স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমারজিং দল
|
ব
|
|
- শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমারজিং দল টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা৮-১২ মার্চ
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে কিথুরুয়ান ভিতানাগের টেস্ট অভিষেক হয়; বাংলাদেশের পক্ষে মমিনুল হক এবং এনামুল হকের টেস্ট অভিষেক হয়।
২য় টেস্ট
সম্পাদনাওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে জিয়াউর রহমানের ওডিআই অভিষেক হয়।
- ফ্লাডলাইটের সমস্যার কারণে শ্রীলঙ্কার ইনিংসে ৪১ ওভারে ২৩৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
কুসাল জায়নাথ পেরেরা ১৮ (২১)
জিয়াউর রহমান ০/৯ (২ ওভার) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
- ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ ওভার পরে বৃষ্টিজনিত কারণে খেলা থেমে যাওয়ার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিজনিত কারণে বাংলাদেশের ইনিংসে ২৭ ওভারে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
টি২০আই সিরিজ
সম্পাদনাএকমাত্র টি২০আই
সম্পাদনাব
|
||
কুশাল পেরেরা ৬৪ (৪৪)
মাহমুদুল্লাহ রিয়াদ ১/২৮ (৪ ওভার) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো পেরেরা এবং বাংলাদেশের পক্ষে শামসুর রহমানের টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশের সফর মার্চে"। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৩।
- ↑ "বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে দল ঘোষণা"। টাইমস ওয়ার্ল্ড ২৪.কম। ১৯ মার্চ ২০১৩। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩।
- ↑ "ওয়ানডেতেও নেই মাশরাফি, দলে আশরাফুল"। প্রথম আলো। ১৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "লঙ্কান টি-টোয়েন্টি দলে নতুনের ছড়াছড়ি"। প্রথম আলো। ২৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]