২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্মেনিয়া
চীনের বেজিং-এ অনুষ্ঠিত ২০০৮সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্মেনিয়া অংশগ্রহণ করে। ২৫জনের দলটিতে ৯জন কুস্তিগির, ৬জন ভারত্তোলক, ৪জন মুষ্টিযোদ্ধা, ২জন দৌড়বীর, ২জন জুডোকা, ১জন ক্রীড়া বন্দুকবাজ ও ১জন সাঁতারু মনোনীত হয়। ৬টি ব্রোঞ্জ পদক জেতে আর্মেনিয়া। এই সাফল্য আর্মেনিয়ার অলিম্পিকে আগের যাবতীয় অংশগ্রহণে সংগৃহীত মোট পদকের থেকে বেশি।[৩]
অলিম্পিক গেমসে আর্মেনিয়া | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক বেইজিং | ||||||||||||
প্রতিযোগী | ৭[১]টি ক্রীড়ায় ২৫ জন | |||||||||||
পতাকা বাহক | অ্যালবার্ট আজারিয়ান[২] | |||||||||||
পদক স্থান: ৭৮ |
স্বর্ণ ০ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ৬ |
মোট ৬ |
||||||||
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি | ||||||||||||
রুশ সাম্রাজ্য (১৯০০–১৯১২) সোভিয়েত ইউনিয়ন (১৯৫২–১৯৮৮) সমন্বিত দল (১৯৯২) |
পদকতালিকা
সম্পাদনাপদক | নাম | খেলা | বিভাগ |
---|---|---|---|
ব্রোঞ্জ | রোমান আমোয়ান | কুস্তি | পুরুষদের গ্রেকো-রোমান ৫৫কেজি |
ব্রোঞ্জ | টিগ্রান জি. মার্টিরোসিয়ান | ভারত্তোলন | পুরুষদের ৬৯কেজি |
ব্রোঞ্জ | গেভোর্গ দাভতিয়ান | ভারত্তোলন | পুরুষদের ৭৭কেজি |
ব্রোঞ্জ | য়ুরি প্যাট্রিকায়েভ | কুস্তি | পুরুষদের গ্রেকো-রোমান ১২০কেজি |
ব্রোঞ্জ | টিগ্রান ভি. মার্টিরোসিয়ান | ভারত্তোলন | পুরুষদের ৮৫কেজি |
ব্রোঞ্জ | হ্রাচিক জাভাখিয়ান | মুষ্টিযুদ্ধ | লাইটওয়েট |
দৌড়বাজী
সম্পাদনা- পুরুষদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ||
মেলিক জানোয়ান | বর্শা ছোঁড়া | ৬৪.৪৭ | ৩৭ | এগোতে পারেননি |
- মহিলাদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | হিট | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ||
অ্যানি খাচিকেয়ান | ১০০মিটার | ১২.৭৬ | ৬ | এগোতে পারেননি |
মুষ্টিযুদ্ধ
সম্পাদনাআর্মেনিয়ার ৪জন মুষ্টিযোদ্ধা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। জাভাখিয়ান ও হাম্বার্ডজুমিয়ান তাদের ওজন শ্রেণীতে যোগ্যতা অর্জন করে বিশ্ব মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায়।.[৪] অন্যদিকে হাকোবায়ান মিডলওয়েটে যোগ্যতাঅর্জন করেন প্রথম ইউরোপীয় যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে।[৫]
প্রতিযোগী | বিভাগ | ৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল | ||
---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল | ||||
হোভানিজ ড্যানিয়েলিয়ান | লাইট ফ্লাইওয়েট | থমাস এসোন্বা (CMR) W ৯-৩ |
বির্ঝান ঝ্যাকিপভ (KAZ) L ১৩-৭ |
এগোতে পারেননি | ||||
হ্রাচিক জাভাখিয়ান | লাইটওয়েট | রশিদ লাওয়াল (NGR) W ১২-০ |
জং সাব-বাইক (KOR) W (প্রত্যাহার) |
আলেক্সাই তিসচেঙ্কো (RUS) L ১০-৫ |
এগোতে পারেননি | |||
এদুয়ার্দ হামবার্দজুমিয়ান | লাইট ওয়েল্টারওয়েট | ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) L ১১-৪ |
এগোতে পারেননি | |||||
আন্দ্রানিক হাকোবিয়ান | মিডলওয়েট | আহমেদ সারাকু (GHA) W ১৪:৮ |
এলশদ রসুলভ (UZB) L ৭-৩ |
এগোতে পারেননি |
জুডো
সম্পাদনাপুরুষদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | প্রারম্ভিক পর্ব | ৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ১ম রাউন্ড রেপোশে | রেপোশে কোয়ার্টার ফাইনাল | রেপোশে সেমিফাইনাল | ফাইনাল | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল | ||||
হোভানিজ দাভতিয়ান | −৬০কেজি | ইয়োসমানি পীকার (CUB) W ০১০০-০০১০ |
কিয়োং জিন কিম (PRK) L ০০০০-০০২২ |
এগোতে পারেননি | ||||||||
আর্মেন নাজারিয়েন | −৬৬কেজি | আহীদ এল হাদি (EGY) L ০০০০-০০০১ |
এগোতে পারেননি |
গুলিচালনা
সম্পাদনাপুরুষদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | যোগ্যতাপর্ব | ফাইনাল | ক্রম | ||
---|---|---|---|---|---|---|
স্কোর | ক্রম | স্কোর | ক্রম | |||
নুরাইয়ার বখতামিয়ান | ১০মিটার এয়ার পিস্তল | ৫৮০ | ১২ | এগোতে পারেননি | ১২ | |
৫০মিটার পিস্তল | ৫৫৫ | ১৫ | এগোতে পারেননি | ১৫ |
সাঁতার
সম্পাদনাপ্রতিযোগী | বিভাগ | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | ক্রম | সময় | ক্রম | সময় | ক্রম | ||
মাইকেল কোলোয়ান | পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল | ৫১.৮৯ | ৫৬ | এগোতে পারেননি |
ভারত্তোলন
সম্পাদনাপুরুষদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | স্ন্যাচ | ক্লিন ও জার্ক | মোট | ক্রম | ||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ||||
টিগ্রান জি. মার্টিরোসিয়ান | – ৬৯কেজি | ১৫৩ | ৩ | ১৮৫ | ৩ | ৩৩৮ | |
গেভোর্গ দাভতিয়ান | – ৭৭কেজি | ১৬৫ | ২ | ১৯৫ | ৫ | ৩৬০ | |
আরা খাচাত্রিয়ান | – ৭৭কেজি | ১৬২ | ৪ | ১৯১ | ১০ | ৩৫৩ | ৭ |
এডগার গেভোর্গিয়ান | – ৮৫কেজি | ১৭৬ | ৫ | শেষ করেননি | |||
টিগ্রান ভি. মার্টিরোসিয়ান | – ৮৫কেজি | ১৭৭ | ৪ | ২০৩ | ৩ | ৩৮০ |
মহিলাদের প্রতিযোগিতা
প্রতিযোগী | বিভাগ | স্ন্যাচ | ক্লিন ও জার্ক | মোট | ক্রম | ||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | ক্রম | ফলাফল | ক্রম | ||||
হৃপসিম খুর্শুদিয়ান | – ৭৫কেজি | ১০৫ | ৭ | ১৩০ | ১০ | ২৩৫ | ১১ |
কুস্তি
সম্পাদনাপুরুষদের ফ্রিস্টাইল
সম্পাদনাপ্রতিযোগী | বিভাগ | যোগ্যতাপর্ব | ১/৮ ফাইনাল | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ১ম রাউন্ড রেপোশে | ২য় রাউন্ড রেপোশে | ব্রোঞ্জ পদকের লড়াই | ফাইনাল |
---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল | ||
মার্টিন বার্বারিয়ান | −৬০কেজি | সঈদ আজারবাইজানি (CAN) L ০-৪ |
এগোতে পারেননি | ||||||
সুরেন মার্কোসিয়েন | −৬৬কেজি | ইরবেক ফার্নিয়েভ (RUS) L ২-৭ |
এগোতে পারেননি | ||||||
হারুতিয়ান ইয়েনোকিয়ান | −৮৪কেজি | আদনেনে রিমি (TUN) W ১৪-১ |
রেভাজি মিন্ডোরাশভিলি (GEO) L ০-৪ |
এগোতে পারেননি | দাভিদ বিচিনাশভিলি (GER) L ৩-৪ |
এগোতে পারেননি |
পুরুষদের গ্রেকো-রোমান
সম্পাদনাপ্রতিযোগী | বিভাগ | যোগ্যতাপর্ব | ১/৮ ফাইনাল | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ১ম রাউন্ড রেপোশে | ২য় রাউন্ড রেপোশে | ব্রোঞ্জ পদকের লড়াই | ফাইনাল |
---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল | ||
রোমান আমোয়ান | −৫৫কেজি | বাই | আসেত ইমানবায়েভ (KAZ) W ৩-১ |
লাশা গোগিটাজা (GEO) W ৩-১ |
রোভশান বেরামভ (AZE) L ১-৩ |
ইয়াগ্নির হার্নান্ডেজ (CUB) W ৮-০ |
এগোতে পারেননি | ||
কারেন নাতসাকানিয়ান | −৬০কেজি | মাকোতো সাসামোতো (JPN) L ৩-১ |
এগোতে পারেননি | ||||||
আর্মান আদিকায়েন | −৬৬কেজি | টামাস লোরিঞ্জ (HUN) L ৩-৪ |
এগোতে পারেননি | ||||||
আর্সেন জুলফালাকায়েন | −৭৪কেজি | ভলোদিমির শাতস্কিখ (UKR) W ৩-৩ |
পিটার বাক্সি (HUN) L ৬-৮ |
এগোতে পারেননি | |||||
ডেনিস ফোরোভ | −৮৪কেজি | শিঙ্গো মাতসুমোতো (JPN) W ১০-২ |
ব্র্যাড ভেরিং (USA) W ৮-২ |
আরা আব্রাহামিয়ান (SWE) L ৫-৩ |
এগোতে পারেননি | ||||
য়ুরি প্যাট্রিকেয়েভ | −১২০কেজি | বাই | ইয়াসের সাকর (EGY) W ১২-১ |
মিজেন লোপেজ (CUB) L ১-৪ |
এগোতে পারেননি | সিয়ারহেই আর্টশিউখিন (BLR) W ৩-১ |
জালমার জোবার্গ (SWE) W ৬-২ |
এগোতে পারেননি |
পাদটিকা
সম্পাদনা- ↑ (ফরাসি) 25 sportifs seront engagés sous les couleurs de l’Arménie aux Jeux Olympiques de Pékin ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে
- ↑ Albert Azaryan – Armenian flag bearer in Olympics
- ↑ "Results of Armenian athletes in Olympic Games."। ১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।
- ↑ "World Boxing Championships Chicago 2007" (পিডিএফ)। ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।
- ↑ "1st AIBA European Olympic Qualifying Tournament"। ১৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।