ছত্তিশগড় বিধানসভা
ছত্তিশগঢ় বিধানসভা বা ছত্তিশগঢ় আইন পরিষদ ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইন পরিষদ।
ছত্তিশগড় বিধানসভা | |
---|---|
ছত্তিশগড়ের ৪র্থ বিধানসভা | |
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ৫ বছর |
নেতৃত্ব | |
বিরোধী দলীয় নেতা | |
গঠন | |
আসন | ৯০ |
রাজনৈতিক দল | সরকার (৬৯)
বিরোধী দল (১৪)
অন্যান্য (৬) শূণ্য (১)
|
নির্বাচন | |
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট | |
সর্বশেষ নির্বাচন | ১২ এবং ২০ নভেম্বর ২০১৮ |
পরবর্তী নির্বাচন | নভেম্বর ২০২৩ |
সভাস্থল | |
বিধানসভা চেম্বার, বিধানসভা ভবন, রায়পুর, ছত্তিশগড়, ভারত | |
ওয়েবসাইট | |
http://cgvidhansabha.gov.in |
বিধানসভা পরিষদ ছত্তীসগঢ় রাজ্যের রাজধানী রায়পুরে অবস্থিত। এই বিধানসভার মোট ৯০ টি আসন রয়েছে এবং প্রত্যেক বিধায়ক (সদস্য) সরাসরি একক আসনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হোন। [১] কোন কারণে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।
ইতিহাস
সম্পাদনাছত্তিশগড় রাজ্যটি ২০০০ সালে মধ্যপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে সৃষ্টি হয়। আইনটি একই বছর ২৫ আগস্টে ভারতের রাষ্ট্রপতি অনুমোদন করেছিলেন। ২০০০ সালের ১ নভেম্বরে নতুন রাজ্য গঠনের মাধ্যমেই একই সাথে ছত্তিশগড় বিধানসভা প্রতিষ্ঠিত হয়। ছত্তিশগড় বিধানসভার প্রথম অধিবেশন রায়পুরের রাজকুমার কলেজের যশপুর হলে অনুষ্ঠিত হয়। পরে রায়পুর-বলোদা বাজার রোডের বিধান নগরে নবনির্মিত ছত্তিশগড় বিধানসভা ভবনে বিধানসভা স্থানান্তরিত করা হয়।
অধিবেশন
সম্পাদনাছত্তিশগড়ের বিধানসভায় তিনটি সেশনের (বাজেট, বর্ষা ও শীতকালীন) অধিবেশন বসে।[২]
৬ ঠবিধানসভায় দলভিত্তিক সদস্যের সংখ্যা
সম্পাদনাদল | আসন সংখ্যা |
---|---|
ভারতীয় জাতীয় কংগ্রেস | ১২ |
ভারতীয় জনতা পার্টি | ৭০ |
জনতা কংগ্রেস ছত্তিশগড় | ৪ |
বহুজন সমাজ পার্টি | ২ |
শূণ্য আসন | ১ |
সর্বমোট আসন | ৯০ |
বিভিন্ন মেয়াদে বিধানসভা
সম্পাদনাদলগুলোর পরিচয়সূচক রঙ |
---|
মেয়াদ | নির্বাচন বছর | স্পিকার[৩] | মুখ্যমন্ত্রী | দল | বিরোধী দলীয় নেতা | দল | ||
---|---|---|---|---|---|---|---|---|
প্রথম/অন্তর্বর্তী বিধানসভা[ক] | ১৯৯৮ | রাজেন্দ্র প্রসাদ শুক্লা | অজিত যোগী | কংগ্রেস | নন্দ কুমার সাঈ | বিজেপি | ||
২য় বিধানসভা | ২০০৩ | প্রেম প্রকাশ পাণ্ডে | রমন সিং | বিজেপি | মহেন্দ্র কর্মা | কংগ্রেস | ||
৩য় বিধানসভা | ২০০৮ | ধরমলাল কৌশিক | রবীন্দ্র চৌবে | |||||
৪র্থ বিধানসভা | ২০১৩ | গৌরীশঙ্কর আগারওয়াল | টি এস সিং দেও | |||||
৫ম বিধানসভা | ২০১৮ | চরণ দাস মহান্ত | ভূপেশ বাঘেল | কংগ্রেস | ধরমলাল কৌশিক | বিজেপি |
টীকা
সম্পাদনা- ↑ ১৯৯৮ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বর্তমান ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত আসনসমূহে নির্বাচিত বিধায়কগণই ছত্তিশগড় বিধানসভা প্রথম মেয়াদের বিধায়ক হয়েছিলেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chhattisgarh Legislative Assembly"। Legislative Bodies in India website। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১০।
- ↑ "Chhattisgarh Vidhan Sabha"। Government of India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩।
- ↑ "Speaker"। Chhattisgarh Vidhan Sabha website। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১০।
- ↑ "The Madhya Pradesh Reorganization Act, 2000" (পিডিএফ)। ২০০০। পৃষ্ঠা 6। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।