শফি মণ্ডল

কুষ্টিয়া জেলার বাউল সঙ্গীত শিল্পী
(শফি মন্ডল থেকে পুনর্নির্দেশিত)

শফি মণ্ডল (১৩ ডিসেম্বর ১৯৫২ - বর্তমান) যিনি বহুলভাবে বাউল শফি মণ্ডল নামেও পরিচিত। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বাউল সংগীত শিল্পী। তিনি হিন্দু বা মুসলিম ধর্মে না, মানব ধর্মে বিশ্বাসী। তার গানের হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের-এর কাছে।[][] এরপর ১৯৭৯ সালে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জীর কাছে।গুরুর পরামর্শে বেছে নেন সুফিবাদ সঙ্গীতের পথ।[] তিনি ‘ষষ্ঠ কান্ত কবি উৎসব-২০২২’ পুরুস্কার পেয়েছেন।[]

শফি মণ্ডল
জন্ম (1952-12-13) ১৩ ডিসেম্বর ১৯৫২ (বয়স ৭২)
ফিলিপনগর, দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া জেলা
ধরনবাউল সঙ্গীত
পেশাগায়ক
বাদ্যযন্ত্রএকতারা, দোতারা
দলছুটভাবনগর
গৃহসঙ্গীজরিনা খাতুন[]

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

বাউল শফি মণ্ডল ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ আহাদ আলী এবং মাতা গৌরভী মণ্ডল ।

গুরু শ্রী সাধন মুখার্জীর কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন চার বছর। ১৯৮৩ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন। ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ শিরোনামে একটি লালন সঙ্গীতের ক্যাসেট বেরিয়েছিলো। ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শিখিয়ে থাকেন। তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৫ সালে।

কর্মকাণ্ড

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সস্ত্রীক খেলাফত গ্রহণ করলেন শফি মন্ডল"আর টিভি নিউজ। ২০২২-১১-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  2. দৌলতপুর (কুষ্টিয়া), প্রতিনিধি (২০২৩-১১-১২)। "বাউল শিল্পী ওস্তাদ শফি মন্ডলের বাড়ির আঙিনায় বসেছিল সাধুর হাট"সময়ের আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  3. "গান-গল্প: শিল্পী শফি মণ্ডল"বিবিসি নিউজ (বাংলা)। ২০১৬-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫ 
  4. রাজশাহী, প্রতিনিধি (২০২২-১২-১৯)। "'কান্ত কবি' পদক পেলেন বাউলশিল্পী শফি মণ্ডল"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