রাউজান

বাংলাদেশের মানব বসতি

রাউজান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি রাউজান উপজেলার সদর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার চতুর্থ জনবহুল ও রাউজান উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৩৭.২ কি.মি.[] দূরত্বে রাউজান শহর অবস্থিত ।

রাউজান
শহর
রাউজান বাংলাদেশ-এ অবস্থিত
রাউজান
রাউজান
বাংলাদেশে রাউজান শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩১′৩০″ উত্তর ৯১°৫৫′১১″ পূর্ব / ২২.৫২৫০৪৫° উত্তর ৯১.৯১৯৬৯৫° পূর্ব / 22.525045; 91.919695
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম
জেলাচট্টগ্রাম
উপজেলারাউজান
উপজেলা শহর১৯৮৩
পৌরসভা১৯৯৮
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকরাউজান
 • পৌরমেয়র-
আয়তন
 • মোট২৭.১৫ বর্গকিমি (১০.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৫৯,১৪৮
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

জনসংখ্যা

সম্পাদনা

বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী রাউজান শহরের মোট জনসংখ্যা ৫৯,১৪৮ জন যার মধ্যে ২৯,৫৪৬ জন পুরুষ এবং ২৯,৬০২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০০। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১১৪৬০ টি।[]

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৩১′৩০″ উত্তর ৯১°৫৫′১১″ পূর্ব / ২২.৫২৫০৪৫° উত্তর ৯১.৯১৯৬৯৫° পূর্ব / 22.525045; 91.919695। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৭ মিটার[]

প্রশাসন

সম্পাদনা

১৯৯৮ সালে রাউজান শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে রাউজান পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৭টি মহল্লায় বিভক্ত । ২৭.১৫ বর্গ কি.মি. আয়তনের রাউজান শহর এলাকাটি রাউজান পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

রাউজান শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৩.৩ ভাগ। শহরে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ রয়েছে:

বিশ্ববিদ্যালয়

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এয়াছিন নগর ফকিরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা অঙ্কুর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছত্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঢেউয়া হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নন্দী পাড়া এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা বিশাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রাউজান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গহিরা রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাউজান স্টেশন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর এয়ার মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লায়লা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Distance from Chittagong to Raozan"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৭ 
  2. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৮৬। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭ 
  3. "latitude, longitude and elevation of Raozan, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৭ 
  4. "এক নজরে রাউজান পৌরসভার সাধারণ তথ্যাদি"। ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