বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

অনুবাদে

সম্পাদনা

@ফারদিন সুধী, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে। — কুউ পুলক  🗩  ১৩:০৯, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় ফারদিন,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা

প্রিয় ফারদিন,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

সম্পাদনা

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

{{কাজ চলছে}} ও সম্পাদনা দ্বন্দ্ব

সম্পাদনা

সুপ্রিয় ভাই, এই সম্পাদনার প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনার এই সম্পাদনার সময়ে নিশ্চয় লক্ষ্য করেছিলেন, নিবন্ধের শীর্ষে {{কাজ চলছে}} টেমপ্লেটটি প্লেস করা ছিল এবং আমার সর্বশেষ সম্পাদনা থেকে আপনার সম্পাদনার ব্যবধান মোটামুটি এক ঘণ্টা ছিল। {{কাজ চলছে}} ব্যবহার করার উদ্দেশ্য হলো অন্য ব্যবহারকারীদের অবগত করা যে এই মুহূর্তে কেউ এই নিবন্ধে সম্পাদনা করছেন বা করার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে সম্পাদনা করার ক্ষেত্রে ব্যবহারকারীগণ এই বিষয়টি বিবেচনায় রাখবেন, তা আশা করা যায়। পারস্পরিক সহযোগিতামূলক প্রকল্প হিসেবে উইকিপিডিয়ায় সকল সময়ে সকল পাতায় আপনার/যে কারও অবদানকে স্বাগত জানাই। কিন্তু আপনার সম্পাদনা লক্ষ্য করলে দেখতে পারবেন, আপনি শুধুমাত্র একটি বিষয়শ্রেণী সংশোধন করেছেন। কিন্তু এতে আমার কয়েক ঘণ্টা নিয়ে অনুবাদ করা সম্পাদনার সাথে আপনার এই এক লাইনের বিষয়শ্রেণী সংশোধন সম্পাদনা দ্বন্দ্ব তৈরি করেছে। আপনার সম্পাদনাকে আমি আন্ডারমাইন করছি না, কিন্তু আপনার এই কাজটি আমিই করতে পারতাম এবং সত্যি বলতে সম্পাদনা দ্বন্দ্বের কারণে এই ধরনের সম্পাদনায় আমার উপকারের চেয়ে অপকারই বেশি হলো। তাই আপনাকে অনুরোধ করব, {{কাজ চলছে}} ট্যাগযুক্ত নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, যাতে ওই নিবন্ধে অ্যাক্টিভলি অবদান রাখা ব্যবহারকারীদের সাথে সম্পাদনা দ্বন্দ্ব তৈরি না হয়। নতুন প্রকাশিত নিবন্ধসমূহের ক্ষেত্রে আস্থা রাখুন যে ব্যবহারকারী নিবন্ধ সম্প্রসারণ করবেন। বিশেষত, পুরনো ব্যবহারকারীগণ সাধারণত নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ করে থাকেন। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে নিবন্ধের আলোচনা পাতা অথবা ব্যবহারকারীর আলাপ পাতায় বার্তা দিয়েও সাহায্য করতে পারেন। তবুও চেষ্টা করবেন, যাতে সম্পাদনা দ্বন্দ্ব তৈরি না হয়। আমার দীর্ঘ বার্তা পড়ার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আবারও সাধুবাদ জানাই। আপনার অবদান নিঃসন্দেহে পৃথিবীতে পরিবর্তন আনবে। — আদিভাইআলাপ২১:৫৮, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ। একইসাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমার একটি সম্পাদনার কারণে সম্পাদনা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যেটার কারণে আপনার উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। ভবিষ্যতে আমি সতর্ক থাকব যেন সম্পাদনা দ্বন্দ্ব তৈরি না হয়।

অভিজ্ঞ ব্যবহারকারীরা কোনো নতুন নিবন্ধে যদি সক্রিয়ভাবে সম্পাদনা করে থাকেন সেসব নিবন্ধে আমি সাধারণত সম্পাদনা করি না। কিন্তু ঐ নিবন্ধটিতে {{কাজ চলছে}} টেম্পলেটটি যুক্ত থাকায় আমি সম্পাদনা করতে আগ্রহী হয়েছিলাম কারণ এই টেম্পলেটের বার্তায় বলা আছে: "এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে।" এই টেম্পলেটটি যুক্ত থাকায় আমি ভেবেছিলাম আপনি এই নিবন্ধটির উন্নয়নের জন্য অন্যান্য সম্পাদকদের উৎসাহিত করার জন্যই টেম্পলেটটি যুক্ত করেছেন। আমিও আমার নতুন নিবন্ধগুলোতে {{কাজ চলছে}} টেমপ্লেটটি ব্যবহার করি যেন অন্যান্য সম্পাদকরাও নতুন নিবন্ধটির উন্নয়নে সহায়তা করেন। তাই এসব ভেবে আপনার কাজে সহায়তা করার লক্ষ্যে নিবন্ধটিতে সম্পাদনা করার জন্য আমি আগ্রহী হয়েছিলাম এবং কয়েকটি অনুচ্ছেদ অনুবাদ করে দিব এই ভেবে সম্পাদনা শুরু করেছিলাম। একটি অনুচ্ছেদ অনুবাদও করেছিলাম। কিন্তু পরবর্তীতে অন্য দিকে চলে যাওয়ায় অনুবাদকৃত অনুচ্ছেদটি আর যুক্ত করা হয়নি।

এই ধরনের সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য {{কাজ চলছে}} টেম্পলেটটির পরিবর্তে (যেহেতু এই টেম্পলেটটি সম্পাদকদের সম্পাদনা করতে উৎসাহিত করে তাই একাধিক সম্পাদক একইসাথে সম্পাদনা করতে গিয়ে সম্পাদনা দ্বন্দ্ব তৈরি হতে পারে) নতুন কোনো টেম্পলেট ব্যবহার করা যেতে পারে কি? এক্ষেত্রে আপনার মতো একজন অভিজ্ঞ ব্যবহারকারীর মতামত শুনতে আগ্রহী। ফারদিন (আলাপ) ০৮:০৬, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ফারদিন {{কাজ চলছে ২}} ব্যবহার করুন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১২:৫০, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ধন্যবাদ ভাই। ফারদিন (আলাপ) ১৩:৪১, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভাই, সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য {{কাজ চলছে}} টেমপ্লেটটির পরিবর্তে Deloar Akram ভাই যে টেমপ্লেটটির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ {{সক্রিয়ভাবে সম্পাদিত হচ্ছে}}—এই টেমপ্লেটটি ব্যবহারের পরামর্শ রইল। সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য আমি এটিকে উপযুক্ত টেমপ্লেট মনে করছি। আপনার মতামত জানতে আগ্রহী। ফারদিন (আলাপ) ১৩:৪৩, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ফারদিন, আমার বার্তার উদ্দেশ্য আসলে একটু ভিন্ন ছিল। আমি বলতে চাইছি যদি কোনোভাবে প্রতীয়মান হয় যে নিবন্ধে আরও কাজ বাকি রয়েছে, তাহলে অনুল্লেখ্য শ্রেণির সম্পাদনা না করাই শ্রেয়। যেমন ধরুন, আপনি শুধু একটি বিষয়শ্রেণীই সংশোধন করেছেন। বাকি বিষয়শ্রেণীগুলোও সংশোধন করতে পারতেন। অথবা মনে করুন, আপনি অনুবাদ সাহায্য করেছেন, এতে আমার আপত্তি নেই। সমস্যা হয় তখনই যখন কেউ ছোটখাট কিছু সংশোধন করায় সম্পাদনা দ্বন্দ্ব বাঁধে। যাই হোক, আপনার পরামর্শটিও মাথায় রইল। সরি ফর বদারিং। এবং অসংখ্য ধন্যবাদ। — আদিভাইআলাপ২২:০৬, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন