১৯৯১ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৯১ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জানুয়ারি | ১৬ | পিতা মাতা সন্তান | এ জে মিন্টু | শাবানা, আলমগীর, রাইসুল ইসলাম আসাদ, ইমরান | সামাজিক, পারিবারিক | ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [১] |
সেপ্টেম্বর | ১৩ | ন্যায় যুদ্ধ | মনতাজুর রহমান আকবর | দোয়েল, ইলিয়াস কাঞ্চন, সুচরিতা | রোমান্স, অ্যাকশন | ||
পদ্মা মেঘনা যমুনা | চাষী নজরুল ইসলাম | ফারুক, চম্পা, ববিতা, বুলবুল আহমেদ, আলীরাজ | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২] | ||
অচেনা | শিবলি সাদিক | শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলীরাজ, অরুণা বিশ্বাস | সামাজিক | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩] | ||
চাঁদনী | এহতেশাম | নাঈম, শাবনাজ | সামাজিক | নাদিম-শাবানা অভিনীত চাঁদনী চলচ্চিত্রের পুনঃনির্মাণ | [৪] | ||
স্ত্রীর পাওনা | শেখ নজরুল ইসলাম | শাবানা, আলমগীর, নূতন, ইলিয়াস কাঞ্চন, দিতি | সামাজিক, অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৫] | ||
দাঙ্গা | কাজী হায়াৎ | মান্না, সুচরিতা, রাজিব, মিজু আহমেদ | সামাজিক, অ্যাকশন | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৬] | ||
সান্ত্বনা | কাজী মোরশেদ | শাবানা, আলমগীর, সাব্বির, জেয়সন | সামাজিক | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
কাশেম মালার প্রেম | মোস্তফা আনোয়ার | মান্না, চম্পা, আনোয়ার হোসেন, শওকত আকবর, প্রবীর মিত্র | রোমান্স, লোককাহিনী | [৭] | |||
আয়না বিবির পালা | সালাউদ্দিন কবির | রোমান্স, লোককাহিনী | [৮] | ||||
গোধূলি | স্বল্পদৈর্ঘ্য | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||||
স্মৃতি একাত্তর | তানভীর মোকাম্মেল | স্বল্পদৈর্ঘ্য, যুদ্ধ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রামান্যচিত্র | [৯] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "স্মরণে শ্রদ্ধায় চাষী…"। বাংলাদেশ২৪। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Illustrious career of a filmmaker - In conversation with Shibly Sadick [একজন চলচ্চিত্রকারের গৌরবান্বিত কর্মজীবন - শিবলি সাদিকের সাথে কথোপকথন]"। ঢাকা, বাংলাদেশ: দ্য ডেইলি স্টার। ১১ মে ২০০৭। ২৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "চলচ্চিত্রে ফিরছেন শাবনাজ-নাঈম"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। জুলাই ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ অভি মঈনুদ্দীন (২১ মে ২০১৩)। "নূতন এখনও নতুন"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "কিংবদন্তি : সুপার স্টার মান্না"। দৈনিক আমার দেশ। ১৯ সেপ্টেম্বর ২০১০। ২৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "এখনো মান্না"। দৈনিক যায় যায় দিন। ১৩ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ "স্মৃতি একাত্তর"। তানভীর মোকাম্মেল। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।