২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ৫০০০ মিটার
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ৫০০০ মিটার থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৫০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ২০ থেকে ২৩ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ৫০০০মিটার | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ২০শে আগস্ট (হিট) ২৩শে আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ২৫টি দেশের ৪৩ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ১৩:২১.৫০সেকেন্ড (A মান) এবং ১৩:২৮.০০সেকেন্ড (B মান)।[২]
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | কেনেনিসা বেকেল (ETH) | ১২:৩৭.৩৫ | হেঙ্গেলো, হল্যান্ড | ৩১শে মে ২০০৪ |
অলিম্পিক রেকর্ড | সৈয়দ আউয়িতা (MAR) | ১৩:০৫.৫৯ | লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র | ১১ই আগস্ট ১৯৮৪ |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
২৩শে আগস্ট | ফাইনাল | কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ১২:৫৭.৮২ | OR |
ফলাফল
সম্পাদনাএখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ১৫ই আগস্ট। প্রত্যেক হিটের প্রথম চারজন(Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা তিনজনকে(q) নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।
হিট ১
সম্পাদনাক্রম | নাম | রাষ্ট্র | সময় | টিকা[৩] |
---|---|---|---|---|
১ | ম্যাথু টেগেনক্যাম্প | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩:৩৭.৩৬ | Q |
২ | এলুদ কিপচোগ | কেনিয়া | ১৩:৩৭.৫০ | Q |
৩ | তারিকু বেকেল | ইথিওপিয়া | ১৩:৩৭.৬৩ | Q |
৪ | কিডেন তাদাসি | ইরিত্রিয়া | ১৩:৩৭.৭২ | Q |
৫ | আলেমায়েহু বেজাবে | স্পেন | ১৩:৩৭.৮৮ | q |
৬ | অ্যালিস্টেয়ার ইয়ান ক্রেগ | আয়ারল্যান্ড | ১৩:৩৮.৫৭ | q |
৭ | হুয়ান লুই ব্যারিওস | মেক্সিকো | ১৩:৪২.৩৯ | q |
৮ | আনিস সেলমুনি | মরক্কো | ১৩:৪৩.৭০ | |
৯ | অ্যাডাম ইসমাইল খামিস | বাহরাইন | ১৩:৪৪.৭৬ | |
১০ | কোলিস বার্মিংহাম | অস্ট্রেলিয়া | ১৩:৪৪.৯০ | |
১১ | জিওফ্রে কুসুরো | উগান্ডা | ১৩:৫০.৫০ | |
১২ | সুলতান খামিস জামান | কাতার | ১৩:৫৩.৩৮ | |
১৩ | তাকায়ুকি মাতসুমিয়া | জাপান | ১৪:২০.২৪ | |
১৪ | সো মিন থু | মিয়ানমার | ১৫:৫০.৫৬ |
হিট ২
সম্পাদনাক্রম | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|
১ | এডুইন চেরুয়োট সোই | কেনিয়া | ১৩:৪৬.৪১ | Q |
২ | মোজেস ডিমা কিপসিরো | উগান্ডা | ১৩:৪৬.৫৮ | Q |
৩ | আব্রাহাম চের্কোস | ইথিওপিয়া | ১৩:৪৭.৬০ | Q |
৪ | জেসাস এস্পানা | স্পেন | ১৩:৪৮.৮৮ | Q |
৫ | আলি আবদাল্লা | ইরিত্রিয়া | ১৩:৪৯.৬৮ | |
৬ | মোহাম্মদ ফারা | গ্রেট ব্রিটেন | ১৩:৫০.৯৫ | |
৭ | অ্যাড্রিয়ান ব্লিঙ্কো | নিউজিল্যান্ড | ১৩:৫৫.২৭ | |
৮ | মুরাদ মারোফিত | মরক্কো | ১৪:০০.৭৬ | |
৯ | ইয়ান ডবসন | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৪:০৫.৪৭ | |
১০ | টোনি ওয়ামুলওয়া | জাম্বিয়া | ১৪:০৬.৯৬ | |
১১ | কেভিন সুলিভান | কানাডা | ১৪:০৯.১৬ | |
১২ | আলি সইদি-সৈফ | আলজেরিয়া | ১৪:১৫.০০ | |
১৩ | নাদের আলমাস্রি | ফিলিস্তিন | ১৪:৪১.১০ | |
রশিদ রামজি | বাহরাইন | DNS |
হিট ৩
সম্পাদনাক্রম | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|
১ | বার্নার্ড লাগাত | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩:৩৯.৭০ | Q |
২ | জেমস কোয়ালিয়া সি'কুরুই | কাতার | ১৩:৩৯.৯৬ | Q |
৩ | কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ১৩:৪০.১৩ | Q |
৪ | থমাস কেমেই লঙ্গোসিওয়া | কেনিয়া | ১৩:৪১.৩০ | Q |
৫ | ক্রেগ মোট্রাম | অস্ট্রেলিয়া | ১৩:৪৪.৩৯ | |
৬ | মোখেল্ড আল-ঔতাইবি | সৌদি আরব | ১৩:৪৭.০০ | |
৭ | কেনসুকি তাকিজাওয়া | জাপান | ১৩:৪৯.৪২ | SB |
৮ | মন্ডের রিজকি | বেলজিয়াম | ১৩:৫৪.৪১ | |
৯ | আলবের্তো গার্সিয়া | স্পেন | ১৩:৫৮.২০ | |
১০ | ফিলিপ ব্যান্ডি | সুইজারল্যান্ড | ১৩:৫৯.৬৮ | |
১১ | আব্দেলআজিজ এন্নাজি এল ইদ্রিসি | মরক্কো | ১৪:০৫.৩০ | |
১২ | আব্দিনাসির সইদ ইব্রাহিম | সোমালিয়া | ১৪:২১.৫৮ | |
সেলিম বেরাক | তুরস্ক | DNS | ||
হাসান মাহবুব | বাহরাইন | DNS | ||
ডেভিড গ্যালভ্যান | মেক্সিকো | DNS |
ফাইনাল
সম্পাদনাক্রম | নাম | রাষ্ট্র | সময় | টিকা[৪] |
---|---|---|---|---|
কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ১২:৫৭.৮২ | ওআর | |
এলুদ কিপচোগ | কেনিয়া | ১৩:০২.৮০ | ||
এডুইন চেরুয়োট সোই | কেনিয়া | ১৩:০৬.২২ | SB | |
৪ | মোজেস ডিমা কিপসিরো | উগান্ডা | ১৩:১০.৫৬ | |
৫ | আব্রাহাম চের্কোস | ইথিওপিয়া | ১৩:১৬.৪৬ | |
৬ | তারিকু বেকেল | ইথিওপিয়া | ১৩:১৯.০৬ | |
৭ | হুয়ান লুই ব্যারিওস | মেক্সিকো | ১৩:১৯.৭৯ | SB |
৮ | জেমস কোয়ালিয়া সি'কুরুই | কাতার | ১৩:২৩.৪৮ | |
৯ | বার্নার্ড লাগাত | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩:২৬.৮৯ | |
১০ | কিডেন তাদাসি | ইরিত্রিয়া | ১৩:২৮.৪০ | |
১১ | আলেমায়েহু বেজাবে | স্পেন | ১৩:৩০.৪৮ | |
১২ | থমাস কেমেই লঙ্গোসিওয়া | কেনিয়া | ১৩:৩১.৩৪ | |
১৩ | ম্যাথু টেগেনক্যাম্প | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩:৩৩.১৩ | |
১৪ | জেসাস এস্পানা | স্পেন | ১৩:৫৫.৯৪ | |
অ্যালিস্টেয়ার ইয়ান ক্রেগ | আয়ারল্যান্ড | DNF | ||
২৩শে আগস্ট ২০০৮ - রাত্রি ৮:১০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "5000 Metres - M Heats"। IAAF। ২৯ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০।
- ↑ http://wikirun.com/5000M_men#Finals ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে Retrieved ২০০৮-০৮-২৩।