স্বাগতম বার্তা

সম্পাদনা

প্রিয় Rezowan, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 

--অর্ণব দত্ত ১১:০৯, ৭ ডিসেম্বর ২০০৮ (UTC)

দুই এক লাইনের নিবন্ধ

সম্পাদনা

অনুগ্রহ করে দুই এক লাইনের নিবন্ধ তৈরি করবেন না। দুই এক লাইনের নিবন্ধ শুধুমাত্র উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে মান বৃদ্ধি করে না। তাই আমরা অন্তত দুই প্যারা লেখা দিয়ে নিবন্ধ তৈরিতে উৎসাহিত করি। অতএব আবারও অনুরোধ করছি আগে তৈরি করা আপনার নিবন্ধগুলোর মানোন্ননয়ন করুন তারপর নতুন নিবন্ধে হাত দিন। বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:০১, ১৫ জানুয়ারি ২০১০ (UTC)

ধ্বংসপ্রবণতা বন্ধের অনুরোধ

সম্পাদনা

ভাই রেজোয়ান, আপনি রকি পাতায় যা করেছেন তা উইকিপিডিয়ার নীতি অনুসারে ধ্বংসপ্রবণতার মধ্যে পড়ে। এটা রীতিমতো ট্রোলিং। উইকিপিডিয়ার পাতা নিজের ইচ্ছেমতো কিছু লেখার স্থান নয়। পাতাটিতে এমন কোনো কন্টেন্ট ছিলো না যা রাখা যায়, এবং শীঘ্রই এটি আবার মুছে ফেলা হবে। আশা করছি আপনি এসব ধ্বংসপ্রবণতা থেকে বিরত থাকবেন। ক্রমাগত ধ্বংসপ্রবণতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চালিয়ে গেলে আপনাকে ব্লক করা বিচিত্র নয়। ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ২২:৪৭, ১৬ জানুয়ারি ২০১০ (UTC)

রকি পাতাটিতে যে ভাষা ব্যবহার করেছেন, এই রকমের ভাষা উইকিপিডিয়াতে গ্রহনযোগ্য নয়। আপনাকে বার বার অনুরোধ করা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ (অন্তত ১ প্যারা) লেখা না থাকলে ভুক্তিগুলো শুরু করবেন না। এই অনুরোধ দয়া করে রক্ষা করুন। নইলে অত্যন্ত দুঃখের সাথে হলেও আপনার এই একাউন্ট অস্থায়ী ভাবে ব্লক করা হতে পারে। ভালো কাজ করুন, উইকিতে অবদান রাখুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০৪, ১৭ জানুয়ারি ২০১০ (UTC)

শুভেচ্ছা

সম্পাদনা
সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।

Mzsabusayeed (আলাপ) ০৫:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

শাবনূর দ্রুত অপসারণ

সম্পাদনা
 

শাবনূর নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১৭:৩৮, ৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ক্রিপ্টোকারেন্সি নিবন্ধটি প্রতিযোগিতা জমাদান প্রসঙ্গে

সম্পাদনা

সুধী, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে আপনার নিবন্ধটি জমা নেওয়া হয়নি। প্রথমত, প্রতিযোগিতার নিয়ম অনুসারে আপনাকে পুরো ইংরেজি নিবন্ধটি অনুবাদ করতে হবে। কিন্তু কেউ অর্ধেক বা তার বেশি অনুবাদ করে জমা দিলেও আমরা তালিকাতে যুক্ত করে তাকে অনুবাদ শেষ করতে বলি। কিন্তু আপনি ইংরেজি নিবন্ধটি অনুবাদ করেন নি, কয়েকটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে লিখেছেন। এজন্য নিবন্ধটি প্রতিযোগিতার জন্য জমা নেওয়া যাচ্ছে না। প্রতিযোগিতার জন্য আপনাকে নিবন্ধটি অবশ্যই ইংরেজি থেকে সম্পূর্ণ অনুবাদ করতে হবে। আপনি যদি এটি ইংরেজি থেকে অনুবাদ শেষ করেন সেক্ষেত্রে সানন্দে জমা দিন শেষ হলে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!

সম্পাদনা
 
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Rezowan,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~