মারাঠি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

মারাঠি ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষা। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের স্থানীয় এবং সরকারি ভাষা। [][] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ৩য় সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৮ কোটি ৩০ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ৬.৮৬%।[] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১৫তম সর্বাধিক প্রচলিত ভাষা[]

নিচের তালিকাটি মারাঠি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

ক্রম রাজ্য মারাঠি ভাষাভাষী সংখ্যার শতকরা হার মারাঠিভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
মহারাষ্ট্র ৬৮.৯৩% ৭৭৪৬১১৭২ ১ম
গোয়া ১০.৮৯% ১৫৮৭৮৭ ৬ষ্ঠ
দাদরা ও নগর হাভেলি ৭.০১% ২৪১০৫ ১২তম
দমন ও দিউ ৪.৫৩% ১১০০৮ ২০তম
কর্ণাটক ৩.৩৮% ২০৬৪৯০৬ ২য়
মধ্যপ্রদেশ ১.৭০% ১২৩১২৮৫ ৩য়
গুজরাত ১.৫২% ৯২০৩৪৫ ৪র্থ
অন্ধ্রপ্রদেশ ০.৮০% ৬৭৪৯২৮ ৫ম
মেঘালয় ০.৭০% ২০৭৫১ ১৫তম
১০ ছত্তিশগড় ০.৫৬% ১৪৪০৩৫ ৭ম
১১ সিকিম ০.১৯% ১১৩৮ ৩১তম
১২ জম্মু ও কাশ্মীর ০.১৮% ২৩০০৬ ১৪তম
১৩ অরুণাচল প্রদেশ ০.১৭% ২২৯৭ ২৬তম
১৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.১৭% ৬৩৯ ৩৩তম
১৫ দিল্লি ০.১৬% ২৭২৩৯ ১০ম
১৬ নাগাল্যান্ড ০.১৩% ২৬৫৯ ২৫তম
১৭ তামিলনাড়ু ০.১২% ৮৫৪৫৪ ৮ম
১৮ চণ্ডীগড় ০.১২% ১২৫২ ৩০তম
১৯ কেরালা ০.০৯% ৩১৬৪২ ৯ম
২০ পাঞ্জাব, ভারত ০.০৭% ২০৩৯২ ১৬তম
২১ পুদুচেরি ০.০৭% ৮৯০ ৩২তম
২২ উত্তরাখণ্ড ০.০৬% ৬০২৮ ২৩তম
২৩ মণিপুর ০.০৬% ১৫৮৩ ২৮তম
২৪ হরিয়ানা ০.০৫% ১২৮০৬ ১৮তম
২৫ হিমাচল প্রদেশ ০.০৫% ৩৪৩৮ ২৪তম
২৬ আসাম ০.০৪% ১১৬৪১ ১৯তম
২৭ ত্রিপুরা ০.০৪% ১৪১২ ২৯তম
২৮ মিজোরাম ০.০৪% ৪০৮ ৩৪তম
২৯ লাক্ষাদ্বীপ ০.০৪% ২৬ ৩৫তম
৩০ রাজস্থান ০.০৩% ২৩২৪০ ১৩তম
৩১ ঝাড়খণ্ড ০.০৩% ৮৪৮১ ২২তম
৩২ পশ্চিমবঙ্গ ০.০২% ১৪৮১৫ ১৭তম
৩৩ ওড়িশা ০.০২% ৮৬১৭ ২১তম
৩৪ উত্তরপ্রদেশ ০.০১% ২৪২৮০ ১১তম
