১৮তম আইফা পুরস্কার
১৮তম আইফা পুরস্কার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের ১৮তম আয়োজন, যা ২০১৬ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মাননা প্রদান করে। আয়োজনটি ২০১৭ সালের ১৪-১৫ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের পর এটিই প্রথমবারের মতো সেখানে অনুষ্ঠিত পুরস্কার এবং আইফা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসে।[১][২] করণ জোহর ও সাইফ আলি খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।[৩]
১৮তম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৪ জুলাই ২০১৭ ১৫ জুলাই ২০১৭ | –|||
স্থান | মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র | |||
উপস্থাপক | ||||
প্রযোজক | উইজক্রাফট ইন্টারন্যাশনাল | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | নীরজা | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | কালার্স টিভি | |||
|
২০১৭ সালের মে মাসে মনোনয়ন ঘোষণা করা হয়।[৪] অ্যায় দিল হ্যায় মুশকিল সর্বাধিক ৮টি মনোনয়ন লাভ করে, তার পরে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, পিংক ও উড়তা পাঞ্জাব ৭টি মনোনয়ন লাভ করে।[৫]
অ্যায় দিল হ্যায় মুশকিল শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক (প্রীতম চক্রবর্তী), শ্রেষ্ঠ গীতিকার (অমিতাভ ভট্টাচার্য - "ছান্না মেরেয়া" গানের জন্য) এবং শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী (অমিত মিশ্র - "বুলেয়া" গানের জন্য) সহ এই আসরের সর্বাধিক ৭টি পুরস্কার অর্জন করে। নীরজা শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ চারটি বিভাগে পুরস্কৃত হয়।[৬]
আলিয়া ভাট ডিয়ার জিন্দেগি এবং উড়তা পাঞ্জাব- এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন পেয়েছিলেন, দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার জিতেছিলেন।[৬]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনাবিজয়ীদের প্রথমে তালিকাভুক্ত করা হয় এবং বোল্ডফেসে হাইলাইট করা হয়।
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী |
| |
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী |
| |
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় | নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় |
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী |
|
সঙ্গীত পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
| |
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
প্রযুক্তিগত পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ মারপিট | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
---|---|
|
|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
|
|
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা | শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ শব্দ পুনর্মিশ্রণ | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ কাহিনি | |
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাবর্ষসেরা নারী | স্টাইল আইকন |
---|---|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "IIFA 2017: Awards return to US, New York hosted its 18th edition in July"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ "IIFA returns to US: New York to host 18th edition of Bollywood award show"। ফার্স্টপোস্ট। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ মিশ্র, তিশ্যা (১৪ জুন ২০১৭)। "Saif Ali Khan And Karan Johar To Host The International Indian Film Academy Awards"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ মিশ্র, আশু (২০ মে ২০১৭)। "Ranbir-Aishwarya's 'Ae Dil Hai Mushkil' leads IIFA 2017 nominations!"। এবিপি লাইভ। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ গয়াল, দিব্যা (১২ জুলাই ২০১৭)। "18th IIFA Awards 2017: List Of Nominations"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ ক খ মিশ্র, তিশ্যা (১৬ জুলাই ২০১৭)। "IIFA Awards 2017: List Of Winners"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।