২২তম জি সিনে পুরস্কার

২২তম জি সিনে পুরস্কার ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০২৪ সালের ১০ই মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়।[] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়ুষ্মান খুরানাঅপারশক্তি খুরানা ভ্রাতৃদ্বয়। এছাড়া একটি করে অংশের উপস্থাপনা করেন বরুণ শর্মা এবং শাহিদ কাপুরকৃতি স্যানন

২২তম জি সিনে পুরস্কার
তারিখ১০ মার্চ ২০২৪
স্থানমুম্বই, ভারত
উপস্থাপকআয়ুষ্মান খুরানা
অপারশক্তি খুরানা
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দজাওয়ান
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দগদর ২
শ্রেষ্ঠ অভিনেতা
শ্রেষ্ঠ অভিনেত্রী
সর্বাধিক পুরস্কারজাওয়ান (১০)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কজি সিনেমাজি টিভি
 ← ২১তম জি সিনে পুরস্কার ২৩তম → 

জাওয়ান শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকসহ সর্বাধিক ১০টি পুরস্কার লাভ করে। এরপর গদর ২ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহএনিম্যাল ৫টি করে, পাঠান ৪টি এবং টুয়েলভথ ফেল' ৩টি পুরস্কার লাভ করে।[]

অনুষ্ঠান

সম্পাদনা

২১তম জি সিনে পুরস্কার অনুষ্ঠানটি ২০২৪ সালের ১০ই মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়।[][] অনুষ্ঠানে মৌনী রায়, কৃতি স্যানন, আলিয়া ভাট, ববি দেওল, শাহিদ কাপুর, ও শাহরুখ খান বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা
 
সানি দেওল দর্শকের ভোটে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার বিজয়ী
 
কিয়ারা আডবানী দর্শকের ভোটে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার বিজয়ী
 
শাহরুখ খান সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার বিজয়ী
 
রানী মুখার্জী সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার বিজয়ী
 
অনিল কাপুর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার বিজয়ী
 
ডিম্পল কপাড়িয়া শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার বিজয়ী

দর্শকের পছন্দ

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র বর্ষসেরা গান
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী

জনপ্রিয় পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুক অভিনয়শিল্পী শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী
বর্ষসেরা নবাগত অভিনয়শিল্পী সর্বাধিক স্ট্রিমড অ্যালবাম
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী

কারিগরী পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চিত্রনাট্য শ্রেষ্ঠ সংলাপ
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
শ্রেষ্ঠ মারপিঠ শ্রেষ্ঠ ভিএফএক্স
  • স্পাইরো রাজতোস, অনল আরাসু, ক্রেগ ম্যাক্রে ও দল - জাওয়ান

বিশেষ পুরস্কার

সম্পাদনা
বন্ধন ব্যাংক ট্রাস্টেড বর্ষসেরা অভিনয় - পুরুষ মারুতি সুজুকি ব্রেজ্জা হট অ্যান্ড টেকি বর্ষসেরা অভিনয় - নারী

একাধিক মনোনয়ন ও জয়

সম্পাদনা
একাধিক জয়
পুরস্কার চলচ্চিত্র
১০ জাওয়ান
এনিম্যাল
গদর ২
পাঠান
সত্যপ্রেম কি কথা

