মধ্যবিত্ত (চলচ্চিত্র)
মধ্যবিত্ত হচ্ছে তানভীর হাসান পরিচালিত মুক্তি প্রতীক্ষিত বাংলাদেশি নাট্যধর্মী চলচ্চিত্র।[১][২] এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি প্রমুখ।[৩][৪] এটি তানভীর হাসান পরিচালিত প্রথম চলচ্চিত্র।[৫]
মধ্যবিত্ত | |
---|---|
পরিচালক | তানভীর হাসান |
প্রযোজক | সিনে মিডিয়া |
চিত্রনাট্যকার | তানভীর হাসান |
কাহিনিকার | তানভীর হাসান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | প্লাবন কোরেশী মাসুম আহমেদ তানভীর হাসান মাহফুজ ইমরান তরুণ সিং |
চিত্রগ্রাহক | জাহাঙ্গীর রাজ |
সম্পাদক | রাসেল পারভেজ |
পরিবেশক | দি অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাসামাজিক কেন্দ্রীক মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রামের কথা বলে।
অভিনয়শিল্পী
সম্পাদনা- ওমর মালিক - নিলয়[৬][৭]
- শিশির সরদার - আবির[৮]
- এলিনা শাম্মী[৯]
- রিয়াজুল রিজু - মধ্যবিত্ত যুবক[১০][১১]
- মাসুম আজিজ[১২][১৩]
- মায়িশা প্রাপ্তি[১৪]
- শমু চৌধুরী
- বড়দা মিঠু
- শবনম পারভীন
- আমীর সিরাজী
- রেবেকা রউফ
- হান্নান শেলী
- সোহেল রানা
- এইচ কে স্বাধীন
- আব্দুল্লাহ রানা
- সাবেরি আলম
- মানিক শাহ্
- আবাদি সরকার
সঙ্গীত
সম্পাদনামধ্যবিত্ত চলচ্চিত্রে আবহ সংগীত তৈরী করেন ঋষিকেশ রকি। সংগীতায়োজন করেছেন রিয়াল আশিক, অনিম খান ও ঋষিকেশ রকি।
সুরকার
সম্পাদনামধ্যবিত্ত চলচ্চিত্রে সুর করেছেন প্লাবন কোরেশী, মাসুম আহমেদ, মাহফুজ ইমরান, তরুণ সিং ও তানভীর হাসান।
গীতিকার
সম্পাদনামধ্যবিত্ত চলচ্চিত্রে গানগুলো লিখেছেন
- বাকীউল আলম[১৫]
- রবিউল ইসলাম রবি
- কাজী শাহিন
- তানভীর হাসান ও
- তরুণ সিংহ
কণ্ঠশিল্পী
সম্পাদনামধ্যবিত্ত চলচ্চিত্রে গানগুলোতে কন্ঠ দেন বেলাল খান, শফি মন্ডল, কোনাল, পলি শারমিন, নোলক বাবু ও মাসুদ টুটুল।
মুক্তি
সম্পাদনাবহুবার মুক্তির তারিখ পরিবর্তীত হয়ে ২০২৫ সালের ৩রা জানুয়ারি নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রিপোর্ট, বিনোদন (২০২৩-০৮-০৫)। "মধ্যবিত্তের জীবন সংগ্রাম নিয়ে সিনেমা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
- ↑ সিনিয়র রিপোর্টার, মোস্তাফিজ সুমন (২০২৩-০৪-০৯)। "ঈদের পর আসছে তানভীর হাসান এর মধ্যবিত্ত"। দৈনিক আমার সময়। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
- ↑ রিপোর্ট, বিনোদন (২০১৯-০৪-১৮)। "তিন নতুনের চলচ্চিত্র 'মধ্যবিত্ত'"। দৈনিক যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
- ↑ রিপোর্ট, বিনোদন (২০২৩-০৮-০৫)। "মধ্যবিত্তের জীবন সংগ্রাম নিয়ে সিনেমা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-০৪)। "এল ফার্স্টলুক, অক্টোবরেই মুক্তি পাচ্ছে 'মধ্যবিত্ত'"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
- ↑ বার্তা২৪.কম, বিনোদন ডেস্ক (২০২৩-০৮-২৭)। "মধ্যবিত্ত সিনেমায় ভিন্ন লুকে ওমর মালিক"। বার্তা২৪ ডটকম। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ নিউজ, সময় (২০২৩-১০-০৪)। "প্রকাশ্যে এলো ওমর মালিকের 'মধ্যবিত্ত'"। সময় টিভি নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ বিনোদন (২০২৩-০৩-২৭)। "'মধ্যবিত্ত' দিয়ে শিশিরের শুরু"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২১-১০-১৬)। "'মধ্যবিত্ত' সিনেমায় রিয়াজুল রিজুর নায়িকা এলিনা শাম্মী"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ শরীফ নাসরুল্লাহ, বিনোদন প্রতিবেদক (২০২১-১১-০৯)। "ভয়ে আমার ভেতরে শুকিয়ে আসছিল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আরটিভি নিউজ, বিনোদন ডেস্ক (২০২১-১১-১৯)। "রিজু এবার নায়ক, নায়িকা এলিনা শাম্মী"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৮-০১)। "প্রয়াত মাসুম আজিজের শেষ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বড়পর্দায়"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ প্রতিবেদক, শোবিজ (২০২৪-০৮-০২)। "মাসুম আজিজের শেষ চলচ্চিত্র"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ রণ, মাসিদ (২০২২-১১-২৮)। "'মধ্যবিত্ত' সিনেমায় মায়িশা প্রাপ্তি"। দৈনিক দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৮-১৪)। "'মধ্যবিত্ত' সিনেমায় বাকীউল আলমের গান"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে মধ্যবিত্ত
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মধ্যবিত্ত (ইংরেজি)