বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

অনুবাদ করতে

সম্পাদনা

@Jain Gomes ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে।  কুউ পুলক    ০৮:১৬, ২৯ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে অসম্পূর্ণ অনুবাদ সম্পূর্ণ করুন

সম্পাদনা

উইকিপিডিয়ায় অবদান রাখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আপনার সাম্প্রতিক অনূদিত কিছু নিবন্ধে যান্ত্রিকতা আছে। নিবন্ধগুলোতে তথ্যসূত্রও যোগ করেন নি এবং প্রায় সব নিবন্ধে {{কাজ চলছে}} ট্যাগ লাগানো আছে। দয়া করে, এই সমস্যাগুলো ঠিক করুন। শুভেচ্ছাসহ, — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:০৩, ২৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর্ল ব্র্যান্ড নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আর্ল ব্র্যান্ড নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

যান্ত্রিক অনুবাদ

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:২৫, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #১

সম্পাদনা

সুপ্রিয়, Jain Gomes
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি সুইট উইলিয়াম’স ঘোস্ট, সি স মারগারি ড, দ্য ফার্মার ইন দ্য ডেল, দিস ওল্ড ম্যানসিম্পল সাইমন (শিশুতোষ ছড়া) নিবন্ধগুলো গৃহীত হয়েছে। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০০:২৫, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয়, Jain Gomes
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি ক্যাটস দ্যাট লুক লাইক হিটলার নিবন্ধটি গৃহীত হয়নি। নিবন্ধটিতে বেশ কিছু যান্ত্রিক অনুবাদ রয়েছে। তাই নিবন্ধটি আপনার উপপাতায় স্থানান্তর করা হয়েছে। আপনি সেখানে কাজ করতে পারবেন। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ ঠিক করুন এবং আমার আলাপ পাতায় জানান। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০১:১২, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #৩

সম্পাদনা

সুপ্রিয়, Jain Gomes
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি ম্যারি, ম্যারি, কোয়াইট কন্ট্র্যারি নিবন্ধটি গৃহীত হয়নি। নিবন্ধটিতে অনুবাদ আরও সাবলীল করা প্রয়োজন। অনুগ্রহ করে নিচের বিষয়গুলো খেয়াল করুন:

  • নিবন্ধের শিরোনাম একটি প্রপার নাউন, এটি অনুবাদের দরকার নেই।
  • ছড়ার মূল কথাগুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দরকার নেই।
  • নিবন্ধে আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদকে প্রাধান্য দিন।

নিবন্ধটি আপনার উপপাতায় সরিয়ে নেওয়া হয়েছে। আপনি সেখানে কাজ করতে পারবেন। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ ঠিক করুন এবং আমার আলাপ পাতায় জানান। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০৬:৪৩, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #৪

সম্পাদনা

সুপ্রিয়, Jain Gomes
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি লর্ড ডেলাওয়্যার (গীতিকবিতা) নিবন্ধটি গৃহীত হয়নি। নিবন্ধটির অনুবাদ আরও সাবলীল করা প্রয়োজন। বাক্যের আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবার্থে বেশি প্রাধান্য দিতে পারেন। এছাড়া ইংরেজি জটিল বাক্য ভেঙে বাংলায় সরল বাক্যে অনুবাদ করলে বেশি প্রাঞ্জল হবে। এই নিবন্ধটি আপনার উপপাতায় সরিয়ে আনা হয়েছে। আপনি সেখানে কাজ করতে পারেন। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ সংশোধন করুন এবং আমার আলাপ পাতায় জানান। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০৬:৫১, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন