হায়দার (চলচ্চিত্র)
হায়দার হল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় ক্রাইম ট্র্যাজেডি চলচ্চিত্র।[৩][৪][৫][৬] ছবিটির প্রযোজক ও পরিচালক হলেন বিশাল ভরদ্বাজ। উইলিয়াম শেকসপিয়র রচিত হ্যামলেট নাটকের একটি আধুনিক সংস্করণ ও বশরত পীরের স্মৃতিকথা কারফিউড নাইট অবলম্বনে এই ছবির কাহিনী রচনা করেছেন বিশাল ভরদ্বাজ ও বশরত পীর। ছবিতে নামভূমিকায় অভিনয় করেন শাহিদ কপূর। অন্যান্য প্রধান চরিত্রগুলিতে রূপদান করেন তাবু, শ্রদ্ধা কাপুর ও কে কে মেনন। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন ইরফান খান। ছবির প্রেক্ষাপট ১৯৯৫ সালে কাশ্মীরে জঙ্গি সংঘর্ষ ও গণ-অন্তর্ধানের ঘটনা।[৭] ছবির নায়ক হায়দার এক তরুণ ছাত্র ও কবি। কাশ্মীরে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত যখন চরমে, ঠিক সেই সময় নিজের বাবার অন্তর্ধান নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে সে ফিরে আসে কাশ্মীরে এবং জড়িয়ে পড়ে রাজ্য-রাজনীতির জটিলতার মধ্যে।[৮]
হায়দার | |
---|---|
Haider | |
পরিচালক | বিশাল ভরদ্বাজ |
প্রযোজক | বিশাল ভরদ্বাজ সিদ্ধার্থ রায় কপূর |
রচয়িতা | বিশাল ভরদ্বাজ |
চিত্রনাট্যকার | বশরত পীর বিশাল ভরদ্বাজ (সংলাপ সহ) |
উৎস | উইলিয়াম শেকসপিয়র কর্তৃক হ্যামলেট |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বিশাল ভরদ্বাজ |
চিত্রগ্রাহক | পঙ্কজ কুমার |
সম্পাদক | আরিফ শেখ |
প্রযোজনা কোম্পানি | ভিবি পিকচার্স |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি কাশ্মীরি |
নির্মাণব্যয় | ২৪ কোটি রুপি[১] |
আয় | ৮৯ কোটি ২১ লক্ষ রুপি[২] |
মকবুল (২০০৩) ও ওমকারা (২০০৬) ছবি দু’টির পর হায়দার ছিল বিশাল ভরদ্বাজের শেকসপিয়রীয় ত্রয়ীর তৃতীয় ছবি।[৯] ১৯শ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছিল।[১০] ২০১৪ সালের ২ অক্টোবর ছবিটি বিশ্বব্যাপী মুক্তিলাভ করে। সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত এই ছবিটি এর বিতর্কিত বিষয়বস্তুর জন্য গণমাধ্যমের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।[৮] এই ছবিতে বিশাল ভরদ্বাজের পরিচালনা, কে কে মেনন, টাবু ও শাহিদ কপূরের অভিনয়, চিত্রনাট্য, সংগীত পরিচালনা ও সম্পাদনাও প্রশংসিত হয় এবং একাধিক পুরস্কার লাভ করে।
হায়দর ছবিটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র যেটি রোম চলচ্চিত্র উৎসবে পিপল’স চয়েস অ্যাওয়ার্ড লাভ করে।[৮][১১] ভারতে প্রাপ্ত একাধিক পুরস্কার ও মনোনয়নের মধ্যে এই ছবিটি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছিল: শ্রেষ্ঠ নেপথ্য গায়ক, শ্রেষ্ঠ সংলাপ, শ্রেষ্ঠ নৃত্যপরিচালনা, শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা ও শ্রেষ্ঠ সংগীত পরিচালনা।
কুশীলব
সম্পাদনাঅভিনয়শিল্পী | ভূমিকা | মূল চরিত্র |
---|---|---|
শাহিদ কপুর | হায়দার মীর | রাজকুমার হ্যামলেট |
তাবু | গজলা মীর | গারট্রুড |
শ্রদ্ধা কাপুর | অর্শিলা লোন | ওফেলিয়া |
নরেন্দ্র ঝা | ডঃ হিলাল মীর | রাজা হ্যামলেট |
কে কে মেনন | খুররম মীর | ক্লদিয়াস |
ইরফান খান | রুহদার | ভূত |
কুলভূষণ খরবন্দ | হুসেন মীর | |
ললিত পামিরু | পারভেজ লোন | পলোনিয়াস |
আশীষ বিদ্ধার্থী | ব্রিগেডিয়ার টি এস মূর্তি | |
আমির বশির | লিয়াকত লোন | লায়েরতিস |
সুমিত কৌল | সালমান ১ | রোজেনক্রানৎজ |
রজত ভগত | সালমান ২ | গিল্ডেনস্টার্ন |
অশ্বত ভাট | জহুর হুসেন | |
মোহাম্মদ আলী শাহ | আর্মি মেজর | |
অংশুমান মালহোত্রা | কিশোর হায়দার |
সঙ্গীত
সম্পাদনাহায়দার | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০ আগস্ট ২০১৪ | |||
শব্দধারণের সময় | ২০১৩-১৪ | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
দৈর্ঘ্য | ৪২:০২ | |||
সঙ্গীত প্রকাশনী | টাইমস মিউজিক ইউটিভি রেকর্ডস | |||
প্রযোজক | বিশাল ভারদ্বাজ | |||
বিশাল ভারদ্বাজ কালক্রম | ||||
|
হায়দার চলচ্চিত্রের মৌলিক গানের সুর ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভারদ্বাজ। চলচ্চিত্রে নয়টি গান রয়েছে, যার সাতটি গানের গীত রচনা করেছেন গুলজার এবং "গুলো মে রং ভরে" ও "আজ কে নাম" গানের গীত রচনা করেছেন ফায়ায আহমেদ ফায়েজ। শাহিদ কপুর ও শ্রদ্ধা কাপুর ২০১৪ সালের ২০ আগস্ট রেডিও মির্চি স্টুডিওতে বিশাল ভারদ্বাজের সাথে চলচ্চিত্রের গান প্রকাশ করেন।[১২] গানের অ্যালবাম প্রকাশিত হয় ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর এবং ডিজিটাল অ্যালবাম প্রকাশিত হয় ২ অক্টোবর।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আও না" | বিশাল দাদলানি | ৪:১৬ |
২. | "বিসমিল" | সুখবিন্দর সিং | ৬:০৬ |
৩. | "খুল কভি" | অরিজিৎ সিং | ৬:০৯ |
৪. | "গুলো মে রং ভরে" | অরিজিৎ সিং | ৫:১৬ |
৫. | "এক অউর বিসমিল" | সুখবিন্দর সিং | ৪:০৩ |
৬. | "ঝেলুম" | বিশাল ভারদ্বাজ | ৪:২৭ |
৭. | "সো যাও" | বশির লোন, মুজামিল ভবানী, বশির ভবানী | ২:০৬ |
৮. | "দো জাহাঁ" | সুরেশ ওয়াড়কর, শ্রদ্ধা কাপুর | ৪:২৫ |
৯. | "আজ কে নাম" | রেখা ভারদ্বাজ | ৪:১৫ |
মোট দৈর্ঘ্য: | ৪২:০২ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shahid Kapoor turns producer"। NDTV। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪।
- ↑ "Haider total box office collection in India and Overseas"। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
- ↑ http://www.imdb.com/title/tt3390572/
- ↑ https://www.nytimes.com/2014/10/28/movies/haider-angers-hindu-nationalists-but-excites-film-critics.html
- ↑ https://tribune.com.pk/story/1490879/omkara-maqbool-haider-another-bollywood-shakespearean-tragedy-thrill/
- ↑ http://indiatoday.intoday.in/story/five-reasons-why-we-are-excited-about-haider-shahid-kapoor-vishal-bhardwaj-shakespeare-hamlet-shraddha-kapoor-tabu/1/393345.html
- ↑ "Kay Kay Menon to play Shahid Kapoor's evil uncle in 'Haider'"। The Indian Express। ২৩ জানুয়ারি ২০১৪। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ ক খ গ Vikas Pandey (৭ অক্টোবর ২০১৪)। "Haider: Why is 'Indian Hamlet' controversial?"। BBC News। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৪।
- ↑ Muzaffar Raina (২৫ নভেম্বর ২০১৩)। "Protests hit Haider shoot on Valley campus"। The Telegraph। ২০ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
- ↑ "'Haider', 'Finding Fanny' to Screen at Busan Film Fest"। The Times of India। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "I have had the longest and the shortest hair in Haider: Shahid Kapoor"। The Times of India। ৩ ফেব্রুয়ারি ২০১৪। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "Shahid, Shraddha launch music of 'Haider' in Mumbai"। ইয়াহু। নতুন দিল্লি। ২১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হায়দার (ইংরেজি)