সংযুক্ত প্রগতিশীল জোট
সংযুক্ত প্রগতিশীল জোট হল হচ্ছে ভারতের প্রধানত মধ্য-বাম রাজনৈতিক দলগুলির একটি জোট ।এই জোটের সর্বাপেক্ষা বৃহত্তর শরিক দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই জোটের নেতৃত্ব প্রদান করছে।জোটটি ২০০৪ সালের সাধারণ নির্বাচনের পরে গঠিত হয়েছিল।ইউপিএর বৃহত্তম সদস্য দল হ'ল ভারতীয় জাতীয় কংগ্রেস,যার সভাপতি সোনিয়া গান্ধী ইউপিএর চেয়ারপারসন। কোনও একক দল নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারার পরে ২০০৪ সালে কিছু অন্যান্য বাম-সংযুক্ত দলগুলির সমর্থন নিয়ে একটি সরকার গঠন করেছিল।
সংযুক্ত প্রগতিশীল জোট | |
---|---|
চেয়ারপার্সন | সোনিয়া গান্ধী |
লোকসভার নেতা | রাবনীত সিং বিট্টু |
রাজ্যসভার নেতা | মল্লিকার্জুন খড়গে |
প্রতিষ্ঠা | ২০০৪ |
রাজনৈতিক অবস্থান | বাম |
লোকসভা আসন | ১১০ / ৫৪৫
|
রাজ্যসভা আসন | ৫৪ / ২৪৫
|
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ইতিহাস
সম্পাদনা২০০৪ সালের সাধারণ নির্বাচনের পরে স্পষ্ট হয়ে গিয়েছিল যে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সে সময় ইউপিএ গঠিত হয়েছিল।সে মুহূর্তে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ৪৪৩ সদস্যের লোকসভায় ১৮১ টি আসন জিতেছিল।ভারতীয় জাতীয় কংগ্রেস এর নেতৃতে ইউপিএ গঠনের পর জোটের আসন হয় ২১৮টি এবং এর ফলে ইউপিএ জোট ক্ষমতা লাভ করে।
১ দশক ক্ষ্মতায় থাকার পর ইউপিএ জোট ২০১৪ সালের নির্বাচনে বিজেপি নেতৃতাধীন এনডিএ জোটের কাছে পরাজিত হয়।[১]
ইউপিএ জোট ২০১৯ সালের সাধারণ নির্বাচনে পুনরায় বিজেপি নেতৃতাধীন এনডিএ জোটের কাছে পরাজিত হয়। বিজেপি একাই জিতেছে ৩০২ আসনে জয়লাভ ।কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট জয়লাভসহ এগিয়েছিল ৯২ আসনে। কংগ্রেস এককভাবে জয়লাভ করে ৫০টি আসনে।[২]
বর্তমান সদস্যদল এবং লোকসভায় আসনসংখ্যাঃ
সম্পাদনাদল | লোকসভার সদস্য | রাজ্যসভার সদস্য | দলীয় অবস্থা | |
---|---|---|---|---|
১ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ৫১ | ৩৬ | জাতীয় দল |
২ | ডিএমকে | ২৪ | ৭ | তামিলনাড়ু |
৩ | জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ৫ | ৪ | জাতীয় দল |
৪ | রাষ্ট্রীয় জনতা দল | - | ৫ | বিহার |
৫ | ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ | ২ | ১ | কেরালা,তামিলনাড়ু |
৬ | জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স | ৩ | - | জম্মু ও কাশ্মীর |
৭ | ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | ১ | ১ | ঝাড়খণ্ড |
৮ | এমডিএমকে | - | ১ | তামিলনাড়ু |
৯ | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ১ | - | কেরালা |
10 | ভিদুথালাই চিরুথাইগাল কাটচি | ১ | - | তামিলনাড়ু |
১১ | নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | ১ | - | আসাম |
১২ | স্বতন্ত্র রাজনীতিবিদ | - | ১ | - |
মোট | ৮৯ | ৫৬ | ভারত |
বিভিন্ন রাজ্যে ইউপিএ জোটের সরকারঃ
সম্পাদনাফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ইউপিএ জোটের ৫ রাজ্যে মুখ্যমন্ত্রী আছে
বর্তমান রাজ্য সরকারের তালিকা
সম্পাদনাইউপিএ জোট ৫টি রাজ্যে ক্ষমতায় আছে-
- পাঞ্জাব (ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী)
- ছত্তিসগড় (ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী)
- রাজস্থান (ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী)
- মহারাষ্ট্র (শিব সেনা থেকে মুখ্যমন্ত্রী)
- ঝাড়খণ্ড (ঝাড়খণ্ড মুক্তি মোর্চাথেকে মুখ্যমন্ত্রী)
- তামিলনাড়ু (ডিএমকে থেকে মুখ্যমন্ত্রী)
বিধানসভা গুলোতে ইউপিএ জোটের শক্তিঃ
সম্পাদনাঅতীতের সদস্য দলসমূহ
সম্পাদনাদল | মূল রাজ্য | প্রত্যাহারের তারিখ | প্রত্যাহারের কারণ | |
---|---|---|---|---|
তেলঙ্গানা রাষ্ট্র সমিতি | তেলঙ্গানা | ২০০৬ | পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি। | |
বহুজন সমাজ পার্টি | জাতীয় দল | ২০০৮ | কংগ্রেস উত্তর প্রদেশ সরকারের বিরোধীতা করে যেখানে বহুজন সমাজ পার্টি ক্ষমতসীন দল | |
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি | জম্মু ও কাশ্মীর | ২০০৯ | ||
পাত্তালি মাক্কাল কাটচি | তামিল নাড়ু | ২০০৯ | ||
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন | তেলঙ্গানা | ২০১২ | ||
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | জাতীয় দল | ২০১২ | ||
সমাজতন্ত্রী জনতা (গনতান্ত্রিক) | কেরালা | ২০১৪ | দলটি ২৯ ডিসেম্বর ২০১৪ তে জনতা দল(সংযুক্ত) এর সাথে একিভূত হয় | |
জনতা দল (সেকুলার) | কর্ণাটক | ২০১৯ | ||
style="background-color:টেমপ্লেট:Rashtriya Lok দলের রং; text-align: center;" | | রাষ্ট্রীয় লোক সমতা পার্টি | বিহার | ২০২০ |
প্রধানমন্ত্রীদের তালিকাঃ
সম্পাদনানং. | প্রধানমন্ত্রী গণ | ছবি | মেয়াদ | লোকসভা | মন্ত্রিসভা | আসন | ||
---|---|---|---|---|---|---|---|---|
শুরু | শেষ | সময়কাল | ||||||
১ | মনমোহন সিং | ২২ মে ২০০৪ | ২২ মে ২০০৯ | ১০ বছর, ৪ দিন | চতুর্দশ লোকসভা | মনমোহন সিং এর ১ম মন্ত্রিসভা | আসাম থেকে রাজ্যসভার সাংসদ | |
২২ মে ২০০৯ | ২৬ মে ২০১৪ | পঞ্চদশ লোকসভা | মনমোহন সিং এর ২য় মন্ত্রিসভা |
ইউপিএ জোটের বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকাঃ
সম্পাদনানং | রাজ্য | নাম | ছবি | মন্ত্রিসভা | |
---|---|---|---|---|---|
১. | ছত্তিসগড় | ভূপেশ ভাগেল | Baghel I | ||
২. | ঝাড়খণ্ড | হেমন্ত সোরেন | Soren II | ||
৩. | মহারাষ্ট্র | উদ্ধব ঠাকরে | Thackeray I | ||
৪. | পাঞ্জাব | অমরিন্দ সিং | Amarinder II | ||
৫. | রাজস্থান | অশোক গেহলট | Gehlot III | ||
৬. | তামিলনাড়ু | এম.কে. স্ট্যালিন | Stalin I |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে বিজেপি"। বিবিসি বাংলা। ২০১৪-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- ↑ "মোদিতেই মাতোয়ারা ভারত, পরাজয় মেনে কংগ্রেসের অভিনন্দন | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- ↑ অন্ধ্রপ্রদেশ বিধানসভা
- ↑ অরুণাচল প্রদেশ বিধানসভা
- ↑ আসাম বিধানসভা
- ↑ বিহার বিধানসভা
- ↑ ছত্তিশগঢ় বিধানসভা
- ↑ গুজরাত বিধানসভা
- ↑ হরিয়ানা বিধানসভা
- ↑ হিমাচল প্রদেশ বিধানসভা
- ↑ ঝাড়খণ্ড বিধানসভা
- ↑ মণিপুর বিধানসভা
- ↑ পশ্চিমবঙ্গ বিধানসভা
- ↑ দিল্লি বিধানসভা
- ↑ জম্মু ও কাশ্মীর বিধানসভা
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |