ব্যবহারকারী আলাপ:DeloarAkram/সংগ্রহশালা ১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ | সংগ্রহশালা ৩ | → | সংগ্রহশালা ৫ |
আবুল আস ইবনে রাবি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
আবুল আস ইবনে রাবি পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটিতে https://i-onlinemedia.net/9704 এর লেখার সাথে হুবহু মিল পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন WP:COPYPASTE-এ।
যদি বহি:স্থ উৎসটি আপনার মালিকানায় থেকে থাকে এবং আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে উৎস ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে info-bn wikimedia.org ঠিকানায় ইমেইল করুন।
আপনি যদি অপসারণের আপত্তি জানাতে চান তাহলে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন এবং সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। যদি নিবন্ধটি ইতিমধ্যে অপসারিত হয় এবং আপনি মনে করেন যে পাতাটি পুনরুদ্ধার করা উচিত তাহলে একজন সক্রিয় প্রশাসকের সাথে যোগাযোগ করুন। — Ahmad ০৩:৪১, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আন্ত উইকি সংযোগ প্রসঙ্গে
সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনি প্রতিদিন চমৎকার কিছু নিবন্ধ তৈরি করছেন। নিবন্ধ প্রণয়নের মান আগের চেয়ে উন্নত হয়েছে। আপনি আপনার প্রণীত নিবন্ধ গুলোকে চমৎকার ভাবে বিষয়শ্রেণী যুক্ত করছেন।
কিন্তু আপনি নিবন্ধে আন্ত উইকি সংযোগ দিচ্ছেন না। এটা কেন গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে। আপনি সাহাবী দের নিয়ে নিবন্ধ প্রণয়ন করছেন। উমর এর নাম বাংলায় উমার, ওমর, উমর বিভিন্নভাবে লেখা হয়। দেখা গেলো আপনি ওমর নামে নিবন্ধ শুরু করেছেন কিন্তু আগে থেকে উমর নামে একটি নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় প্রণীত হয়ে আছে। তাই আপনার যদি উইকিডাটার সংযোগ সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনার এবং অন্যের জন্যে খুবই সুবিধার হবে সেটা। বিশেষ করে যারা অন্য উইকি থেকে নিবন্ধ অনুবাদ করেন তারা সহজেই জানতে পারেন উক্ত নিবন্ধটি ইতোমধ্যে বাংলা উইকিতে বিদ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলাপে আমি একদিন আপনাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম। আপনি চাইলে আমি আবারও চেষ্টা করতে পারি। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আন্ত উইকি সংযোগ যোগ করবেন। ধন্যবাদ। — ফেরদৌস • ০০:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আলোচনা ছাড়াই পাতা স্থানান্তর
প্রিয় উইকিপিডিয়ান আমার উপপাতায় থাকা বদর দিবস পাতাটি আপনি আলোচনা ছাড়াই স্থানান্তর করেছেন। যা আপনি করতে পারেন না। বিষয়টি সম্পর্কে কি একটু ব্যাখ্যা দেবেন? --দেলোয়ার (✉) • ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- সুপ্রিয় DeloarAkram/সংগ্রহশালা ১, অন্যের ব্যবহারকারী নামস্থানে তার অনুমতি ব্যতীত কোন প্রকার সম্পাদনা করা অতিশয় নিন্দনীয় কাজ। আপনি ব্যবহারকারী:DelwarHossain এর অনুমতি ব্যতীত তার সম্পাদনায় থাকা ব্যবহারকারী:DelwarHossain/বদর দিবস পাতাটি মূল নামস্থানে স্থানান্তরিত করেছেন। অনুগ্রহ এ ধরণের সম্পাদনা করবেন না।— ফেরদৌস • ০৩:২০, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- ভাই বদর দিবস নামে বাংলা উইকিপিডিয়ায় কোন পাতা ছিল না বিধায় । আমি লক্ষ্য করলাম দেলোয়ার (✉)ভাইয়ের আলাপ পাতায় এমন একটি পাতা রয়েছে তা আমি মূল নিবন্ধে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করলাম সেটার প্রেক্ষিতেই আমি তেমনটা করেছি । উইকিপিডিয়া যেহেতু প্রয়োজনীয় পাতা তৈরি করার জন্যই একটা বিশ্বকোষ,তাই মূল পাতায় নেওয়ায় কোন সমস্যা থাকার কথা এমনটা আমার ধারণা হয়েছে । যাই হোক আমি উইকিপিডিয়ায় নতুন,আমার কাজটি হয়তো উইকিপিয়ার নিয়ম লঙ্ঘন করেছে আমার অজ্ঞাতসারে । আমি দুখখিত । কিন্তু একটা বিষয় জানার রয়েছে ?? বদর দিবস পাতাটি মূল পাতাতে স্থানান্তরে কি ধরনের সমস্যা হয়েছে ?? Prodipto Delwar - ২২:৩৬, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- : একজন ব্যবহারকারী যখন পাতাটি নিয়ে কাজ করছেন তখন তিনিই ঠিক করবেন কখন পাতাটি মূল নামস্থানে নেবেন। অথবা তিনি অন্যকে অনুরোধও করতে পারেন। আপনার যদি মনে হয় যে নিবন্ধটি মূল নামস্থানে নিয়ে যাওয়ার উপযোগী হয়েছে তাহলে উক্ত প্রণেতার আলাপ পাতায় বার্তা রাখুন। অন্যের ব্যবহারকারী পাতা বা খেলাঘর এ তার অনুমতি ব্যতীত কোন প্রকার সম্পাদনা করা অনৈতিক কাজ। এখানে কোন প্রশ্নের অবকাশ নাই। — ফেরদৌস • ০০:৩৮, ২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- ভাই বদর দিবস নামে বাংলা উইকিপিডিয়ায় কোন পাতা ছিল না বিধায় । আমি লক্ষ্য করলাম দেলোয়ার (✉)ভাইয়ের আলাপ পাতায় এমন একটি পাতা রয়েছে তা আমি মূল নিবন্ধে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করলাম সেটার প্রেক্ষিতেই আমি তেমনটা করেছি । উইকিপিডিয়া যেহেতু প্রয়োজনীয় পাতা তৈরি করার জন্যই একটা বিশ্বকোষ,তাই মূল পাতায় নেওয়ায় কোন সমস্যা থাকার কথা এমনটা আমার ধারণা হয়েছে । যাই হোক আমি উইকিপিডিয়ায় নতুন,আমার কাজটি হয়তো উইকিপিয়ার নিয়ম লঙ্ঘন করেছে আমার অজ্ঞাতসারে । আমি দুখখিত । কিন্তু একটা বিষয় জানার রয়েছে ?? বদর দিবস পাতাটি মূল পাতাতে স্থানান্তরে কি ধরনের সমস্যা হয়েছে ?? Prodipto Delwar - ২২:৩৬, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
তথ্যসূত্র ট্যাগ যুক্তকরণ
@Prodipto Delwar: ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরী এবং সম্প্রসারনের জন্য আপনাকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সাম্প্রতিক লক্ষ্য করলাম যে আপনি নিবন্ধে তথ্যসূত্র ট্যাগ যুক্ত করছেননা। যেমনটি এখানে দেখুন তথ্যসূত্র ট্যাগ যুক্ত করেননি। আমি আপনার একটি নিবন্ধে তথ্যসূত্র ট্যাগ যুক্ত করে দিয়েছি যেটি উদাহরণস্বরুপ পরিবর্তন এখানে দেখুন। এজন্য আপনাকে প্রথমে একেবারে নিবন্ধের শেষে (বহিঃসংযোগের উপরে) নতুন অনুচ্ছেদ নিয়ে ==তথ্যসূত্র==
যুক্ত করতে হবে এর পরে ইন্টার প্রেস করে {{সূত্র তালিকা}}
যোগ করলেই শেষ। আশা করছি যে বোঝাতে পেরেছি। আর বুঝতে না পারলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে ভূলবেননা। — মাসুম ইবনে মুসা কথোপকথন ১৩:৫১, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আমন্ত্রন
উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলাম ও মুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প। বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক। |
স্বাগতম বার্তা
|-
| সুপ্রিয় Prodipto Delwar!
উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
- কিভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন — নতুন নিবন্ধ শুরু করার প্রস্তুতি ও ফর্ম।
- কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন — প্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর বিস্তারিত তালিকা।
- এক নজরে সম্পাদনা সহায়িকা — অতি প্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর তালিকা পাবেন এখানে।
- টিউটোরিয়াল — উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।
- উইকিপিডিয়া কী নয় — উইকিপিডিয়ায় সংকলনযোগ্য নিবন্ধের মাপকাঠি জানতে এটি পড়ুন।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
- উইকিপিডিয়ার বর্তমান লক্ষ্যগুলোর অন্যতম হলো আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যে-কোনো একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
- কি-বোর্ডের Alt + Shift + X চাপুন, বা ‘অজানা যে-কোনো পৃষ্ঠা’ লিঙ্কে ক্লিক করুন। যে-কোনো একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
- অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
- নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সাহায্য নিতে পারেন। এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করুন।
- আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ সম্পর্কিত দিকনির্দেশনাগুলো পড়ে নিন।
- উইকিপিডিয়ানদের সাথে আলাপ করতে তাঁদের আলাপ পাতা ব্যবহার করুন অথবা সরাসরি চ্যাটের সুবিধা নিতে পারেন।
- এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবেন। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক সম্পর্কিত পাতার আলাপ পাতা ব্যবহার করুন।
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~
) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অভ্যর্থনা কমিটির যে-কোনো সদস্যকে প্রশ্নটি করুন, বা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্নটি লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১০:৪৮, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |} Wikimanbd (আলাপ) ১০:৪৮, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
নবুওয়তের পূর্বে মুহাম্মদ নিবন্ধে আপনার সম্পাদনা প্রসঙ্গে
অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিরপেক্ষতার নীতি অনুসারে নিবন্ধে (সা.) জাতীয় সম্মানসূচক শব্দ ব্যবহার করবেন না। আমি দেখতে পাচ্ছি উপরে অন্য আরেকজন ব্যবহারকারী আপনাকে এ বিষয়ে অবহিত করলেও আপনি তা মেনে চলছেন না। অনুগ্রহ করে এ বিষয়ে নজর দিন। ধন্যবাদ। — তানভির • ১৮:৪৩, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- দেখুন, আপনাকে অসংখ্যবার আসলে বলা হয়েছে নিরপেক্ষতার ব্যাপারে। আপনি তারপরও সম্মানসূচক শব্দ ব্যবহার করছেন। এমন করতে থাকলে নীতিমালা ভঙের জন্য আপনার অ্যাকাউন্টে বাধা দেওয়া হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩৯, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- মুহাম্মাদ এর পরে সন্মানসূচক শব্দ ব্যবহার কি নিরেপক্ষতা নীতি ভঙ্গ করে? এইটা যেন আমাকে আন্ডার লাইন করে দেখানো হয়!
আর আপনি আরবি উইকিপিডিয়ায় যান, উর্দু উইকিপিডিয়ায় যান সেখানে মুহাম্মাদ এর পরে (সঃ) ব্যবহার হচ্ছে অহরহ। সেখানে নিরেপক্ষ নীতি লঙ্ঘন হচ্ছে না? বাংলা উইকিপিডিয়াতেও বহু জায়গায় এরকম ব্যবহার রয়েছে, যারা নিয়মিত অবদান রাখেন তারাও ব্যবহার করেছে, তাছাড়া আসলো কই থেকে? আর অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধেও এরকম ব্যবহার রয়েছে। নিরেপক্ষ নীতি বলছে নিবন্ধ লেখার দিক থেকে দৃস্তিভঙ্গি নিরেপক্ষ হতে হবে। কারো নামে অপবাদ বা অতি রঞ্জিত করা যাবেনা এই। আপনি উইকিপিডিয়াতে বহু নিবন্ধ পাবেন তারা যে নামে পরিচিত সেই ধরনের সন্মানসূচক শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে। যেমনঃ স্যার, দ্য গ্রেট, রাষ্ট্রপতি, কবি এরকম বহু সন্মানসূচক শব্দ। কেননা কোন মানুষকে নিদিষ্ট করতে এই ধরনের শব্দ পরিহার করা উইকিপিডিয়ার নিয়ম না। বরং কোন মানুষকে নিদিষ্ট করতে এটা দরকারি। বহু বাংলা, ইংরেজি নিবন্ধে এর ব্যবহার রয়েছে। তাহলে শুধুমাত্র কেন মুহাম্মাদ এর পরে সন্মানসূচকে বাঁধা প্রদান! আমার কথা কোন কাজ যেন ব্যক্তি আক্রমণ বা জনগোষ্ঠী আক্রমণ না হয়ে যায়। User:Prodipto Delwar, ০৬:১৮, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- (স) শুধুমাত্র মুসলমানরা ব্যবহার করে শুধুমাত্র তাঁকে সম্মান দিয়ে বা সম্মানসূচক অর্থে। কিন্তু উইকিপিডিয়া বৈশ্বিক, যেখানে বর্ণ বা ধর্ম বিচার না করে সব পাঠকের জন্য তথ্য উপস্থাপন করা হয়। এখন ধরুন, অন্য ধর্মের একজন পাঠক যখন নিবন্ধটি পড়বে তখন তার কাছে নিবন্ধটি শুধুমাত্র মুসলমানদের জন্য মনে হবে বা পক্ষপাতমূলক মনে হবে। মুহাম্মাদ নিবন্ধে (স) মুসলমানরা কেন ব্যবহার করে বা সম্মানসূচক অর্থে যে ব্যবহার করে সেটি উল্লেখ থাকা প্রাসঙ্গিক। তবে প্রতিবার নামরে শেষে দেওয়াটা হলো পক্ষপাতিত্ব। আর অন্য নিবন্ধে যেখানে প্রসঙ্গক্রমে নাম এসেছে সেখানে ব্যবহারতো আরো পক্ষপাতিত্ব। বাংলা উইকিপিডিয়াতে এরকম অহরহ ব্যবহার হয় বা আছে কারণ এখানে অনেকেই এটিকে আবেগ দিয়ে বিবেচনা করে এবং জানেন না বা বললেও সেটি মানেন না। আর আমাদের এখানে অবদানকারী কম এজন্য সবারটা সবকিছুই পর্যালোচনা করা যায় না। কিন্তু তাই বলে যে সেটা সঠিক তা নয়। আরবী বা উর্দুতে কেন দেয়া সেটা ওই উইকিতে যখন নিবন্ধ করবেন তখন ওদের জিজ্ঞেস করবেন। স্যার, দ্য গ্রেট, রাষ্ট্রপতি, কবি যখন উক্ত ব্যক্তি জীবনীতে প্রাসঙ্গিক তখন ব্যবহার হতে পারে যেমনটি (স) মুহাম্মদ নিবন্ধে হতে পারে। প্রতিবার নাম উল্লেখের সময় যদি এটা করা হয় বা অপ্রাসঙ্গিকভাবে করা হয় সেটা ভুল। আবারো অনুরোধ করছি, আপনি যদি নিরপেক্ষতা এই বিশেষ ধরণের নিবন্ধে তৈরির ক্ষেত্রে না মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য নিবন্ধগুলো করুন যেগুলোতে আপনি আবেক দিয়ে চিন্তা করবেন না। কারণ নিশ্চিতভাবেই আপনি এখানে নিরপেক্ষতা বারবার বলার পরও মানতে পারছেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৬, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
নাম পরিবর্তন নিয়ে
ভাই আপনার নামটি সঠিক নয় আপনি শুধু হযরত কায়েদ সাহেব ব্যবহার করুন । Jahidryhan (আলাপ) ০৬:৪৭, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- ভাই, আমি দেখলাম আমি নতুন উইকিপিডিয়ায়। আপনি হয়তো জানেন না, উইকিপিডিয়ায় নাম ব্যতীত কোন সন্মানসূচক বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা যায়না। Prodipto Delwar (আলাপ) ১৪:৪৭, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
শুভেচ্ছা নিবেন, এই রমজান মাসে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/রমজান-এর আয়োজন করা হয়েছে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণের অনুরোধ রইল। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৯, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
বিশেষ পদক | |
সুধী, আপনি ইসলাম বিষয়ক প্রায় ১০০টি সম্পাদনা সম্পুর্ন করে ফেলেছেন। আপনার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমার পক্ষ থেকে আপনাকে এই পদক দেয়া হল। ধন্যবাদান্ত ~SHEKH (বার্তা) ১০:৩৩, ৮ মে ২০২০ (ইউটিসি) |
- @SHEKH: ভাই, আপনাকে ধন্যবাদ ও ভালোবাসা। রমজানের শুভেচ্ছা নিবেন। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন। -- Prodipto Delwar ১৬:৩৩, ৮ মে ২০২০ (ইউটিসি)
দ্রুত অপসারণ
দ্রুত অপসারণ ট্যাগ লাগানোর সাথে সাথে অনুগ্রহ করে নিবন্ধ সৃষ্টিকারীকে তার আলাপ পাতায় সেটি অবহিত করুন। যেমনটি আমি মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের জন্য নিবন্ধ সৃষ্টিকারীর আলাপ পাতায় করেছি। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:২৫, ১১ মে ২০২০ (ইউটিসি)
- @RockyMasum: ধন্যবাদ ভাই। --- Prodipto Delwar (আলাপ) ৪:৪৭, ১২ মে ২০২০ (ইউটিসি)
'ইসলামী পন্ডিত' পদক
সুধী। আপনাকে 'ইসলামী পন্ডিত' পদক প্রদান করিলাম। আপনি সাহাবা এবং অন্যান্য ইসলামী বিষয়ে ১০০ এরও বেশী নিবন্ধ তৈরী করেছেন। আমি লক্ষ্য করেছি, আপনার তৈরী নিবন্ধগুলো অনেক তথ্যসমৃদ্ধ-পান্ডিত্যপূর্ন হয়ে থাকে। 'ইসলামি বিশ্বকোষ' সহ অনেক উল্লেখযোগ্য গ্রন্থ থেকে আপনি তথ্যসূত্র দিয়ে থাকেন। আমি আশা করবো আপনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন। --মহামতি মাসুম (আলাপ) ০৭:৪০, ১২ মে ২০২০ (ইউটিসি)
- @Ahm masum: ধন্যবাদ ভাই। আপনাদের ভালোবাসায় আমার পথ চলা। বিশেষ করে আপনার উৎসাহ ও সাপোর্ট আমাকে বেশ উৎসাহ ও শক্তি জোগায়, দোয়া রাখবেন আমার জন্য। --- Prodipto Delwar (আলাপ) ১৭:৪৭, ১২ মে ২০২০ (ইউটিসি)
নিবন্ধের ভেতর নাম গাঢ় লেখা
সুধী, সম্প্রতি খেয়াল করলাম আপনি নিবন্ধের ভেতর নাম বা নিবন্ধের বিষয় বিভিন্ন অনুচ্ছেদে গাঢ় করে লিখেন। সেটি আসলে প্রয়োজন নেই, একটি নিবন্ধে নিবন্ধের বিষয় বা নাম শুধুমাত্র ভূমিকার শুরুতে গাঢ় করালেই চলবে। আরো জানতে দয়া করে রচনাশৈলী দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৯, ১৬ মে ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
ঈদ মোবারক
প্রিয় দেলোয়ার ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:২৭, ২৪ মে ২০২০ (ইউটিসি) |
ফাতিমা-১
ফাতিমা-১ নিবন্ধটা ব্যবহারকারী:Prodipto Delwar/ফাতিমা-১-এ সরানো হয়েছে। কাজ শেষ হলে মূল নামে সরিয়ে নিয়েন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৮, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব
প্রিয় Prodipto Delwar,
আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৩০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সুপ্রিয় DeloarAkram, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
আপনার ইমেইল এসেছে!
১০:৩৭, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা। বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলকে পৌঁছার দ্বারপ্রাপ্তে। যদি আপনার পছন্দমত ইংরেজি উইকি থেকে বেশ কিছু নিবন্ধ অনুবাদ করতেন, তবে সকলে মিলে আমরা এই মাসেই ১ লক্ষে পৌঁছে যাব। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৬, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
শুভেচ্ছা
কেমন আছেন? নাজিম খান (আলাপ) ০২:২৮, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@নাজিম খান: আলহামদুলিল্লাহ ভাই !! আমি ভাল আছি। আপনি কেমন আছেন ?? উইকিপিডিয়ায় সম্পাদনা করতে কেমন লাগছে ?? আপনার জন্য শুভ কামনা থাকবে ! Prodipto Deloar (আলাপ) ০৯:২৮, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
নিরপেক্ষতা
সুধী, ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে, আপনার নিবন্ধগুলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখা হচ্ছে না। উইকিপিডিয়াতে যে কোন নিবন্ধ নিরপেক্ষ দষ্টিতে লিখতে হয়। এ সম্পর্কিত নীতিমালাটি উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আমি আপনার একটি নিবন্ধ সংশোধন করে দিয়েছি, দয়া করে বাকীগুলো সংশোধঘন করুন। আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন নিবন্ধটিতে কী কী সমস্যা ছিল। কয়েকটি উদাহরণ, উইকিপিডিয়াতে সব জীবনীই সমান গুরুত্বপূর্ণ তাই সম্মানসূচক অর্থে তাঁর বা তাঁদের-এর পরিবর্তে তার বা তাদের ব্যবহার করুন, রাসুল(সঃ)-এর পরিবর্তে ব্যক্তির নাম ব্যবহার করুন, এছাড়া নিবন্ধের বেশ কিছু লাইন নিরপেক্ষ ছিল না, মতামতমূলক ছিল। অন্য নিবন্ধগুলোতে দয়া করে সংশোধন করুন এবং ভবিষ্যতে নিরপেক্ষতা নীতিমালা অনুসারণ করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৮, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- পুনরায় নিরপেক্ষতা সম্পর্কে আপনাকে সতর্ক করতে এই বার্তা দিচ্ছি। আপনি এখনো নিরপেক্ষতা নীতিমালা লঙ্ঘন করছেন। দয়া করে নিরপেক্ষভাবে লিখুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫০, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- ভুল !! আপনার আগের দেওয়া বার্তা দেওয়ার পরে আমি কোন নতুন নিবন্ধ তৈরি করিনি । আর আমি নিবন্ধ তৈরি করার সময় অবশ্যই নিরেপক্ষতা মেনেই চলি । শুধু মুহাম্মদ এর পূর্বে অধিকাংশ সময়ে বা তাঁর সাহাবাদের পূর্বে মাঝে মাঝে সন্মান সূচক শব্দ ব্যবহার করেছি । আপনিও আমার নিবন্ধের এক জায়গা তিন লাইন বাদ ও সন্মান সূচক শব্দ বাদ দেওয়া ছাড়া কোন পরিবর্তন করেননি । আমি অসংখ্য নিবন্ধে এমন সন্মান সূচক শব্দের ব্যবহার দেখে আমিও ব্যবহার করেছি । এখন থেকে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি । আর নিরেপক্ষতা আর সন্মান সূচক শব্দ ব্যবহার এক জিনিস নয় । আমার ভুল স্পষ্টভাবে বললে আমি সংশোধন করে নেবো । ধন্যবাদ । - ব্যবহারকারী:Prodipto Delwar 06.03, 16 Oct 2019.
- আপনি ভুল করছেন, আমার বার্তার পর আপনি সালামা ইবনুল আকওয়া নিবন্ধটি শুরু করেছেন যা দেখেই আমি দ্বিতীয় বার্তাটি দিয়েছি। আপনি লিখেছিলেন, “সালামা ইবনুল আকওয়া রাসুল সঃ এর একজন সাহাবা ছিলেন ।” যা নিরপেক্ষভাবে হবে, “সালামা ইবনুল আকওয়া মুহাম্মাদের একজন সাহাবা বা সঙ্গী ছিলেন।” সঃ বা রাসুল এগুলো নিরপেক্ষ শব্দ নয় এর পরিবর্তে হবে মুহাম্মাদ বা যে ব্যক্তি তার নাম। সম্মানসূচক অর্থে তাঁর ব্যবহার নিরপেক্ষ নয় কারণ উইকিপিডিয়াতে সব নিবন্ধই সমান, এখানে যখন আপনি বিশেষ কোন নিবন্ধে তাঁর ব্যবহার করবেন সম্মানসূচক অর্থে তখন নিবন্ধের সাথে ব্যলেন্স থাকলো না। অনেক নিবন্ধে আছে সেটা ঠিক কিন্তু সেটিও লোকজন ভুল করে করেছে অথবা না জেনে করেছে। এগুলো ঠিক করার জন্য বট কাজ করছে। নিরপেক্ষতা উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভের একটি সুতরাং আপনি সেটি অনুসরণ না করলে সেটি উইকিপিডিয়ার মূল নীতিরই লঙ্ঘন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৮, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)