আছাদপুর ইউনিয়ন
আছাদপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার একটি ইউনিয়ন।[১]
আছাদপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং আছাদপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আছাদপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৮″ উত্তর ৯০°৫০′৯″ পূর্ব / ২৩.৭০২২২° উত্তর ৯০.৮৩৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | হোমনা উপজেলা |
আয়তন | |
• মোট | ১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৫৯৭ (প্রায়) (২,০১১ সালের আদম শুমারি অনুযায়ী) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনা১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদম শুমারি অনুযায়ী প্রায় ২১৫৯৭ জন
ইতিহাস
সম্পাদনাআছাদপুর ইউনিয়ন পূর্বে চান্দেরচর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
সম্পাদনাহোমনা উপজেলার উত্তর-মধ্যাংশে আছাদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে দুলালপুর ইউনিয়ন, দক্ষিণে ঘারমোড়া ইউনিয়ন ও ভাসানিয়া ইউনিয়ন এবং পূর্বে চান্দেরচর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআছাদপুর ইউনিয়ন হোমনা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হোমনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫০নং নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয় সংখ্যাঃ ১২টি ১। ঘনিয়ার চর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২। ঘনিয়ার চর উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩। খোদেদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪। পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫। তেভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬। চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭। দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮। আসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯। কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০। চিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১।কলাগাছিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২।কৃপারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উচ্চবিদ্যালয়ের সংখ্যাঃ ৩টি ১। ঘনিয়ার চর উচ্চবিদ্যালয়। ২। কলাগাছিয়া এম এ উচ্চবিদ্যালয় ৩। আসাদপুর উচ্চবিদ্যালয় মাদ্রাসাঃ ১টি ১। তেভাগিয়া চারকুড়িয়া দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহোমনা উপজেলা থেকে অটোরিকশা, সিএনজির মাধ্যমে আসাদপুর ইউনিয়নে যাতায়াত করা যায়।
খাল ও নদী
সম্পাদনাতিতাস নদী,চটলার বিল, কালিধরার বিল
হাট-বাজার
সম্পাদনা১.আছাদপুর বাজার (পূর্ব নাম ভোলতার বাজার) ২.ঘনিয়ারচর বাজার ৩. চিৎপুর বাজার (বর্তমানে সেটি বিলুপ্ত তবে প্রতি বছর সেখানে পহেলা বৈশাখের মেলা বসে)
দর্শনীয় স্থান
সম্পাদনাআছাদপুর ইউনিয়নে তেমন কোন দর্শনীয় স্থান নেই তবে এখানে কয়েকটি উল্লেখযোগ্য মাজার রয়েছে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাজারে ওরস পালন করা হয়ে থাকে। মাজারগুলোর মধ্যে অন্যতমঃ ১.কালু শাহ-এর মাজার ২.কফিল উদ্দিন শাহ-এর মাজার ৩.আব্দু শাহ-এর মাজার ৪.জোহর আলি মুন্সির মাজার (পাথালিয়াকান্দি)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হোমনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা"। দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩১।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |