ওম শান্তি ওম
২০০৭ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র
ওম শান্তি ওম (হিন্দি: ओम शान्ति ओम, ইংরেজি: Om Shanti Om) একটি ২০০৭ সালের ভারতীয় হিন্দি ভাষার মসলা চলচ্চিত্র। ছবিটির রচয়িতা এবং পরিচালক নৃত্য পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নারী পরিচালক ফারাহ খান। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কিরণ খের, শ্রেয়াস তালপাদী, অর্জুন রামপাল ও যুভিকা চৌধুরী। এছাড়াও ছবিতে উপস্থিত করা হয় বলিউডের নামিদামি প্রায় ৪২-জন তারকাকে।
ওম শান্তি ওম | |
---|---|
পরিচালক | ফারাহ খান |
প্রযোজক | গৌরী খান |
রচয়িতা | ফারাহ খান ময়ুর পুরী মুশতাক শেখ |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান দীপিকা পাড়ুকোন কিরণ খের শ্রেয়াস তালপাদী অর্জুন রামপাল যুভিকা চৌধুরী |
সুরকার | বিশাল-শেখর |
চিত্রগ্রাহক | ভি. মানিকান্দন |
সম্পাদক | শিরিষ কুন্ডের |
পরিবেশক | রেড চিলিজ এন্টারটেইনমেন্ট |
মুক্তি | ৯ নভেম্বর, ২০০৭ |
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৩৫ কোটি টাকা[১] |
আয় | ১৪৮.৫২ কোটি টাকা[২] |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাহরুখ খান - ওম প্রকাশ মাখিজা/ওম কপূর
- দীপিকা পাড়ুকোন - শান্তি প্রিয়া/স্যান্ডী
- অর্জুন রামপাল - মুকেশ মেহেরা "মাইক"
- শ্রেয়াস তালপাদী - পাপ্পু মাস্টার
- কিরণ খের - বেলা মাখিজা
- জাভেদ শেখ - রাজেশ কপূর
- আসাবরী জোশী - বাহ কপূর
- যুভিকা চৌধুরী - পুতুলসোনা
- বিন্দু দেসাই - কামিনী
- সতীশ শাহ - চলচ্চিত্র পরিচালক
- শবর আলী - শবর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Box Office Report: Om Shanti Om"। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১০।
- ↑ "Top Lifetime Grossers Worldwide (IND Rs)"। Boxofficeindia.com। ২০১৩-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৭-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওম শান্তি ওম (ইংরেজি)