ভাষানিয়া ইউনিয়ন
ভাষানিয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার একটি ইউনিয়ন।[১]
ভাষানিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ভাষানিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′১৪″ উত্তর ৯০°৫১′১″ পূর্ব / ২৩.৬৫৩৮৯° উত্তর ৯০.৮৫০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | হোমনা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৬ |
ওয়েবসাইট | vashaniaup |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাভাষানিয়া ইউনিয়ন স্থাপিত হয় ১৯৬০ইং সালে এর পূর্বে নাম ছিল ১০নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদ। পরে নতুন নামকরন করা হয় ২০০৫ সালে ৭নংভাষানিয়া ইউনিয়ন পরিষদ।
অবস্থান ও সীমানা
সম্পাদনাহোমনা উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ভাসানিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে জয়পুর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে ঘারমোড়া ইউনিয়ন, উত্তরে আছাদপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে চান্দেরচর ইউনিয়ন ও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর ইউনিয়ন এবং দক্ষিণে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাভাসানিয়া ইউনিয়ন হোমনা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হোমনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫০নং নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- ফাজিলমাদ্রাসা - ১টি।
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৭টি।
- স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় - ২টি।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহোমনা উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৭.১৭ কি.মি.। হোমনা উপজলা স্বাস্থ্য কমেপ্লক্স থেকে রিক্সা কিংবা সিএনজি যোগে ভাষানিয়া ইউনিয়নস্থ কাশিপুর বাজারে আসা যায়।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ইউপি চেয়ারম্যানের টিকা পুশের ছবি ভাইরাল, পরে দাবি 'অভিনয়'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |