মাহমুদুল ইসলাম মিঠু
মাহমুদুল ইসলাম মিঠু (ডাকনাম: বড়দা মিঠু) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে টেলিভিশন ও ঢাকা ভিত্তিক বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি আগে যদি জানতাম তুমি হবি পর (২০১৪), দারুচিনি দ্বীপ (২০০৭) এবং মুসাফির (২০১৬) এর জন্য পরিচিত ।[১]
মাহমুদুল ইসলাম মিঠু | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | বড়দা মিঠু |
পেশা | অভিনয়শিল্পী |
কর্মজীবন | ১৯৮১ - বর্তমান |
সন্তান | ২ |
কর্মজীবন
সম্পাদনা১৯৮১ সালে মিঠুর অভিনয়ে যাত্রা শুরু রাজবাড়ির ‘চারণ থিয়েটার’র মধ্যদিয়ে। এই থিয়েটারের হয়ে তিনি ‘বাসন’, ‘এখনো কৃতদাস’, ‘তোমরাই’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। এরপর ১৯৯০ সালে ঢাকায় এসে ‘ঢাকা থিয়েটার’র সাথে কাজ শুরু করেন। প্রথম এক বছর মঞ্চের পিছনে কাজ করলেও এরপর তিনি এই দলের হয়ে অভিনয় করেন ‘মুনতাসির ফ্যান্টাসী’, ‘ধুর্ত উই’, ‘হাত হদাই’সহ আরো বেশ কয়েকটি নাটকে। তবে টিভি নাটকে মিঠুর অভিষকে হয় রওশন আরা নীপার নির্দেশনায় ‘গোধূরী লগনে’ নাটকে। নাটকটি ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। একই বছরে তিনি মিনহাজুর রহমানের নির্দেশনায় ‘তমশ’ নাটকেও অভিনয় করেন। পাশাপাশি বিবেশ রায়ের নির্দেশনায় কাহিনীচিত্র ‘ধানের কাব্য’তেও অভিনয় করেন। মিঠু অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো ‘সংসার’। মোস্তাফিজুর রহমান বাবুর নির্দেশনায় ‘জীবন মানে যুদ্ধ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’, ‘বুঝেনা সে বুঝেনা’ এবং ‘ডার্লিং’ চলচ্চিত্রে তার অভিনয় ছিলো প্রশংসনীয়।[২]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৭ | দারুচিনি দ্বীপ | তৌকীর আহমেদ | ||
২০১৫ | হরিযূপীয়া | গোলাম মোস্তফা শিমুল | ||
সুতপার ঠিকানা | প্রসূন রহমান | |||
২০১৬ | মুখোশ মানুষ | ইয়াসির আরাফাত জুয়েল | ||
২০১৭ | মাস্তান ও পুলিশ | রকিবুল আলম রকিব | ||
তুখোড় | মিজানুর রহমান লাবু | |||
ক্রাইম রোড | সায়মন তারিক | |||
সুলতানা বিবিয়ানা | হিমেল আশরাফ | |||
তুই আমার | সজল আহমেদ | |||
সোনা বন্ধু | জাহাঙ্গীর আলম সুমন | |||
ছিটকিনি | সর্দার | সাজেদুল আউয়াল | ||
২০১৮ | ধূসর কুয়াশা | উত্তম আকাশ | ||
কালের পুতুল | আকা রেজা গালিব | |||
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া | উত্তম আকাশ | |||
২০১৯ | কারণ তোমায় ভালোবাসি | গোলাম মোস্তফা শিমুল | ||
২০২২ | ভাইয়ারে | রকিবুল আলম রকিব | ||
বীরত্ব | সাইদুল ইসলাম রানা | |||
যাও পাখি বলো তারে | মোস্তাফিজুর রহমান মানিক | [৩] | ||
২০২৩ | ঘর ভাঙ্গা সংসার | মনতাজুর রহমান আকবর | ||
যেমন জামাই তেমন বউ | মনতাজুর রহমান আকবর | |||
ফিরে দেখা | রোজিনা | [৪] | ||
লোকাল | সাইফ চন্দন | |||
ওভারট্রাম্প | আজগর | বাশার জর্জিস | ওয়েব ধারাবাহিক | |
কাবাডি | তাহেরুল ইসলাম | রুবায়েত মাহমুদ | ||
লাল শাড়ি | বন্ধন বিশ্বাস | |||
২০২৪ | শেষ বাজি | মেহেদী হাসান | ||
ট্র্যাপ | দীন ইসলাম | |||
মোনা: জ্বীন-২ | কামরুজ্জামান রুমান | |||
লিপস্টিক | কামরুজ্জামান রুমান | |||
মায়া : দ্য লাভ | জসিম উদ্দিন জাকির | |||
ময়নার শেষ কথা | বাবু সিদ্দিকী | |||
ডার্ক ওয়ার্ল্ড | মোস্তাফিজুর রহমান মানিক | |||
সুস্বাগতম | শফিকুল আলম | |||
হুরমতি | শবনম পারভীন | |||
আসন্ন | মন দেব মন নেব | রবিন খান | নির্মানাধীন | |
কাজের ছেলে | মনতাজুর রহমান আকবর | |||
অমানুষ হলো মানুষ | মনতাজুর রহমান আকবর |
ব্যক্তি জীবন
সম্পাদনামিঠুর স্ত্রী জয়া। তার দুই ছেলে সুপ্রীত, রোহিত এবং একমাত্র মেয়ে জয়িতা।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অপমানিত হলেও হেরে যাননি বড়দা মিঠু"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭।
- ↑ ক খ "অভিনয়ে বড়দা মিঠুর তিন যুগ"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৮।
- ↑ "'যাও পাখি বলো তারে'র ফার্স্টলুক প্রকাশ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৮।
- ↑ "রাজাকার চরিত্রে বড়দা মিঠু"। www.ajkalerkhobor.net। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাহমুদুল ইসলাম মিঠু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মাহমুদুল ইসলাম মিঠু