ঘারমোড়া ইউনিয়ন
ঘারমোড়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার একটি ইউনিয়ন।[১]
ঘারমোড়া | |
---|---|
ইউনিয়ন | |
৮নং ঘারমোড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ঘারমোড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪০′১″ উত্তর ৯০°৪৮′৪৬″ পূর্ব / ২৩.৬৬৬৯৪° উত্তর ৯০.৮১২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | হোমনা উপজেলা |
আয়তন | |
• মোট | ১২.৫০ বর্গকিমি (৪.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭ ৪৫০জন (প্রায়) (২,০১১ সালের আদম শুমারি অনুযায়ী) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাক্রনং | গ্রামের নাম | জনসংখ্যা |
০১। | দক্ষিণ মনিপুর | ৩৪০০ |
০২। | উত্তর মনিপুর | ১৮০০ |
০৩। | নারায়নপুর | ১৪০০ |
০৪। | কালিপুর | ১২৫০ |
০৫। | ফতেরকান্দি | ১৪০০ |
০৬। | বড় ঘারমোড়া | ৩৪০০ |
০৭। | ছোট ঘারমোড়া | ১৯৫০ |
০৮। | ফজুরকান্দি | ১০৫০ |
০৯। | মিরশ্বীকারী | ১৮০০ |
মোট | ১৭৪৫০ |
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাহোমনা উপজেলার মধ্যাংশে ঘারমোড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে মাথাভাঙ্গা ইউনিয়ন, উত্তর-পশ্চিমে নিলখী ইউনিয়ন, উত্তরে দুলালপুর ইউনিয়ন ও আছাদপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ভাসানিয়া ইউনিয়ন ও জয়পুর ইউনিয়ন, দক্ষিণে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন ও সাতানী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাঘারমোড়া ইউনিয়ন হোমনা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হোমনা উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫০নং নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষার হার – ৬০%। (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
- উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
- মাদ্রাসা- ২টি।)
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাযোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহোমনা উপজেলা সদর থেকে ঘারমোড়া ইউনিয়ন পরিষদের দুরত্ব ৫ কি.মি.। হোমনা উপজলা স্বাস্থ্য কমেপ্লক্স থেকে রিক্সা কিংবা সিএনজি যোগে ঘাড়োড়া ইউনিয়নস্থ ঘাড়মোড়া বাজারে আসা যায়।
খাল ও নদী
সম্পাদনানদী ১টি খাল-৪[৩]
হাট-বাজার
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- মোঃ শাহজাহান মোল্লা (ইউপি চেয়ারম্যান)[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাস্তায় ঘর উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৮"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্ধকারকে আলোকিত করেছে ঘারমোড়া এ কে এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়"। শিক্ষাবার্তা ডট কম (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৫। ২০২১-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-৩০।
- ↑ "ঘারমোড়া ইউনিয়ন"। garmoraup.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঘারমোড়া ইউনিয়ন"। garmoraup.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |