রাউজান পৌরসভা
রাউজান বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভা।
রাউজান | |
---|---|
পৌরসভা | |
রাউজান পৌরসভা | |
বাংলাদেশে রাউজান পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৯১.৯০০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৮ |
সরকার | |
• এমপি | পদ শূন্য (-) |
আয়তন | |
• মোট | ২৭.১৫ বর্গকিমি (১০.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২৩) | |
• মোট | ৭২,০০০ |
• জনঘনত্ব | ২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারাউজান পৌরসভার আয়তন ২৭.১৫ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাউজান পৌরসভার লোকসংখ্যা ৫৫,৮৭৪ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাউজান উপজেলার মধ্যভাগে রাউজান পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এর উত্তরে ডাবুয়া ইউনিয়ন ও চিকদাইর ইউনিয়ন, পূর্বে রাউজান ইউনিয়ন, দক্ষিণে বিনাজুরী ইউনিয়ন এবং পশ্চিমে গহিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনারাউজান উপজেলার আওতাধীন সাবেক ৫নং সুলতানপুর ইউনিয়ন সম্পূর্ণ ও ৪নং গহিরা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ১৯৯৮ সালে রাউজান পৌরসভা গঠিত হয়।[২] এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাউজান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক রাউজান পৌরসভার আওতাধীন এলাকাসমূহ হল:
ক্রম নং | ওয়ার্ড নং | গ্রাম/এলাকার নাম |
---|---|---|
০১ | ১নং ওয়ার্ড | পশ্চিম গহিরা |
০২ | ২নং ওয়ার্ড | মোবারকখীল, দক্ষিণ গহিরা |
০৩ | ৩নং ওয়ার্ড | গহিরা |
০৪ | ৪নং ওয়ার্ড | জানালীহাট, কাজীপাড়া |
০৫ | ৫নং ওয়ার্ড | বেরুলিয়া, সুলতানপুর |
০৬ | ৬নং ওয়ার্ড | ছিটিয়াপাড়া |
০৭ | ৭নং ওয়ার্ড | শাহনগর, শাপলঙ্গা |
০৮ | ৮নং ওয়ার্ড | হাজীপাড়া |
০৯ | ৯নং ওয়ার্ড | পশ্চিম রাউজান, জঙ্গল রাউজান |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনারাউজান পৌরসভার সাক্ষরতার হার ৬৪.১৩%। এখানে ১টি সরকারি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ২টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- নোয়াপাড়া ড্রিগ্রি কলেজ
- রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ
- কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়
- গহিরা ডিগ্রী কলেজ
- মাদ্রাসা
- গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা
- রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা
- রাউজান মহিলা আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- পশ্চিম আধার মানিক গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয়
- কুণ্ডেশ্বরী বালিকা উচ্চ বিদ্যামন্দির
- গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়
- দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়
- পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়
- রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়
- রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন
- রাউজান রামগতি রামধন আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়
- সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর নন্দীপাড়া এস এম পাইলট উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা অঙ্কুর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছত্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢেউয়া হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নন্দী পাড়া এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গহিরা বিশাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাউজান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গহিরা রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাউজান স্টেশন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর এয়ার মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- এবিএম মহিউদ্দীন চৌধুরী –– রাজনীতিবিদ।
- গিয়াসউদ্দিন কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
- দৌলত কাজী –– মধ্যযুগের কবি।
- ফজলুল কবির চৌধুরী –– রাজনীতিবিদ।
- ফজলুল কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
- মাহবুব উল আলম চৌধুরী –– কবি, সাংবাদিক ও ভাষা সৈনিক।
- সালাউদ্দিন কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
- হামিদ আলী –– কবি।
জনপ্রতিনিধি
সম্পাদনা- পৌর মেয়র:
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "এক নজরে পৌরসভা"। www.bangladesh.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।