৩৫ বিহার - ১৯৭৫ ২৭তম
ভারত ৬.৮৬% ৮,৩০,২৬,৬৮০ তৃতীয় প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[]

সম্পাদনা
মহারাষ্ট্র
  1. ভাণ্ডারা জেলা - ১১১৮৫৩৮ (৯৩.১৯%)
  2. সাতারা জেলা - ২৭৯৪৯১০ (৯৩.০৫%)
  3. সিন্ধুদুর্গ জেলা - ৭৭৫০১৬ (৯১.২২%)
  4. কোলহাপুর জেলা - ৩৪৫৫৮৫৪ (৮৯.১৬%)
  5. আহমেদনগর জেলা - ৪০৩৮২১৪ (৮৮.৮৯%)
  6. রত্নগিরি জেলা - ১৪২৪১৫৩ (৮৮.১৮%)
  7. ওয়ার্ধা জেলা - ১১৪১৮৭৫ (৮৭.৭৮%)
  8. সাংলী জেলা - ২৪২৬২৬৫ (৮৫.৯৭%)
  9. ওসমানাবাদ জেলা - ১৪১৫৮৯৩ (৮৫.৪২%)
  10. চন্দ্রপুর জেলা - ১৮৪৩৪১৩ (৮৩.৬৩%)
  11. হিঙ্গোলি জেলা - ৯৮৩৪৪২ (৮৩.৫৩%)
  12. বীড জেলা - ২১৫৫৩১১ (৮৩.৩৮%)
  13. লাতুর জেলা - ২০০৬৩৮৬ (৮১.৭৫%)
  14. রায়গড় জেলা - ২১০৮৮৪৬ (৮০.০৬%)
  15. বুলদানা জেলা - ২০৩৪৫১২ (৭৮.৬৭%)
  16. পরভানি জেলা - ১৪৩৮৬২৬ (৭৮.৩৫%)
  17. পুণে জেলা - ৭৩৭০৭৩১ (৭৮.১৭%)
  18. জালনা জেলা - ১৪৯২০৭৭ (৭৬.১৬%)
  19. ওয়াসিম জেলা - ৯০৮৩৮৯ (৭৫.৮৮%)
  20. নান্দেড় জেলা - ২৫৩৬০৭৫ (৭৫.৪৫%)
  21. গোন্দিয়া জেলা - ৯৬৯৫৬৮ (৭৩.৩১%)
  22. সোলাপুর জেলা - ৩১৫৭৪৬০ (৭৩.১৩%)
  23. নাশিক জেলা - ৪৪২২৫৯৩ (৭২.৪২%)
  24. আকোলা জেলা - ১২৭৬৭৮৫ (৭০.৩৯%)
  25. নাগপুর জেলা - ৩২৬২৬৮০ (৭০.১১%)
  26. ঔরঙ্গাবাদ জেলা - ২৫৭৮৩৩৪ (৬৯.৬৬%)
  27. যাবৎমল জেলা - ১৮৭৩২৬১ (৬৭.৫৭%)
  28. অমরাবতী জেলা - ১৯৩০৩০১ (৬৬.৮৩%)
  29. জলগাঁও জেলা - ২৬৮৩৮৫১ (৬৩.৪৫%)
  30. গড়চিরোলী জেলা - ৬০৪৯১৬ (৫৬.৩৮%)
  31. থানে জেলা - ৫৮৭০২০৫ (৫৩.০৮%)
  32. মুম্বই শহর জেলা - ১১০৯৩৯৫ (৩৫.৯৬%)
  33. মুম্বই উপনগরী জেলা - ৩২৯৫৫৩৩ (৩৫.২২%)
  34. ধুলে জেলা - ৬৯২৮৩৬ (৩৩.৭৮%)
  35. নন্দুরবার জেলা - ২৬৪৬৯৮ (১৬.০৬%)
গোয়া
  1. উত্তর গোয়া জেলা - ১১৭৪৬০ (১৪.৩৬%)
  2. দক্ষিণ গোয়া জেলা - ৪১৩২৭ (৬.৪৫%)
দাদরা ও নগর হাভেলি
  1. দাদরা ও নগর হাভেলি - ২৪১০৫ (৭.০১%)
দমন ও দিউ
  1. দমন জেলা - ১০৯৭১ (৫.৭৪%)
কর্ণাটক
  1. বেলগাভি জেলা - ৮৯৩৯১০ (১৮.৭০%)
  2. বিদার জেলা - ৩১৩৫৭৩ (১৮.৪১%)
  3. উত্তর কন্নড় জেলা - ১৩৬৭৭৫ (৯.৫২%)
  4. কোড়গু জেলা - ৩৪৯৪৮ (৬.৩০%)
  5. ধারওয়াড় জেলা - ৫৮২৯১ (৩.১৬%)
  6. উড়ুপি জেলা - ৩৩৩৪০ (২.৮৩%)
  7. গুলবার্গা জেলা - ৬৩৩২৪ (২.৪৭%)
  8. বিজয়পুর জেলা - ৫৩৭৩৫ (২.৪৭%)
  9. শিবমোগ্গা জেলা - ৩৬৮৪৬ (২.১০%)
  10. বেঙ্গালুরু নগর জেলা - ১৮৪৬৫৭ (১.৯২%)
  11. দক্ষিণ কন্নড় জেলা - ৩৫৯১৬ (১.৭২%)
  12. বাগলকোট জেলা - ২৮০৩২ (১.৪৮%)
  13. মহীশূর জেলা - ৩৪১৬৩ (১.১৪%)
  14. দাবণগেরে জেলা - ১৭৭৩৮ (০.৯১%)
  15. চিকমাগালুর জেলা - ৯৮৭৯ (০.৮৭%)
  16. বেল্লারী জেলা - ১৯৯২৪ (০.৮১%)
  17. যাদগিরি জেলা - ৯৪৮৭ (০.৮১%)
  18. গদাগ জেলা - ৭৮১৩ (০.৭৩%)
  19. রামনগর জেলা - ৭৪৮৮ (০.৬৯%)
  20. কোলার জেলা - ১০৪২৭ (০.৬৮%)
  21. বেঙ্গালুরু গ্রামীণ জেলা - ৬১২১ (০.৬২%)
  22. হাবেরী জেলা - ৯৫৪৩ (০.৬০%)
  23. রায়চুর জেলা - ১০১৯০ (০.৫৩%)
  24. তুমকুর জেলা - ১৩২৯৮ (০.৫০%)
  25. কোপ্পাল জেলা - ৬৯৬৫ (০.৫০%)
মধ্যপ্রদেশ
  1. বুরহানপুর জেলা - ২০৪৪২৪ (২৬.৯৭%)
  2. বালাঘাট জেলা - ২৭৯২২৩ (১৬.৪১%)
  3. বেতুল জেলা - ২০২৬০০ (১২.৮৬%)
  4. ছিন্দওয়াড়া জেলা - ২১৫৭৭৭ (১০.৩২%)
  5. ইন্দোর জেলা - ১১৫৯৫৩ (৩.৫৪%)
  6. ভোপাল জেলা - ৬১৮৪৩ (২.৬১%)
  7. সিওনি জেলা - ২৪৩৬৭ (১.৭৭%)
  8. বড়ওয়ানি জেলা - ১৭৪৯৮ (১.২৬%)
  9. খাণ্ডোয়া জেলা - ১৩৭৩৮ (১.০৫%)
  10. জব্বলপুর জেলা - ১৭৫৭০ (০.৭১%)
  11. দেওয়াস জেলা - ১০৬৩৪ (০.৬৮%)
  12. গোয়ালিয়র জেলা - ১২৪০৬ (০.৬১%)
  13. উজ্জয়িনী জেলা - ১১১৯৫ (০.৫৬%)
গুজরাত
  1. সুরাট জেলা - ৪৮৮১১৬ (৮.০৩%)
  2. বড়োদরা জেলা - ১৪০১৭২ (৩.৩৭%)
  3. তাপি জেলা - ২৩০৭৫ (২.৮৬%)
  4. নওসারি জেলা - ৩৫৭৫৯ (২.৬৯%)
  5. বলসাড় জেলা - ৪০২৪৬ (২.৩৬%)
  6. ডাং জেলা - ৪৫৬২ (২.০০%)
  7. আমেদাবাদ জেলা - ১১৫২৫৭ (১.৬০%)
  8. ভারুচ জেলা - ১৭৫৬৬ (১.১৩%)
  9. নর্মদা জেলা - ৪৮১২ (০.৮২%)
অন্ধ্রপ্রদেশ
  1. আদিলাবাদ জেলা - ৩৭৩১৮৪ (১৩.৬১%)
  2. নিজামাবাদ জেলা - ৭১৯৮৯ (২.৮২%)
  3. হায়দ্রাবাদ জেলা - ৬৮২৩৯ (১.৭৩%)
  4. রঙ্গারেড্ডি জেলা - ৫৫৫৪২ (১.০৫%)
  5. মেদক জেলা - ২৩৩৫৪ (০.৭৭%)
মেঘালয়
  1. রী ভোঈ জেলা - ১৯০১০ (৭.৩৪%)
ছত্রিশগড়
  1. বিজাপুর জেলা - ৯১৭২ (৩.৫৯%)
  2. রাজনন্দগাঁও জেলা - ২৫২৩০ (১.৬৪%)
  3. দুর্গ জেলা - ৪১২০২ (১.২৩%)
  4. রায়পুর জেলা - ৩৮৩২৬ (০.৯৪%)
  5. ধামতরি জেলা - ৪৫৬৭ (০.৫৭%)
জম্মু ও কাশ্মীর
  1. লেহ জেলা - ১৩৫১ (১.০১%)
অরুণাচল প্রদেশ
  1. পশ্চিম কামেং জেলা - ৫২৪ (০.৬২%)
কেরালা
  1. কাসারগড় জেলা - ২২৯৯৮ (১.৭৬%)

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী মারাঠিভাষীর তালিকা নিম্নরূপ:[][]

রাজ্য ক্রম রাজ্য মারাঠিভাষী সংখ্যা
ভারত ৭,১৯,৩৬,৮৯৪
৬.৯৯%
জম্মু ও কাশ্মীর ১৪৪৩২
হিমাচল প্রদেশ ১৬৭৯
পাঞ্জার ১২১১৭
চণ্ডীগড় ১৩০৮
উত্তরাখণ্ড ২৭৬৯
হরিয়ানা ৮৭৯৪
দিল্লি ২৬৪৭২
রাজস্থান ১৯৩৬১
উত্তর প্রদেশ ১৩০৭৪
১০ বিহার ১৪০০২
১১ সিকিম ৫২১
১২ অরুণাচল প্রদেশ ১৯০২
১৩ নাগাল্যান্ড ১৫৩৩
১৪ মণিপুর ৪৭২
১৫ মিজোরাম ১৭৪
১৬ ত্রিপুরা ৯৯৮
১৭ মেঘালয় ৩৮৬৩৮
১৮ আসাম ৬৩০৩
১৯ পশ্চিমবঙ্গ ১৫১৭৬
২০ ঝাড়খণ্ড ১৪৫১৩
২১ ওড়িশা ৮৮৬৩
২২ ছত্তিশগড় ১৪০৬২৩
২৩ মধ্যপ্রদেশ ১২৬৬০৩৮
২৪ গুজরাত ৭৬৪০০২
২৫ দমন ও দিউ ৬৭৬৩
২৬ দাদরা ও নগর হাভেলি ১১৫৯৭
২৭ মহারাষ্ট্র ৬৬৬৪৩৯৪২
২৮ অন্ধ্রপ্রদেশ ৬০৯২০০
২৯ কর্ণাটক ১৮৯২৭৮৩
৩০ গোয়া ৩০৪২০৮
৩১ লাক্ষাদ্বীপ ৬০
৩২ কেরল ৩১৮৪৫
৩৩ তামিলনাড়ু ৬০৬১৪
৩৪ পুদুচেরি ৮২৪
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১২৯৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Maharashtra Official Languages Act, 1964; Amendment Act, 2015" (পিডিএফ)lawsofindia.org। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (পিডিএফ)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। পৃষ্ঠা 34–35। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  7. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm