১৮তম আইফা পুরস্কার

১৮তম আইফা পুরস্কার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের ১৮তম আয়োজন, যা ২০১৬ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মাননা প্রদান করে। আয়োজনটি ২০১৭ সালের ১৪-১৫ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের পর এটিই প্রথমবারের মতো সেখানে অনুষ্ঠিত পুরস্কার এবং আইফা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসে।[][] করণ জোহরসাইফ আলি খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।[]

১৮তম আইফা পুরস্কার
তারিখ১৪ জুলাই ২০১৭ (2017-07-14)
১৫ জুলাই ২০১৭ (2017-07-15)
স্থানমেটলাইফ স্টেডিয়াম
ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
উপস্থাপক
প্রযোজকউইজক্রাফট ইন্টারন্যাশনাল
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রনীরজা
টেলিভিশন আওতা
নেটওয়ার্ককালার্স টিভি
  আইফা পুরস্কার ১৯তম → 

২০১৭ সালের মে মাসে মনোনয়ন ঘোষণা করা হয়।[] অ্যায় দিল হ্যায় মুশকিল সর্বাধিক ৮টি মনোনয়ন লাভ করে, তার পরে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, পিংকউড়তা পাঞ্জাব ৭টি মনোনয়ন লাভ করে।[]

অ্যায় দিল হ্যায় মুশকিল শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক (প্রীতম চক্রবর্তী), শ্রেষ্ঠ গীতিকার (অমিতাভ ভট্টাচার্য - "ছান্না মেরেয়া" গানের জন্য) এবং শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী (অমিত মিশ্র - "বুলেয়া" গানের জন্য) সহ এই আসরের সর্বাধিক ৭টি পুরস্কার অর্জন করে। নীরজা শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ চারটি বিভাগে পুরস্কৃত হয়।[]

আলিয়া ভাট ডিয়ার জিন্দেগি এবং উড়তা পাঞ্জাব- এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দ্বৈত মনোনয়ন পেয়েছিলেন, দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার জিতেছিলেন।[]

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

বিজয়ীদের প্রথমে তালিকাভুক্ত করা হয় এবং বোল্ডফেসে হাইলাইট করা হয়।

 
শাহিদ কাপুর - শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী
 
আলিয়া ভাট - শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
 
অনুপম খের - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
 
শাবানা আজমি - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী

সঙ্গীত পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা শ্রেষ্ঠ আবহ সঙ্গীত

প্রযুক্তিগত পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ মারপিট শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
  • লার্নেল স্টোভাল, পারভেজ শেখ, 'এএনএল' আরাসু - সুলতান
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
শ্রেষ্ঠ চিত্রনাট্য শ্রেষ্ঠ সংলাপ
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা শ্রেষ্ঠ রূপসজ্জা
  • বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় - পিংক
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা
  • অপর্ণা সুদ ও আন্না ইপেনীরজা
শ্রেষ্ঠ শব্দ পুনর্মিশ্রণ শ্রেষ্ঠ শব্দগ্রহণ
শ্রেষ্ঠ কাহিনি

বিশেষ পুরস্কার

সম্পাদনা
বর্ষসেরা নারী স্টাইল আইকন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IIFA 2017: Awards return to US, New York hosted its 18th edition in July"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  2. "IIFA returns to US: New York to host 18th edition of Bollywood award show"ফার্স্টপোস্ট। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  3. মিশ্র, তিশ্যা (১৪ জুন ২০১৭)। "Saif Ali Khan And Karan Johar To Host The International Indian Film Academy Awards"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  4. মিশ্র, আশু (২০ মে ২০১৭)। "Ranbir-Aishwarya's 'Ae Dil Hai Mushkil' leads IIFA 2017 nominations!"এবিপি লাইভ। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  5. গয়াল, দিব্যা (১২ জুলাই ২০১৭)। "18th IIFA Awards 2017: List Of Nominations"এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  6. মিশ্র, তিশ্যা (১৬ জুলাই ২০১৭)। "IIFA Awards 2017: List Of Winners"এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা