গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস

গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্‌স (ইংরেজি: Summer Olympic Games বা the Games of the Olympiad) একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতাআন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিটি ক্রীড়ার জন্য এক বা একাধিক ইভেন্ট থাকে এবং প্রতিটি ইভেন্টের জন্য প্রথম স্থানাধিকারীরে স্বর্ণপদক, দ্বিতীয় স্থানাধিকারীকে রৌপ্যপদক এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ব্রোঞ্জের পদক প্রদান করা হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ঐতিহ্য ১৯০৪ সালে শুরু হয়।

পূর্ণাঙ্গ পদক তালিকা

সম্পাদনা

সেরা কুড়িটি দেশ থেকে তথ্যসূত্র অনুয়ায়ী এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরকারি তথ্য অনুযায়ী।

     বিগত দেশগুলি

ক্রম দেশ গেম স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ২৭ ১০২২ ৭৯৫ ৭০৫ ২৫২২
  সোভিয়েত ইউনিয়ন (URS) ৩৯৫ ৩১৯ ২৯৬ ১০১০
  গ্রেট ব্রিটেন (GBR) ২৮ ২৬৩ ২৯৫ ২৯৩ ৮৫১
  চীন (CHN) ১০ ২২৪ ১৬৭ ১৫৫ ৫৪৬
  ফ্রান্স (FRA) ২৮ ২১২ ২৪১ ২৬৩ ৭১৬
  ইতালি (ITA) ২৭ ২০৬ ১৭৮ ১৯৩ ৫৭৭
  জার্মানি (GER) ১৬ ১৯১ ১৯৪ ২৩০ ৬১৫
  হাঙ্গেরি (HUN) ২৬ ১৭৫ ১৪৭ ১৬৯ ৪৯১
  পূর্ব জার্মানি (GDR) ১৫৩ ১২৯ ১২৭ ৪০৯
১০   রাশিয়া (RUS) ১৪৮ ১২৫ ১৫৩ ৪২৬
১১   অস্ট্রেলিয়া (AUS) ২৬ ১৪৭ ১৬৩ ১৮৭ ৪৯৭
১২   সুইডেন (SWE) ২৭ ১৪৫ ১৭০ ১৭৯ ৪৯৪
১৩   জাপান (JPN) ২২ ১৪২ ১৩৬ ১৬১ ৪৩৯
১৪   ফিনল্যান্ড (FIN) ২৫ ১০১ ৮৫ ১১৭ ৩০৩
১৫   দক্ষিণ কোরিয়া (KOR) ১৭ ৯০ ৮৭ ৯০ ২৬৭
১৬   রোমানিয়া (ROU) ২১ ৮৯ ৯৫ ১২২ ৩০৬
১৭   নেদারল্যান্ডস (NED) ২৬ ৮৫ ৯২ ১০৮ ২৮৫
১৮   কিউবা (CUB) ২০ ৭৮ ৬৮ ৮০ ২২৬
১৯   পোল্যান্ড (POL) ২১ ৬৮ ৮৪ ১৩২ ২৮৪
২০   কানাডা (CAN) ২৬ ৬৪ ১০২ ১৩৬ ৩০২

আয়োজক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা