উইকিপিডিয়া:এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২

নটর ডেম ইংলিশ ক্লাবের আয়োজনে উইকিমিডিয়া প্রকল্প কর্মশালা এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২-এর অংশ হিসেবে ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত এই অন্তঃকলেজ নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুটক্যাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য মেটা পাতায় পাওয়া যাবে।

সাহায্যের জন্য নবীনেরা আলাপ পাতায় উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একটি বার্তা পাবেন, যাতে নিবন্ধ তৈরির প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। (নিবন্ধ তৈরিতে সুবিধার জন্য বার্তাটি ভালো করে পড়ুন ও লিঙ্কগুলোতে গিয়ে বিস্তারিত জানুন) এছাড়া যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন। এছাড়া নতুন অবদানকারীগণ, আপনারা নিবন্ধ তৈরির জন্য এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।

নিয়মাবলী
১. যেকোন প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে এডিটাথনে অংশগ্রহণ করা যাবে।(যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।) তবে শুধুমাত্র '২৩ ব্যাচের নটরডেমিয়ানরাই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
২. এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যে-কোনো নিবন্ধ অনুবাদ করতে পারেন।
(প্রথমে অ্যাকাউন্টে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘‘বাংলা নাম’’ অংশ থেকে লাল লিংক যুক্ত যে-কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন।)
৩. তালিকা বহির্ভূত কোনো পাতার অনুবাদ করতে চাইলে আলাপ পাতায় প্রস্তাব করতে পারেন।
৪. আপনাকে অবশ্যই পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে। নিবন্ধ শুরুর পর {{কাজ চলছে}} টেমপ্লেটটি যোগ করতে পারেন এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা রাখতে পারেন।
৫. অনুবাদ শেষে নিবন্ধটি এখানে জমা দিন।
৬. একই সাথে একাধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখবেন না। একটি নিবন্ধ তৈরি করে জমা দেওয়ার পর আরেকটি নিবন্ধ শুরু করবেন।
৭. যা লিখবেন তা অবশ্যই বোধগম্য হতে হবে। কোন প্রকার যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
৮. ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
৯. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
পুরস্কার
  • সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হবে।
  • সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম ২৩ জনকে সনদপত্র প্রদান করা হবে।
  • এছাড়া, এডিটাথনে নিবন্ধ গৃহীত হয়েছে এমন সকল অবদানকারীকে উইকিপদক দেওয়া হবে।
পর্যালোচক
  1. FARMER
  2. Md. Golam Mukit Khan
  3. Meghmollar2017
  4. MdsShakil
  5. Ruhan

ছোট মুদ্রণ

এই প্রতিযোগিতা মূলত নটর ডেম ইংলিশ ক্লাব কর্তৃক আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে নটর ডেম ইংলিশ ক্লাবের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।