২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ২০ কিমি হাঁটা
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ২০ কিমি হাঁটা থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০ কিমি হাঁটা প্রতিযোগিতা আগস্টের ২১ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১] যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ১:৩৩:৩০ (A মান) এবং ১:৩৮:০০ (B মান)।[২]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ২০ কিমি হাঁটা | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ২১শে আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ৩০টি দেশের ৪৮ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | অলিম্পিয়াডা ইভানোভা (RUS) | ১:২৫:৪১ | হেলসিঙ্কি, ফিনল্যান্ড | ৭ই আগস্ট ২০০৫ |
অলিম্পিক রেকর্ড | ওয়াং লিপিং (CHN) | ১:২৯:০৫ | সিডনি, অস্ট্রেলিয়া | ২৮শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে যে নতুন অলিম্পিক রেকর্ডটি সৃষ্টি হয় সেটি নিচে দেওয়া হল।
তারিখ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|
২১শে আগস্ট | ওল্গা কানিস্কিনা | রাশিয়া | ১:২৬:৩১ | OR |
ফলাফল
সম্পাদনাসমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
২১শে আগস্ট ২০০৮ - সকাল ৯:০০
অন্তর্বর্তী পর্যায়
সম্পাদনাপর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
৪ কিমি | ১। ওল্গা কানিস্কিনা | রাশিয়া | ১৭:০০ |
২। মারিয়া ভাস্কো | স্পেন | +০:২৭ | |
৩। ভিরা স্যান্টোস | পর্তুগাল | একই সময় | |
৪। রিটা টুরাভা | বেলারুশ | একই সময় | |
৫। এলিসা রিগোডো | ইতালি | একই সময় | |
৮ কিমি | ১। ওল্গা কানিস্কিনা | রাশিয়া | ৩৪:০৯ |
২। কার্স্টি প্লাজার | নরওয়ে | +০:৪১ | |
৩। রিটা টুরাভা | বেলারুশ | একই সময় | |
৪। তাতিয়ানা কালমিকোভা | রাশিয়া | +০:৪২ | |
৫। বিয়াট্রিজ পাস্কাল | স্পেন | একই সময় | |
১২ কিমি | ১। ওল্গা কানিস্কিনা | রাশিয়া | ৫১:১৯ |
২। রিটা টুরাভা | বেলারুশ | +০:৪১ | |
৩। কার্স্টি প্লাজার | নরওয়ে | +০:৪৯ | |
৪। মারিয়া ভাস্কো | স্পেন | একই সময় | |
৫। তাতিয়ানা কালমিকোভা | রাশিয়া | +০:৫৬ | |
১৬ কিমি | ১। ওল্গা কানিস্কিনা | রাশিয়া | ১:০৮:৩১ |
২। রিটা টুরাভা | বেলারুশ | +০:৫৯ | |
৩। কার্স্টি প্লাজার | নরওয়ে | +১:০৯ | |
৪। মারিয়া ভাস্কো | স্পেন | একই সময় | |
৫। হং লিউ | গণচীন | +১:২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।