এডওয়ার্ড মিল্‌স পারসেল

মার্কিন পদার্থবিজ্ঞানী

এডওয়ার্ড মিল্‌স পারসেল (আগস্ট ৩০, ১৯১২ - মার্চ ৭, ১৯৯৭) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৫২ সালে ফেলিক্স ব্লখের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তরল এবং কঠিন পদার্থে নিউক্লীয়-চৌম্বক রেজোন্যান্স (Nuclear magnetic resonance - NMR) আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন। তার এই আবিষ্কার ১৯৪৬ সালে প্রকাশিত হয়। বর্তমানে বিশুদ্ধ পদার্থ এবং বিভিন্ন মিশ্রণের আণবিক গঠন পর্যবেক্ষণের জন্য এনএমআর ব্যাপক হারে ব্যবহৃত হয়।

এডওয়ার্ড মিল্‌স পারসেল
এডওয়ার্ড মিল্‌স পারসেল (১৯১২-১৯৯৭)
জন্ম(১৯১২-০৮-৩০)৩০ আগস্ট ১৯১২
মৃত্যু৭ মার্চ ১৯৯৭(1997-03-07) (বয়স ৮৪)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনপারডু বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণনিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স (এনএমআর)
Smith-Purcell effect
21 cm line
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
MIT
ডক্টরাল উপদেষ্টাকেনেথ বেইনব্রিজ
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাজন ভেন ভ্লেক
ডক্টরেট শিক্ষার্থীNicolaas Bloembergen
George Pake
George Benedek
Charles Pence Slichter

বহিঃসংযোগ

সম্পাদনা
পূর্বসূরী
ডুইট ডি আইসেনহাওয়ার
টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব(যৌথভাবে: লিনাস পাউলিং, ইসিদোর ইজাক রাবি, এডওয়ার্ড টেলার, Joshua Lederberg, Donald A. Glaser, Willard Libby, রবার্ট উডওয়ার্ড, চার্লস স্টার্ক ড্র্যাপার, উইলিয়াম শকলি, Emilio Segrè, জন এন্ডার্‌স, চার্লস হার্ড টাউনেস, জর্জ বিড্‌ল এবং James Van Allen যারা মার্কিন বিজ্ঞানীদের প্রতিনিধিত্ব করেন।)
১৯৬০
উত্তরসূরী
জন এফ কেনেডি