সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন
সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন (অর্থাৎ সর্বভারতীয় মুসলমানের ইত্তেহাদের মজলিস) বা এমআইএম ভারতের স্বায়ত্তশাসনের রাজধানী তেলঙ্গানার একটি আঞ্চলিক ভিত্তিক রাজনৈতিক দল। এর প্রধান কার্যালয় আঘাপুর হায়দ্রাবাদ তেলঙ্গানায়।
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন | |
---|---|
সংক্ষেপে | এআইএমআইএম মিম |
সভাপতি | আসাদউদ্দিন ওয়াইসি |
প্রতিষ্ঠাতা | নবাব মাহমুদ নওয়াজ খান |
প্রতিষ্ঠা | ১২ নভেম্বর ১৯২৭ |
সদর দপ্তর | দারুসালাম, আঘাপুরা, হায়দ্রাবাদ, তেলঙ্গানা, ভারত। |
সংবাদপত্র | ইন্ডিয়ান ইতেমাদ (উর্দু) |
সদস্যপদ (২০১৮) | ১,০৮,৪৭৩[১] |
ভাবাদর্শ | সম্মিলিত জাতীয়তাবাদ দলিত অধিকার সংখ্যালঘু অধিকার সংবিধানবাদ |
রাজনৈতিক অবস্থান | মধ্য-দক্ষিণপন্থী[২][৩] |
জোট | সংযুক্ত প্রগতিশীল জোট (২০০৮-২০১২) গ্র্যান্ড ডেমোক্রেটিক সেক্যুলার ফ্রন্ট (২০২০-) ভাগীদারী সংকল্প মোর্চা |
লোকসভা | ২ / ৫৪৫
|
রাজ্যসভা | ০ / ২৪৫
|
তেলঙ্গানা | ৭ / ১১৯
|
মহারাষ্ট্র | ২ / ২৯৪
|
বিহার | ৫ / ২৪৩
|
নির্বাচনী প্রতীক | |
ওয়েবসাইট | |
www |
নীতি
সম্পাদনা‘সর্বভারতীয় মজলিশ এ ইত্তেহাদুল মুসলিমিন’ মুসলমানদের ঐক্যবদ্ধ ও সংহত করার কথা বলে।[৫]
প্রাক-ইতিহাস
সম্পাদনানিজাম শাসিত হায়দরাবাদে ১৯২৭ সালে মিমের জন্ম। উসমান আলি খান, সপ্তম আসাফ জাহর পরামর্শে নবাব মেহমুদ নওয়াজ খান দলটি গঠন করেন। ১৯৩৮ সালে বাহাদুর ইয়ার জং মিমের সভাপতি নির্বাচিত হলে দলের ধর্মীয়-সাংস্কৃতিক চরিত্র আরও প্রকট হয়। বাহাদুর জঙের মৃত্যুর পরে (১৯৪৪) সভাপতি হন কাসমি রিজভি। এই রিজভির নেতৃত্বাধীন ‘রাজাকার’রাই ছিল ইসলামি আধাসেনা, যারা হায়দরাবাদের ভারতভুক্তির বিরোধিতা করে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় ‘ঝটিকা বাহিনী’ হিসেবে। মিম চেয়েছিল, হায়দরাবাদ হবে স্বাধীন ‘দক্ষিণ পাকিস্তান’। ১৯৪৮ সালে মিম নিষিদ্ধ হয়। রিজভি ন’বছর কারাবাসের পরে দেশত্যাগ করে পাকিস্তানে চলে যাওয়ার শর্তে মুক্তি পান। দেশত্যাগের আগে রিজভি মিমের দায়িত্ব তাঁর উকিল আবদুল ওয়াহিদ ওয়াইসির হাতে তুলে দেন।
ইতিহাস
সম্পাদনাআবদুল ওয়াহিদ ওয়াইসি ‘সর্বভারতীয় মজলিশ এ ইত্তেহাদুল মুসলিমিন’ নামে দলের পুনঃপ্রতিষ্ঠা করেন। তার পর থেকে মিমের নেতৃত্ব ওয়াইসি পরিবারের হাতে। আবদুল ওয়াহিদের মৃত্যুর পরে (১৯৭৫) তাঁর পুত্র সুলতান সালাউদ্দিন ওয়াইসি দলের দায়িত্ব নেন। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত লাগাতার সাত বার তিনি হায়দরাবাদ কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। তাঁর পর তাঁর বড় ছেলে আসাদুদ্দিন ওয়াইসি দলের সভাপতি হন। ২০০৯ সাল থেকে তিনি হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে যাচ্ছেন। তার আগে ১৯৯৪ থেকে দু’বার অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। বিজেপি সরকার তাঁকে ২০১৪ সালে সংসদ রত্ন সম্মানে ভূষিত করে।
২০১৪ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এম আই এম সাত আসন জিতেছে এবং ভারতের নির্বাচন কমিশন কর্তৃক তেলেঙ্গানার রাজ্য-স্তরীয় দল হিসাবে স্বীকৃতি পেয়েছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ MIM (২০১৪-০১-২০)। "About the Party | All India Majlis-e-Ittehadul Muslimeen"। Aimim.in। ২০১৪-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৭।
- ↑ Seem Mustafa, Why the Owaisi Brothers can only Help the BJP ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে, The Citizen, 6 January 2015
- ↑ Bihar election result: Asaduddin Owaisi’s right-wing pitch falls flat in Bihar, The Times of India, 8 November 2015.
- ↑ ক খ Special Correspondent। "MIM gets State party recognition"। The Hindu।
- ↑ "MIM"।