১৪ সেপ্টেম্বর
তারিখ
(সেপ্টেম্বর ১৪ থেকে পুনর্নির্দেশিত)
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৫ |
১৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭তম (অধিবর্ষে ২৫৮তম) দিন। বছর শেষ হতে আরো ১০৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ০৭৮৬ - আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
- ১৩৮৯ - ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।
- ১৮০৪ - আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
- ১৮১২ - রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
- ১৮৬৭ - কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়।
- ১৯১৭ - রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।
- ১৯৪৯ - ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
- ১৯৫৯ - প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
- ১৯৬০ - 'অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস' (ওপেক) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ - আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
- ১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।
- ১৯৮৪ - কলকতায় পাতাল ট্রেন চালু হয়।
- ১৯৮৯ - এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৯৫ - কলকাতায় পাতাল রেল চালু হয়।
- ২০০০ - মাইক্রোসফট উইন্ডোজ এমই ( ME) বাজারে ছাড়ে।
- ২০০৩ - ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।
জন্ম
সম্পাদনা- ১৭৬৯ - আলেকজান্ডার ফন হুমবোল্ড্ট্, জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী।
- ১৭৯১ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৬৪ - রবার্ট সীসিল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৮৭১ - ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতন্ত্রবাদী সাংবাদিক।
- ১৮৮৮ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।(মৃ.২৬/০১/১৯৬৯)
- ১৯০৯ - সুবোধ ঘোষ, ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক।( মৃ.১০/০৩/১৯৮০)
- ১৯১৩ - জাকোব আর্বেঞ্জ, গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা।
- ১৯২০ - লরেন্স রবার্ট ক্লাইন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
- ১৯২৮ - আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।
- ১৯৩৬ - ফরিদ মুরাদ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।
- ১৯৪১ - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার। (মৃ. ২০২০)
- ১৯৪৭ - স্যাম নিইল, আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।
- ১৯৫৬ - কোস্তাস কারামানলিসের, গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১ তম প্রধানমন্ত্রী।
- ১৯৬৫ - দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।
- ১৯৮৪ - আয়ুষ্মান খুরানা, ভারতীয় অভিনেতা
- ১৯৮৫ - আয়া উয়েটো, জাপানি অভিনেত্রী ও গায়ক।
- ১৯৮৮ - কার্স্টেন হাগলুন্ড, আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা।
মৃত্যু
সম্পাদনা- ১৩২১ - দান্তে আলিগিয়েরি, ইতালিয় কবি।
- ১৬৩৮ - জন হার্ভার্ড, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।
- ১৭১২ - জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।
- ১৮৫১ - জেমস ফেনিমরে কুপার, আমেরিকান সৈন্য ও লেখক।
- ১৯০১ - উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। (জ. ১৮৪৩)
- ১৯১৬ - হোসে এচেগারাই, নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।
- ১৯২৭ - ইসাডোরা ডানকান, খ্যাতনাম্নী মার্কিন নৃত্যশিল্পী।(জ.১৮৭৭)
- ১৯৪০ - নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী, খ্যাতনামা সেতারবাদক। (জ.১৯০০)
- ১৯৭০ - রুডলফ করেনাপ, জার্মান দার্শনিক।
- ১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। (জ.২৩/০৮/ ১৮৯৮)
- ১৯৭৪ - ওয়ারেন হুল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
- ১৯৭৫ -নরেন্দ্রনাথ মিত্র, বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্পলেখক।(জ.৩০/০১/১৯১৬)
- ১৯৭৯ - নূর মোহাম্মদ তারাকি, আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
- ১৯৮২ - বাসির গামায়েল, লেবাননের রাষ্ট্রপতি।
- ১৯৮৪ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। (জ. ১৯০৬)
- ২০০৫ - ভ্লাদিমির ভল্কঅফ, ফরাসি লেখক।
- ২০১২ - ডন বিননি, নিউজিল্যান্ড চিত্রশিল্পী।
- ২০২০ - বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।
- ২০২০ - মহিউদ্দিন বাহার, বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা।
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- হিন্দি দিবস। (ভারত)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৪ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |