মাসুম বাবুল
বাংলাদেশী চলচ্চিত্র নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পনাকারী
মাসুম বাবুল (৩১ ডিসেম্বর ১৯৬২ - ৬ মার্চ ২০২৩) একজন বাংলাদেশী চলচ্চিত্র নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পনাকারী ছিলেন।[১][২][৩] তিনি ১৯৯৩ সালে দোলা এবং ২০০৮ সালের চলচ্চিত্র কি জাদু করিলার জন্য জন্য ২বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নৃত্য পরিচালক পুরস্কার জিতে নেন।[৪] এছাড়াও তিনি ১৯৮৯ সালের সুপারহিট চলচ্চিত্র বেদের মেয়ে জোসনা এবং ২০০৬ সালের কোটি টাকার কাবিন এবং ১৯৯৪ সালের বিক্ষোভ চলচ্চিত্রের জন্য বিশেষভাবে সুপরিচিত।[৫]
মাসুম বাবুল | |
---|---|
জন্ম | মুহাম্মাদ মাসুম বাবুল |
মৃত্যু | ৬ মার্চ ২০২৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পনাকারী |
কর্মজীবন | ১৯৮৭–২০২৩ |
উল্লেখযোগ্য কর্ম |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩য় বার) |
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
সম্পাদনা- দায়ী কে? - ১৯৮৭
- বেদের মেয়ে জোসনা - ১৯৮৯
- মায়ের দোয়া - ১৯৯০
- দাঙ্গা ফ্যাসাদ - ১৯৯০
- রাজার মেয়ে বেদেনী - ১৯৯১
- দাঙ্গা - ১৯৯২
- বন্ধু আমার - ১৯৯২
- চাকর - ১৯৯২
- কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩
- ভয়ঙ্কর সাত দিন - ১৯৯৩
- দোলা - ১৯৯৩
- প্রেম দিওয়ানা - ১৯৯৩
- অন্ধ প্রেম - ১৯৯৩
- অবুঝ সন্তান - ১৯৯৩
- ত্যাগ - ১৯৯৩
- তুমি আমার - ১৯৯৪
- অন্তরে অন্তরে - ১৯৯৪
- বিক্ষোভ - ১৯৯৪
- প্রেম যুদ্ধ - ১৯৯৪
- দেন মোহর - ১৯৯৫
- ডন - ১৯৯৫
- বাবার আদেশ - ১৯৯৫
- আঞ্জুমান - ১৯৯৫
- স্বপ্নের ঠিকানা - ১৯৯৫
- মায়ের অধিকার - ১৯৯৬
- বশিরা - ১৯৯৬
- হৃদয়ের কথা - ২০০৬
- পিতার আসন - ২০০৬
- বকুল ফুলের মালা - ২০০৬
- কোটি টাকার কাবিন - ২০০৬
- বিন্দুর ছেলে - ২০০৬
- দাপট - ২০০৬
- কপাল - ২০০৭
- ডাক্তার বাড়ী - ২০০৭
- শত্রু শত্রু খেলা - ২০০৭
- আমার প্রানের স্বামী - ২০০৭
- মা আমার স্বর্গ - ২০০৭
- উল্টা পাল্টা - ২০০৭
- মনে প্রানে আছ তুমি - ২০০৮
- আমাদের ছোট সাহেব - ২০০৮
- বধুবরণ - ২০০৮
- মায়ের স্বপ্ন - ২০০৮
- আকাশ ছোঁয়া ভালবাসা - ২০০৮
- তুমি আমার প্রেম - ২০০৮
- বড় ভাই জিন্দাবাদ - ২০০৮
- বাবা আমার বাবা - ২০০৮
- সন্তান আমার অহংকার - ২০০৮
- তুমি স্বপ্ন তুমি সাধনা - ২০০৮
- আমার জান আমার প্রাণ - ২০০৮
- ভালবাসার দুশমন - ২০০৮
- সমাধী - ২০০৮
- জমিদার বাড়ীর মেয়ে - ২০০৮
- বলো না তুমি আমার -২০১০
- শুটার - ২০১৬
- ডনগিরি - ২০১৯
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৯৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | দোলা | বিজয়ী |
২০০৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | কি যাদু করিলা | বিজয়ী[৬] |
২০১৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | একটি সিনেমার গল্প | বিজয়ী[৭] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Film stars paid homage to the martyrs"। ২১ ফেব্রুয়ারি ২০১৮। ১৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯।
- ↑ Nation, The New। "Rituporna-Arifin Shuvo`s Ekti Cinemar Golpo's shooting going on"। The New Nation। ৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯।
- ↑ ডেস্ক, বলা না বলা। "সব নায়িকাকেই নাচিয়েছি:মাসুম বাবুল - Bola Na Bola"। ১৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯।
- ↑ "চলচ্চিত্র দিবস উপলক্ষে নাচের মহড়ায় ব্যস্ত এফডিসি"। Jugantor।
- ↑ "Daily Jubokantho - এবার অন্ধকার জগৎ'র আইটেম সং এ নায়লা নাঈম"। www.jubokantho.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২) [List of the winners of National Film Awards (1975-2012)]। Government of Bangladesh। Bangladesh Film Development Corporation। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "National Film Award-2017 and 2018"। Ministry of Information। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাসুম বাবুল (ইংরেজি)