হ্রাচিক জাভাখিয়ান

হ্রাচিক জাভাখিয়ান (আর্মেনীয়: Հրաչիկ Ջավախյան, জন্ম ৬ই জুলাই, ১৯৮৪) একজন আর্মেনীয় লাইটওয়েট মুষ্টিযোদ্ধা। তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলি হল, প্লোভদিভে অনুষ্ঠিত ২০০৬ ইউরোপীয় অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপে রুপো জয় ও ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন।

হ্রাচিক জাভাখিয়ান
পদক রেকর্ড
পুরুষদের মুষ্টিযুদ্ধ
 আর্মেনিয়া-এর প্রতিনিধিত্বকারী
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৮ বেইজিং লাইটওয়েট
ইউরোপীয় অপেশাদার চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৬ প্লোভদিভ লাইটওয়েট
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ মস্কো লাইট ওয়েল্টারওয়েট

কর্মজীবন

সম্পাদনা

২০০৬-এর ইউরোতে সেমিফাইনালে তিনি বেলারুশের ভাজেন সাফারিয়ান্টসকে পরাস্ত করেন।

২০০৭ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপে সাদাম আলির মত প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছান। শেষ পর্যন্ত, ডমেনিকো ভ্যালেন্টিনোর কাছে তিনি পরাজিত হন। তার এই সাফল্যের জন্য তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন।

অলিম্পিকের সেমিফাইনালে ৫:১০ ফলে তিনি আলেক্সেই টিশচেঙ্কোর কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

অলিম্পিক গেমসের ফলাফল

সম্পাদনা

২০০৮ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

বিশ্ব অপেশাদার চ্যাম্পিয়নশিপের ফলাফল

সম্পাদনা

২০০৫ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

২০০৭ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

বহিঃসংযোগ

সম্পাদনা