স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০২০–২০২৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।[২] এই তালিকাটি ২০২০ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
ওয়েবসাইট | www |
২০২০
সম্পাদনা২০১৯ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।[৩][৪]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
গোলাম দস্তগীর গাজী | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
আব্দুর রউফ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আনোয়ার পাশা | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আজিজুর রহমান | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
উবায়দুল কবীর চৌধুরী | চিকিৎসাবিদ্যা | ||
এ কে এম এ মুক্তাদির | চিকিৎসাবিদ্যা | ||
এস এম রইজ উদ্দিন আহম্মদ (পরবর্তীতে বাতিল) | সাহিত্য | ||
ফেরদৌসী মজুমদার | সংস্কৃতি | ||
কালীপদ দাস | সংস্কৃতি | ||
ভারতেশ্বরী হোমস | শিক্ষা | প্রতিষ্ঠান |
২০২০ সালে সাহিত্যে স্বাধীনতা পদক পেলেও নানা সমালোচনার মুখে বিতর্কিত রইজ উদ্দিনের পদক বাতিল বলে ঘোষণা করা হয়[৫]।
২০২১
সম্পাদনা২০২১ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।[৬]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
এ কে এম বজলুর রহমান | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আহসানউল্লাহ মাস্টার | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
খুরশিদ উদ্দিন আহমেদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আখতারুজ্জামান চৌধুরী বাবু | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
মৃন্ময় গুহ নিয়োগী | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
মহাদেব সাহা | সাহিত্য | ||
এম আমজাদ হোসেন | সমাজসেবা | ||
আতাউর রহমান | সংস্কৃতি | ||
গাজী মাজহারুল আনোয়ার | সংস্কৃতি | ||
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল | গবেষণা ও প্রশিক্ষণ | প্রতিষ্ঠান |
২০২২
সম্পাদনা২০২২ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।[৭]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
ইলিয়াস আহমেদ চৌধুরী | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আব্দুল জলিল | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
সিরাজ উদ্দীন আহমেদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
সিরাজুল হক | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
কনক কান্তি বড়ুয়া | চিকিৎসা | ||
কামরুল ইসলাম | চিকিৎসা | ||
আমির হামজা (পরবর্তীতে বাতিলকৃত) | সাহিত্য | (মরণোত্তর) | |
সৈয়দ মাইনুল হোসেন | স্থাপত্যে | (মরণোত্তর) | |
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট | গবেষণা ও প্রশিক্ষণ | (প্রতিষ্ঠান) |
২০২৩
সম্পাদনা২০২৩ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।[৮]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
সামসুল আলম (কর্নেল) | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
লে. এজি মোহাম্মদ খুরশীদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) | সাহিত্য | (মরণোত্তর) | |
পবিত্র মোহন দে | সংস্কৃতি | ||
এএসএম রকিবুল হাসান | ক্রীড়া | ||
সুরমা জাহিদ | গবেষণা ও প্রশিক্ষণ | ||
ফিরদৌসী কাদরী | গবেষণা ও প্রশিক্ষণ | ||
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর | সমাজসেবা/জনসেবা | (প্রতিষ্ঠান) |
২০২৪
সম্পাদনা২০২৪ সালে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
কাজী আব্দুস সাত্তার | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
ফ্লাইট সার্জেন্ট
মো. ফজলুল হক |
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | (মরণোত্তর) | |
ড. মোবারক আহমদ খান | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
ডা. হরিশংকর দাশ | চিকিৎসা | ||
মোহাম্মদ রফিকউজ্জামান | সংস্কৃতি | ||
ফিরোজা খাতুন | ক্রীড়া | ||
অরন্য চিরান | সমাজসেবা/জনসেবা | ||
অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী | সমাজসেবা/জনসেবা | ||
এস এম আব্রাহাম লিংকন | সমাজসেবা/জনসেবা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমান্ডার রউফ, আনোয়ার পাশাসহ ১০ জন পাচ্ছেন স্বাধীনতা পদক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "স্বাধীনতা পদক থেকে বাদ পড়লেন সেই রইজ উদ্দিন"। যুগান্তর অনলাইন। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
- ↑ "স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।
- ↑ "স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
- ↑ "স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।