পরিবেশনা

সম্পাদনা
পরিবেশনাকারী পরিবেশনা
উৎকর্ষ শর্মা ও সিমরিত কৌর নৃত্য - "দিল ঝুম ঝুম", "ম্যাঁয় নিকলা গাড্ডি লেকে"
মৌনী রায় নৃত্য - "পানি পানি হু গয়ি", "নদীও পার", "বেশরম রং", "গলি গলি মেঁ"
সুনীল গ্রোবর কৌতুকাভিনয়
কৃতি স্যানন নৃত্য - "মুঙ্গড়া", "মেরে পিয়া ঘর আয়া", "ম্যাঁয় আয়ি হু ইউপি বিহার লুটনে", "রাম চাহে লীলা চাহে", "ঠুমকেশ্বরী", "তেরি বাতোঁ অ্যায়সা উলঝা জিয়া", "লাল পিলি আঁখিয়া"
আলিয়া ভাট নৃত্য - "সাথী চল", "হাম তুম এক কামরে বন্ধ", "তুম ক্যায়া মিলে", "ঢিন্ডোরা বাজে রে", "হোয়াট ঝুমকা"
ববি দেওল নৃত্য - "আজ মৌসম বড়া বেইমান", "রাফতা রাফতা দেখো", "ইয়ারা ও ইয়ারা", "দিল ন্যায়ও লাগতা", "দুনিয়া হাসিনো কা মেলা", "জামাল কদু"
শাহিদ কাপুর নৃত্য - "কালি পিলি আঁখিয়া", "নাগাড়া বাজা", "সাজ ধাজ কে", "মৌজা হি মৌজা", "শানদার", "তেরি বাতোঁ অ্যায়সা উলঝা জিয়া"
শাহরুখ খান নৃত্য - "ঝুমে জো পাঠান", "জিন্দা বান্দা", "চলেয়া", "রামাইয়া বাস্তবাইয়া", "ছাইয়্যা ছাইয়্যা"

পুরস্কার প্রদানকারী

সম্পাদনা
প্রদানকারী ভূমিকা
বস্কো-সিজার শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
আনু মালিক
নীতি মোহন
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার প্রদান করেন
শক্তি কাপুর শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
আফতাব শিবদাসানি
শ্রী চন্দভাই বিরানি
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
জিতেন্দ্র
শেখর সুমন
জি৫ শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন
জি৫ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
জি৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন
শর্বরী ওয়াঘ
নিখিল আডবানি
জি মিউজিক সবচেয়ে বেশি স্ট্রিমড অ্যালবাম পুরস্কার প্রদান করেন
জাভেদ জাফরি
রমেশ তৌরানি
শ্রেষ্ঠ কাহিনি পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার প্রদান করেন
শাহিদ কাপুর
কৃতি স্যানন
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা পুরস্কার প্রদান করেন
গুলশান গ্রোবর
বেনী দয়াল
বর্ষসেরা গান পুরস্কার প্রদান করেন
বিদ্যা বালান
অপূর্ব সরকার
বন্ধন ব্যাংক ট্রাস্টেড বর্ষসেরা অভিনয় - পুরুষ পুরস্কার প্রদান করেন
অনন্যা পাণ্ডে শ্রেষ্ঠ নবাগত অভিনেতা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
বর্ষসেরা নবাগত অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
আলিয়া ভাট
অঙ্কুর কুমার
সত্যম মনোহর
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
সুভাষ ঘাই শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন
অনিল শর্মা শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
রাম সুরেশ
আশীষ সেহগল
মারুতি সুজুকি ব্রেজ্জা হট অ্যান্ড টেকি বর্ষসেরা অভিনয় - নারী পুরস্কার প্রদান করেন
সুভাষ ঘাই শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন
পুনিত গোয়েঙ্কা শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) পুরস্কার প্রদান করে

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Zee Cine Awards 2024 complete winners list: Shah Rukh Khan wins Best Actor, thanks Atlee; Jawan and Pathaan sweep awards"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  2. ওয়াডওয়া, আমান (১১ মার্চ ২০২৪)। "Zee Cine Awards 2024 full list of winners: Shah Rukh Khan, Rani Mukerji bag top acting honours; Jawan wins Best Film"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  3. "Zee Cine Awards 2024 full winners list: Shah Rukh Khan's Jawan wins big; Sunny Deol, Rani Mukerji, Kiara Advani honoured"হিন্দুস্তান টাইমস। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  4. "Zee Cine Awards 2024 Winners: Shah Rukh Khan Wins Best Actor; Jawan Bags Best Film, Best Music"নিউজএইটিন (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা