২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ১০০ মিটার
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০মিটার সবেগে দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ১০০ মিটার | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৬ই আগস্ট (হিট) ১৭ই আগস্ট (সেমিফাইনাল ও ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৬৯টি দেশের ৮৫ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ অলিম্পিকে যোগ্যতানির্ণয়ের মাপকাঠি ছিল ১১.৩২ সেকেন্ড (এ মান) এবং ১১.৪২ সেকেন্ড (বি মান)।[২]
এই প্রতিযোগিতায় জামাইকার প্রতিযোগিনীরা সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। শেলি-অ্যান ফ্রেজার স্বর্ণপদক জেতেন এবং শ্যারন সিম্পসন ও ক্যারন স্টুয়ার্ট রৌপ্য পদক জেতেন। যেহেতু, সিম্পসন ও স্টুয়ার্ট দুজনেই একই সময় ১০.৯৮ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন, তাই দুটি রৌপ্য পদক দেওয়া হয়; ফলে সরকারিভাবে, কোনো ব্রোঞ্জ পদক দেওয়া হয় নি।[৩]
ফাইনালে পিস্তল ছোঁড়ার মুহূর্তে আমেরিকান দৌড়বীর টোরি এডওয়ার্ডস নড়ে ওঠেন, এবং সম্ভবতঃ মনে করেছিলেন আবার প্রতিযোগিতা শুরু হবে; কিন্তু, তা না হওয়ায় তিনি সবশেষে প্রতিযোগিতা শেষ করেন।[৪] প্রতিযোগিতার শেষে, যুক্তরাষ্ট্র দলের পক্ষ থেকে এডওয়ার্ডসের ভুল শুরুর কারণ দেখিয়ে পুনর্বার দৌড়ের অনুরোধ করা হয়, কিন্তু তা খারিজ হয়ে যায় ও ফলাফল একই থাকে।[৫] এডওয়ার্ডসের বিবৃতি সত্বেও, প্রকৃতপক্ষে তার প্রতিক্রিয়ার সময় ০.১৭৯ সেকেন্ড দ্রুততম না হলেও আটজন প্রতিযোগিনীর মধ্যে ধীরতমও ছিল না।[৬][৭] হয়ত, তিনি যখন নড়ে ওঠেন তখন তিনি পায়ের কাছের ব্লকগুলিতে যথেষ্ট পরিমাণ চাপ দেননি যাতে অ্যালার্ম বেজে ওঠে, বা হয়তো, তার শরীরের উপরের অংশই শুধু নড়ে ওঠে; পা ছিল স্থির।[৬]
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার (USA) | ১০.৪৯ সেকেন্ড | ইন্ডিয়ানাপোলিস, যুক্তরাষ্ট্র | ১৬ই জুলাই ১৯৮৮ |
অলিম্পিক রেকর্ড | ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার (USA) | ১০.৬২ সেকেন্ড | সিওল, দক্ষিণ কোরিয়া | ২৪শে সেপ্টেম্বর ১৯৮৮ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
সম্পাদনাএখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
রাউন্ড ১
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম তিনজন ও সবমিলিয়ে পরবর্তী সেরা দশজনকে নিয়ে কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড ২ অনুষ্ঠিত হয়।
রাউন্ড ২
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম তিনজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা (q) একজনকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম চারজনকে (Q) নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।
ক্রম | হিট | প্রতিযোগিনী | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ১ | শেলি-অ্যান ফ্রেজার | জ্যামাইকা | ১১.০০ | Q |
২ | ২ | ক্যারন স্টুয়ার্ট | জ্যামাইকা | ১১.০৫ | Q |
৩ | ১ | মুনা লি | মার্কিন যুক্তরাষ্ট্র | ১১.০৬ | Q |
৪ | ১ | লরিন ঊইলিয়ামস | মার্কিন যুক্তরাষ্ট্র | ১১.১০ | Q |
৫ | ১ | শ্যারন সিম্পসন | জ্যামাইকা | ১১.১১ | Q |
৬ | ২ | টোরি এডওয়ার্ডস | মার্কিন যুক্তরাষ্ট্র | ১১.১৮ | Q |
৭ | ২ | জ্যানেট কোয়াকি | গ্রেট ব্রিটেন | ১১.১৯ | Q |
৮ | ২ | ডেবি ফার্গুসন | বাহামা দ্বীপপুঞ্জ | ১১.২২ | Q |
৮ | ১ | চন্দ্রা স্টুরাপ | বাহামা দ্বীপপুঞ্জ | ১১.২২ | |
১০ | ২ | য়ুলিয়া নেস্টসিয়ারেঙ্কা | বেলারুশ | ১১.২৬ | |
১১ | ২ | কিম গেভার্ট | বেলজিয়াম | ১১.৩০ | |
১২ | ২ | ইভজেনিয়া পলিয়াকোভা | রাশিয়া | ১১.৩৮ | |
১৩ | ২ | ওলুডামোলা ওসায়ুমি | নাইজেরিয়া | ১১.৪৪ | |
১৪ | ১ | লিনা গ্রিঙ্কিকাইট | লিথুয়ানিয়া | ১১.৫০ | |
১৫ | ১ | আইভেট লালোভা | বুলগেরিয়া | ১১.৫১ | |
১৫ | ১ | ভিডা অ্যানিম | ঘানা | ১১.৫১ |
ফাইনাল
সম্পাদনাক্রম | প্রতিযোগিনী | রাষ্ট্র | প্রতিক্রিয়ার সময় |
সময় | টিকা |
---|---|---|---|---|---|
শেলি-অ্যান ফ্রেজার | জ্যামাইকা | ০.১৯০ | ১০.৭৮ | PB | |
শ্যারন সিম্পসন | জ্যামাইকা | ০.১৫৫ | ১০.৯৮ | ||
ক্যারন স্টুয়ার্ট | জ্যামাইকা | ০.২৩২ | ১০.৯৮ | ||
৪ | লরিন ঊইলিয়ামস | মার্কিন যুক্তরাষ্ট্র | ০.১৪৯ | ১১.০৩ | |
৫ | মুনা লি | মার্কিন যুক্তরাষ্ট্র | ০.২৩৪ | ১১.০৭ | |
৬ | জ্যানেট কোয়াকি | গ্রেট ব্রিটেন | ০.১৬১ | ১১.১৪ | PB |
৭ | ডেবি ফার্গুসন | বাহামা দ্বীপপুঞ্জ | ০.১৬৭ | ১১.১৯ | |
৮ | টোরি এডওয়ার্ডস | মার্কিন যুক্তরাষ্ট্র | ০.১৭৯ | ১১.২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Results Women's 100m Final"। BOCOG। ২০ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭।
- ↑ Scott M. Reid (২০০৮)। "Torri Edwards hesitates for false start call, finishes last in 100 sprint"। NBC Beijing Olympics 2008। ১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৮।
- ↑ Fraser leads Jamaica 100m sweep - BBC Sport
- ↑ ক খ When is a false start not a false start? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে. Reuters India. August 18, 2008. সংগৃহীত হয়েছে ২০০৮-০৮-২৪
- ↑ 100 Metres - Women's Final[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. IAAF. 17 August 2008. সংগৃহীত হয়েছে ২০০৮-০৮-২৪