গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের গবেষণা ও প্রশিক্ষণ দানে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রদত্ত একটি জাতীয় এবং এদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১][২][৩] এদেশের গবেষণা ও প্রশিক্ষণে ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে এই ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে এবং ২০০৮ সালে প্রথমবারের মতো অধ্যাপক রেহমান সোবহানকে “গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[৪]
বিজয়ীদের তালিকা
সম্পাদনামরণোত্তর সম্মননা |
বছর | চিত্র | বিজয়ী | পুরস্কারপ্রাপ্তির কারণ | সূত্র |
---|---|---|---|---|
২০০৮ | অধ্যাপক রেহমান সোবহান (জন্মঃ ১২ মার্চ ১৯৩৫) |
গবেষণা প্রতিষ্ঠান সিপিডি'র প্রতিষ্ঠাতা | [৪] | |
২০০৯ | দেওয়া হয় নি | |||
২০১০ | ||||
২০১১ | ||||
২০১২ | ড. কাজী এম বদরুদ্দোজা (জন্মঃ ১ জানুয়ারি ১৯২৭) |
কাজীপেয়ারার উদ্ভাবক | [৪] | |
২০১৩ | ড. মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ( – ) |
কৃষি-গবেষণায় ও কৃষির উন্নয়নে বিশেষ অবদান | [৪][৫] | |
২০১৪ | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (স্থাপিতঃ ) |
কৃষি-গবেষণায় ও কৃষির উন্নয়নে বিশেষ অবদান | [৪] | |
২০১৫ | ড. মোহাম্মদ হোসেন মণ্ডল ( – ) |
কৃষি-গবেষণায় ও কৃষির উন্নয়নে বিশেষ অবদান | [৪] | |
২০১৬ | দেওয়া হয় নি | |||
২০১৭ | অধ্যাপক শামসুজ্জামান খান (জন্মঃ ২৯ ডিসেম্বর ১৯৪০) |
লোক-সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষণায় বিশেষ অবদান | [৪] | |
প্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথ ( ) (১ নভেম্বর ১৯৩৫ – ২ জুলাই ২০১৬) |
নিউক্লিয় পদার্থবিদ্যায় বিশেষ অবদান | [৪] | ||
২০১৮ | এখনও ঘোষিত হয় নি | |||
২০১৯ | এখনও ঘোষিত হয় নি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Details of Independence Awardee"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]