ডাক্তার বাড়ি
২০০৮-এর চলচ্চিত্র
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুন ২০১৯) |
ডাক্তার বাড়ি [১] হচ্ছে একটি বাংলাদেশী পারিবারিক হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজিজুর রহমান ও রচনা করেছেন এটিএম শামসুজ্জামান। চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায় ২০০৭ সালের ১৭ জুলাই। এটি প্রযোজনা করেছে এনটিভি প্রডাকশন হাউজ ও পরিবেশনা করেছে জি সিরিজ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, এটিএম শামসুজ্জামান, অমিত হাসান, জনা, শাবনাজ, ও সালাউদ্দিন লাভলু প্রমুখ।
ডাক্তার বাড়ি | |
---|---|
পরিচালক | আজিজুর রহমান |
প্রযোজক | এনটিভি প্রডাকশন হাউজ |
রচয়িতা | এটিএম শামসুজ্জামান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
পরিবেশক | জি সিরিজ |
মুক্তি | ১৩ জুলাই ২০০৭ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - ডাক্তার আক্কেল আলি
- অমিত হাসান - ডাক্তার জহুর আলি
- শাবনাজ - তৃষনা, মেঝ বৌ
- জনা - উর্মি
- সুচরিতা - বড় বৌ
- এটিএম শামসুজ্জামান - ডাক্তার রহমত আলি
- সালাউদ্দিন লাভলু - কবিরাজ শশি ভূষণ
- খলিল উল্লাহ খান - দেবেশ বাবু
- প্রাণ রায় - পরাণ
- আফজাল শরীফ - জিরান
- আ খ ম হাসান - ইরান
- আরজুমান্দ আরা বকুল
- জামিলুর রহমান শাখা - নেয়ামত
- নাজমুল হুদা বাচ্চু
- জ্যাকি আলমগীর
- দুলাল সরকার
- গুলশান আরা
- রাশেদা চৌধুরী - মায়া ঘোষ, নিতাইয়ের মা
সঙ্গীত
সম্পাদনাডাক্তার বাড়ি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা
সঙ্গীত
সম্পাদনানম্বর | শিরোনাম | শিল্পী |
---|---|---|
১ | জন্ম দিনে কান্দে শিশু | সৈয়দ আব্দুল হাদী |
২ | তোমার প্রেমের মিষ্টি ছোঁয়ায় | মনির খান ও কনকচাঁপা |
৩ | তোমার আঁচলের এক পাশে | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন |
৪ | বেভুলরে ওরে বেভুল | মনির খান |
৫ | ঢেকি নাচে ধাপুর ধুপুর | বেবি নাজনীন ও কনকচাঁপা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ চলচ্চিত্রে আগামী দিনের প্রস্তুতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১২-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডাক্তার বাড়ি (ইংরেজি)
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |