রাউজান পৌরসভা

চট্টগ্রাম জেলার একটি পৌরসভা

রাউজান বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভা

রাউজান
পৌরসভা
রাউজান পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
রাউজান বাংলাদেশ-এ অবস্থিত
রাউজান
রাউজান
বাংলাদেশে রাউজান পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৯১.৯০০২৮° পূর্ব / 22.56889; 91.90028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা
প্রতিষ্ঠাকাল১৯৯৮
সরকার
 • এমপিপদ শূন্য (-)
আয়তন
 • মোট২৭.১৫ বর্গকিমি (১০.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০২৩)
 • মোট৭২,০০০
 • জনঘনত্ব২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রাউজান পৌরসভার আয়তন ২৭.১৫ বর্গ কিলোমিটার।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাউজান পৌরসভার লোকসংখ্যা ৫৫,৮৭৪ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রাউজান উপজেলার মধ্যভাগে রাউজান পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এর উত্তরে ডাবুয়া ইউনিয়নচিকদাইর ইউনিয়ন, পূর্বে রাউজান ইউনিয়ন, দক্ষিণে বিনাজুরী ইউনিয়ন এবং পশ্চিমে গহিরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

রাউজান উপজেলার আওতাধীন সাবেক ৫নং সুলতানপুর ইউনিয়ন সম্পূর্ণ ও ৪নং গহিরা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ১৯৯৮ সালে রাউজান পৌরসভা গঠিত হয়।[] এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাউজান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক রাউজান পৌরসভার আওতাধীন এলাকাসমূহ হল:

ক্রম নং ওয়ার্ড নং গ্রাম/এলাকার নাম
০১ ১নং ওয়ার্ড পশ্চিম গহিরা
০২ ২নং ওয়ার্ড মোবারকখীল, দক্ষিণ গহিরা
০৩ ৩নং ওয়ার্ড গহিরা
০৪ ৪নং ওয়ার্ড জানালীহাট, কাজীপাড়া
০৫ ৫নং ওয়ার্ড বেরুলিয়া, সুলতানপুর
০৬ ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়া
০৭ ৭নং ওয়ার্ড শাহনগর, শাপলঙ্গা
০৮ ৮নং ওয়ার্ড হাজীপাড়া
০৯ ৯নং ওয়ার্ড পশ্চিম রাউজান, জঙ্গল রাউজান

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

রাউজান পৌরসভার সাক্ষরতার হার ৬৪.১৩%। এখানে ১টি সরকারি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ২টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা অঙ্কুর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছত্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঢেউয়া হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নন্দী পাড়া এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা বিশাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রাউজান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গহিরা রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাউজান স্টেশন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর এয়ার মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • পৌর মেয়র:

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে পৌরসভা"www.bangladesh.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা