ডাবুয়া ইউনিয়ন
ডাবুয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ডাবুয়া | |
---|---|
ইউনিয়ন | |
২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ডাবুয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৯১.৯০০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | পদশূন্য |
আয়তন | |
• মোট | ২২.৬০ বর্গকিমি (৮.৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৮৪২ |
• জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৪৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাডাবুয়া ইউনিয়নের আয়তন ৫৫৮৪ একর (২২.৬০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ডাবুয়া ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ১০,২৮৫ জন এবং মহিলা ১০,৫৫৭ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাউজান উপজেলার উত্তর-মধ্যাংশে ডাবুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হলদিয়া ইউনিয়ন; পশ্চিমে নওয়াজিশপুর ইউনিয়ন; দক্ষিণে চিকদাইর ইউনিয়ন, রাউজান পৌরসভা ও রাউজান ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাডাবুয়া ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। মৌজাভিত্তিক গ্রামগুলো হল:
ক্রম নং | মৌজার নাম | গ্রামের নাম |
---|---|---|
০১ | ডাবুয়া | ডাবুয়া, লাঠিছড়ি, হাসানখীল |
০২ | কেয়কদাইর | কান্দি পাড়া, কেয়কদাইর |
০৩ | হিঙ্গলা | কাজিরখীল, উত্তর হিঙ্গলা, দক্ষিণ হিঙ্গলা |
০৪ | কলমপতি | সরকারখীল, কলমপতি |
০৫ | সুরঙ্গা | পদুয়ার পাড়া, সুরঙ্গা |
০৬ | মেলুয়া | মেলুয়া বিল |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাডাবুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৪৩%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- পশ্চিম ডাবুয়া গণি পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- হিঙ্গলা মুছা শাহ ফজলুল কাদের চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেয়কদাইর সম্মিলিত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাবুয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাবুয়া হাসানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ডাবুয়া আমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য সর্ত্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুরঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হিঙ্গলা মুছা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহলদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাউজান-ফটিকছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাডাবুয়া ইউনিয়নে ২০টি মসজিদ, ১২টি মন্দির ও ৪টি বিহার রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাডাবুয়া ইউনিয়নেে মধ্য দিয়ে বয়ে চলেছে ডাবুয়া খাল, কেউচিয়া খাল এবং বেরুলিয়া খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাডাবুয়া ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জগন্নাথহাট বাজার, আমিরহাট বাজার এবং মুছা শাহ বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- ঐতিহ্যবাহী ধর বাড়ী
- ধর বাড়ীর রাধামাধব মন্দির
- ধর বাড়ীর দীঘি
- ডাবুয়া রাবার বাগান
- ভৈরব সওদাগর জমিদার বাড়ী
- ভৈরব সওদাগর দীঘি
- ঐতিহ্যবাহী জাকারিয়া চৌধুরী ম্যানসন
- ডাবুয়া ইউনিয়ন পরিষদ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আল্লামা এম এ মান্নান –– রাজনীতিবিদ, লেখক ও গবেষক।
- শাবানা –– চলচ্চিত্র অভিনেত্রী।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | বরদা চরণ ধর | ১৯২৬-১৯৪০ |
০২ | আলী আহমদ চৌধুরী | ১৯৪০-১৯৪৪ |
০৩ | যোগেশ চন্দ্র ধর | ১৯৪৪-১৯৪৯ |
০৪ | রফিক উদ্দীন আহমদ চৌধুরী | ১৯৪৯-১৯৫৮ |
০৫ | সাধন কুমার ধর | ১৯৫৮-১৯৮৪ |
০৬ | শামসুল আলম চৌধুরী | ১৯৮৪-১৯৯২ |
০৭ | দিদারুল আলম দিদার | ১৯৯২-১৯৯৭ |
০৮ | আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী | ১৯৯৭-২০২৪
(বর্তমান পদ শূন্য) |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "এক নজরে ডাবুয়া - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=11[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "হাট বাজার - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান সমুহ - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"। dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।