আকোলা জেলা

মহারাষ্ট্রের একটি জেলা

আকোলা(মারাঠি: अकोला जिल्हा, প্রতিবর্ণী. অকোলা জিল্হা) ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি জেলাআকোলা হচ্ছে জেলার সদরদপ্তর ও বড় শহর। আকোলা জেলা অমরাবতী বিভাগের অন্তর্গত যা ব্রিটিশ কালে বেরার রাজ্য হিসেবে পরিচিত ছিলো।

আকোলা জেলা
अकोला जिल्हा
মহারাষ্ট্রের জেলা
মহারাষ্ট্রে আকোলার অবস্থান
মহারাষ্ট্রে আকোলার অবস্থান
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রশাসনিক বিভাগঅমরাবতী বিভাগ
সদরদপ্তরআকোলা
তহশিল
সরকার
 • লোকসভা কেন্দ্র
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৫,৪৩১ বর্গকিমি (২,০৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,১৮,৬১৭
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৭০/বর্গমাইল)
 • পৌর এলাকা৩৯.৬৯%
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮১.৪১%
 • লিঙ্গানুপাত৯৩৮
প্রধান মহাসড়ক৬ নং মহামার্গ
গড় বার্ষিক বৃষ্টিপাত৭৫০ মিমি
ওয়েবসাইট[অকোলা দাপ্তরিক ওয়েবসাইট]
নরনারালা দুর্গ, আকোলা

আকোলা জেলার আয়াতন ৫,৪৩১ কিমি²। যার উত্তরে জুড়ে আছে অমরাবতী জেলা, পূর্বে ওয়াশিম জেলা ও অমরাবতী জেলা, দক্ষিণে ওয়াশিম ও পশ্চিমে বুলদানা জেলা অবস্থিত। ওয়াশিম জেলা আকোলা জেলারই অংশ ছিলো যা ১৯৯৯ সালে আলাদা জেলা গঠন করা হয়।

ভৌগোলিক তথ্য

সম্পাদনা

আবহাওয়া

সম্পাদনা
আকোলা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ গড় °সে (°ফা) ২৯.৯
(৮৫.৮)
৩৩.২
(৯১.৮)
৩৭.২
(৯৯.০)
৪০.৭
(১০৫.৩)
৪৬.৭
(১১৬.১)
৩৭.৪
(৯৯.৩)
৩২.০
(৮৯.৬)
৩০.৫
(৮৬.৯)
৩২.১
(৮৯.৮)
৩৮.৮
(১০১.৮)
৩১.৫
(৮৮.৭)
২৯.৪
(৮৪.৯)
৩৫.০
(৯৪.৯)
সর্বনিম্ন গড় °সে (°ফা) ১৩.৫
(৫৬.৩)
১৫.৭
(৬০.৩)
২০.০
(৬৮.০)
২৪.৮
(৭৬.৬)
২৮.০
(৮২.৪)
২৬.১
(৭৯.০)
২৪.১
(৭৫.৪)
২৩.৪
(৭৪.১)
২৩.০
(৭৩.৪)
২০.১
(৬৮.২)
১৫.৯
(৬০.৬)
১৩.২
(৫৫.৮)
২০.৭
(৬৯.২)
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) ৭.৮
(০.৩১)
৪.৫
(০.১৮)
১১.০
(০.৪৩)
৫.১
(০.২০)
৬.৬
(০.২৬)
১৪৬.৩
(৫.৭৬)
২১০.৭
(৮.৩০)
১৯৯.৭
(৭.৮৬)
১২২.০
(৪.৮০)
৪৫.৪
(১.৭৯)
১৯.৫
(০.৭৭)
১৪.২
(০.৫৬)
৭৯২.৮
(৩১.২২)
উৎস: IMD

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা