ডাবুয়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি ইউনিয়ন

ডাবুয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ডাবুয়া
ইউনিয়ন
২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদ
ডাবুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ডাবুয়া
ডাবুয়া
ডাবুয়া বাংলাদেশ-এ অবস্থিত
ডাবুয়া
ডাবুয়া
বাংলাদেশে ডাবুয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৯১.৯০০২৮° পূর্ব / 22.56889; 91.90028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানপদশূন্য
আয়তন
 • মোট২২.৬০ বর্গকিমি (৮.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৮৪২
 • জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৪৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ডাবুয়া ইউনিয়নের আয়তন ৫৫৮৪ একর (২২.৬০ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ডাবুয়া ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ১০,২৮৫ জন এবং মহিলা ১০,৫৫৭ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রাউজান উপজেলার উত্তর-মধ্যাংশে ডাবুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হলদিয়া ইউনিয়ন; পশ্চিমে নওয়াজিশপুর ইউনিয়ন; দক্ষিণে চিকদাইর ইউনিয়ন, রাউজান পৌরসভারাউজান ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ডাবুয়া ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। মৌজাভিত্তিক গ্রামগুলো হল:

ক্রম নং মৌজার নাম গ্রামের নাম
০১ ডাবুয়া ডাবুয়া, লাঠিছড়ি, হাসানখীল
০২ কেয়কদাইর কান্দি পাড়া, কেয়কদাইর
০৩ হিঙ্গলা কাজিরখীল, উত্তর হিঙ্গলা, দক্ষিণ হিঙ্গলা
০৪ কলমপতি সরকারখীল, কলমপতি
০৫ সুরঙ্গা পদুয়ার পাড়া, সুরঙ্গা
০৬ মেলুয়া মেলুয়া বিল

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

ডাবুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৪৩%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • পশ্চিম ডাবুয়া গণি পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • হিঙ্গলা মুছা শাহ ফজলুল কাদের চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেয়কদাইর সম্মিলিত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডাবুয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডাবুয়া হাসানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ডাবুয়া আমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য সর্ত্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুরঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হিঙ্গলা মুছা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হলদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাউজান-ফটিকছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

ডাবুয়া ইউনিয়নে ২০টি মসজিদ, ১২টি মন্দির ও ৪টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

ডাবুয়া ইউনিয়নেে মধ্য দিয়ে বয়ে চলেছে ডাবুয়া খাল, কেউচিয়া খাল এবং বেরুলিয়া খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

ডাবুয়া ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জগন্নাথহাট বাজার, আমিরহাট বাজার এবং মুছা শাহ বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • ঐতিহ্যবাহী ধর বাড়ী
  • ধর বাড়ীর রাধামাধব মন্দির
  • ধর বাড়ীর দীঘি
  • ডাবুয়া রাবার বাগান
  • ভৈরব সওদাগর জমিদার বাড়ী
  • ভৈরব সওদাগর দীঘি
  • ঐতিহ্যবাহী জাকারিয়া চৌধুরী ম্যানসন
  • ডাবুয়া ইউনিয়ন পরিষদ

[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ বরদা চরণ ধর ১৯২৬-১৯৪০
০২ আলী আহমদ চৌধুরী ১৯৪০-১৯৪৪
০৩ যোগেশ চন্দ্র ধর ১৯৪৪-১৯৪৯
০৪ রফিক উদ্দীন আহমদ চৌধুরী ১৯৪৯-১৯৫৮
০৫ সাধন কুমার ধর ১৯৫৮-১৯৮৪
০৬ শামসুল আলম চৌধুরী ১৯৮৪-১৯৯২
০৭ দিদারুল আলম দিদার ১৯৯২-১৯৯৭
০৮ আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী ১৯৯৭-২০২৪

(বর্তমান পদ শূন্য)

[১০]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে ডাবুয়া - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=11[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "খাল ও নদী - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  8. "হাট বাজার - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  9. "দর্শনীয় স্থান সমুহ - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  10. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ডাবুয়া ইউনিয়ন - ডাবুয়া ইউনিয়ন"dabuaup.chittagong.gov.bd। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা