১১তম জি সিনে পুরস্কার

১১তম জি সিনে পুরস্কার ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০৮ সালের ২৬শে এপ্রিল লন্ডনের এক্সেল লন্ডনে অনুষ্ঠিত হয়।[] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজিদ খান, করণ জোহর, দিয়া মির্জা, গুলশান গ্রোবর, চাংকি পান্ডেমিনীষা লাম্বা

১১তম জি সিনে পুরস্কার
তারিখ২৬ এপ্রিল ২০০৮
স্থানএক্সেল লন্ডন
উপস্থাপকসাজিদ খান
করণ জোহর
দিয়া মির্জা
গুলশান গ্রোবর
চাংকি পান্ডে
মিনীষা লাম্বা
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রচাক দে! ইন্ডিয়া
শ্রেষ্ঠ অভিনেতাশাহরুখ খান
(চাক দে! ইন্ডিয়া)
শ্রেষ্ঠ অভিনেত্রীকারিনা কাপুর
(জব উই মেট)
সর্বাধিক পুরস্কারতারে জমিন পর (৬)
সর্বাধিক মনোনয়নওম শান্তি ওম (১৫)
 ← ১০ম জি সিনে পুরস্কার ১২তম → 

ওম শান্তি ওম সর্বাধিক ১৫টি মনোনয়ন লাভ করে, এরপর গুরু ১০টি ও চাক দে! ইন্ডিয়া, লাইফ ইন আ... মেট্রোতারে জমিন পর ৯টি করে ও জব উই মেট ৮টি মনোনয়ন লাভ করে।

তারে জমিন পর শ্রেষ্ঠ পরিচালক-সহ সর্বাধিক ৬টি পুরস্কার অর্জন করে। এরপর ওম শান্তি ওমচাক দে! ইন্ডিয়া ৫টি করে পুরস্কার অর্জন করে।[]

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

২০০৮ সালের ১লা এপ্রিল দর্শকের পছন্দ শাখার মনোনয়ন ঘোষণা করা হয়।[] ২০০৮ সালের ২৬শে এপ্রিল বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।

 
আমির খান তারে জমিন পর-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার বিজয়ী
 
শাহরুখ খান চাক দে! ইন্ডিয়া-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার বিজয়ী
 
কারিনা কাপুর জব উই মেট-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার বিজয়ী
 
গোবিন্দা পার্টনার-এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার বিজয়ী
 
শিল্পা শেট্টি লাইফ ইন এ... মেট্রো-এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার বিজয়ী
 
জিনাত আমান আজীবন সম্মাননা পুরস্কার বিজয়ী
 
ফিরোজ খান আজীবন সম্মাননা পুরস্কার বিজয়ী

জনপ্রিয় পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী
সম্ভাবনাময় নবাগত পরিচালক সম্ভাবনাময় নবাগত শিশুশিল্পী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী
বর্ষসেরা গান

কারিগরী পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা শ্রেষ্ঠ মারপিট
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ শব্দগ্রহণ
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রক্রিয়াকরণ
শ্রেষ্ঠ চাক্ষুস প্রভাব

সমালোচক পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিশেষ সমালোচক পুরস্কার

বিশেষ পুরস্কার

সম্পাদনা
আজীবন সম্মাননা
জি আইকন পুরস্কার
জি সিনেমা বর্ষসেরা বিনোদনদাতা
ব্রিটিশ ভারতীয় অভিনয়শিল্পী পুরস্কার
বলিউড রানী পুরস্কার

একাধিক পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
একাধিক মনোনয়ন
মনোনয়ন চলচ্চিত্র
১৫ ওম শান্তি ওম
১০ গুরু
চাক দে! ইন্ডিয়া
লাইফ ইন এ... মেট্রো
তারে জমিন পর
জব উই মেট
চিনি কম
গান্ধী, মাই ফাদার
সাওয়ারিয়া
ঝুম বরাবর ঝুম
জনি গাদ্দার
নমস্তে লন্ডন
পার্টনার
ভুল ভুলাইয়া
হেই বেবি
শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা
ওয়েলকাম
একাধিক জয়
জয় চলচ্চিত্র
তারে জমিন পর
চাক দে! ইন্ডিয়া
ওম শান্তি ওম
গান্ধী, মাই ফাদার
গুরু
জব উই মেট
সাওয়ারিয়া

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bollywood stars will grace the red carpet at Zee Cine Awards tomorrow night"ম্যানচেস্টার ইভনিং নিউজ। ট্রিনিটি মিরর পিএলসি। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 
  2. "Zee Cine Awards 2008 winners"জি নিউজ। ২৩ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 
  3. "Nominations for the Zee Cine Awards 2008"বলিউড হাঙ্গামা। ১ এপ্রিল ২০০৮। ২৩ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 
  4. "Winners of the Zee Cine Awards 2008"বলিউড হাঙ্গামা। ২৭ এপ্রিল ২০০৮। ১৪ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা