বসন্ত বিকেল
'বসন্ত বিকেল' একটি আসন্ন বিয়োগান্তক-প্রণয়ধর্মী বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আরবিএস টেক লিমিটেড-এর অভিষেক প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন রফিক শিকদার।[১] রফিক শিকদার একই সাথে এই চলচ্চিত্রের গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকারের ভূমিকায় রয়েছেন।[২][৩] চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন।[২] শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ[৪] ও তানভীর তনু, এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।[৫][৬] এই চলচ্চিত্রের মাধ্যমে হুমায়রা সুবহা প্রথমবার নায়িকা'র চরিত্র রূপদান করেন।[৪] 'ভোলা যায় না তারে' ও 'হৃদয় জুড়ে' নির্মাণের পর এটা রফিক শিকদার পরিচালিত তৃতীয় সিনেমা।[৭]
বসন্ত বিকেল | |
---|---|
পরিচালক | রফিক শিকদার |
প্রযোজক | সামসুজ্জামান রিমন |
রচয়িতা | রফিক শিকদার |
চিত্রনাট্যকার | রফিক শিকদার |
কাহিনিকার | রফিক শিকদার |
শ্রেষ্ঠাংশে |
|
প্রযোজনা কোম্পানি | আরবিএস টেক লিমিটেড |
পরিবেশক | আরবিএস টেক লিমিটেড |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনিসূত্র
সম্পাদনাএই চলচ্চিত্রে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে।[৮] গল্পের স্থান মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী(হুমায়রা সুবহা)।[৯][১০][১১] পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে।[২][১২] বিয়োগান্তক প্রণয়ের পাশাপাশি মা ও ছেলের পারিবারিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ চিত্রিত হয়েছে।[১৩]
কুশীলব
সম্পাদনা- তানভীর তনু - সুকুমার[১৪]
- শিপন মিত্র - রুদ্র, নবীন চিত্র পরিচালক
- শাহ হুমায়রা সুবাহ - চন্দ্রাবতী
- শাহনূর - রূপালী[১৫]
- ওমর সানী
- সুচরিতা
- অমিতাভ রেজা চৌধুরী[১৬]
- আমান রেজা
- তানহা তাসনিয়া
প্রযোজনা
সম্পাদনাঅভিনয় শিল্পী নির্বাচন
সম্পাদনাপূর্ণাঙ্গ চিত্রনাট্য লেখার পর রফিক শিকদার এই গল্পের রুদ্র চরিত্রে অভিনয়ের জন্য নিরব হোসেনকে নির্বাচন করেছিলেন।২০১৯ সালের ১৬ আগস্ট, নিরব হোসেন এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।[১৭] চন্দ্রাবতী চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলাকে নেয়ার পরিকল্পনা ছিল।[১৮][১৯] এই চরিত্রে (০৬ অক্টোবর, ২০১৯ তারিখে) উষ্ণ হক চুক্তিবদ্ধ হন।[২০][২১][২২] নিরব হোসেন এবং উষ্ণ হকের মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ[১৭][২০] হলেও পরবর্তীকালে শিপন মিত্র, হুমায়রা সুবহা ও তানভীর তনুকে মুখ্য চরিত্রগুলোতে অভিনয়ের নির্বাচন করেন রফিক।[২৩][২৪] মহরতের দিন রফিক শিকদার গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে সুচরিতা, ওমর সানি, শাহনূরের[২৫] নাম নিশ্চিত করেন।[১]
নির্মাণ
সম্পাদনা'বসন্ত বিকেল'-এর চিত্রগ্রহণ শুরুর তারিখ ও স্থান নির্বাচন বেশ কয়েকবার পরিবর্তন হয়। প্রাথমিকভাবে ২০১৯ সালের ০১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা[৩][১২][২০] থাকলেও ২৩ নভেম্বর মহরত অনুষ্ঠিত হয়।[১][২৬][২৭] ২০ নভেম্বর হতে পাবনায় এই চলচ্চিত্রের দৃশ্য ধারণের পরিকল্পনা[১২][২১][২২] পরবর্তীতে নতুন করে ০৫ ডিসেম্বর হতে চিত্রগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করা হয়।[৫][২৮] ঢাকা, পাবনা ছাড়াও থাইল্যান্ডে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[৭] তবে নির্ধারিত তারিখে চিত্রগ্রহণ শুরু হয়নি। ২০১৯ সালের ১০ ডিসেম্বর হতে ঢাকার উত্তরায় শিপন ও হুমায়রাকে নিয়ে চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়।[৭] ২০২০ সালের প্রথম দিন হতে ওমর সানী ও শাহনূরকে নিয়ে পাবনার কাশীনাথপুরে চলচ্চিত্রটির দ্বিতীয় ভাগের চিত্রগ্রহণ করা হয়।[১৫][২৯][৩০][৩১] ২০২০ এর ডিসেম্বরে করোনা মহামারির পর মুন্সীগঞ্জের শ্রীনগরে এটির শেষাংশের চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৩২]
দ্বন্দ্ব
সম্পাদনাপাবনায় চিত্রগ্রহণ চলাকালে অভিনেত্রী সুচরিতা পরিচালক রাফিক শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অসদাচরণের জন্য লিখিত অভিযোগ করেন।[৩৩][৩৪][৩৫] তিনি তার অংশের চিত্রগ্রহণ অসমাপ্ত রেখে ঢাকায় ফিরে আসেন। সুচরিতার অভিযোগের কারণে শিল্পী সমিতি রফিক শিকদার পরিচালিত সকল ছায়াছবির চিত্রগ্রহণ ও ডাবিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়।[৩৬] রফিক শিকদার প্রথমে সুচরিতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেও পরবর্তীকালে ক্ষমা চাইলে বিষয়টির মীমাংসা হয়।[৩৭][৩৮]
প্রচারণা ও মুক্তি
সম্পাদনাচিত্রগ্রহণ শুরুর পূর্বেই শিপন, হুমায়রা ও তানভীরকে উপস্থাপন করে ১৭ নভেম্বর, ২০১৯ তারিখে অর্নিল হাসান রাব্বি নির্মিত প্রথম পোস্টার প্রকাশ করা হয়।[২৩][৩৯] রফিক শিকদার ৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ঘোষণা দেন।[৭] তবে চলচ্চিত্রটি ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি প্রদর্শনের ছাড়পত্র পায়।[৪০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "এক সিনেমার মহরত, আরও তিন সিনেমার ঘোষণা"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-২৪। ২০২০-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ ক খ গ "অ্যাকশন হিরো থেকে এবার বসন্ত বিকেলের প্রেমিক নিরব"। কালের কণ্ঠ। ২০১৯-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরব-উষ্ণ'র চলচ্চিত্র 'বসন্ত বিকেল'"। RTV Online। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "সাড়ে তিন মাসে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি : সুবাহ"। কালের কণ্ঠ। ২০১৯-১১-২৪। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ ক খ "নাসিরের 'প্রেমিকা' সুবহা এবার চলচ্চিত্রে"। Kalerkantho। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "'বসন্ত বিকেল' দেখা মিললো শিপন-সুবহা"। Protighonta। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ ক খ গ ঘ "বসন্তে আসছে 'বসন্ত বিকেল'"। banglanews24.com। ২০১৯-১২-১০। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "নিরবের বিপরীতে নবাগত উষ্ণ হক"। দেশ রূপান্তর। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "নতুন ছবিতে নিরব"। প্রথম আলো। ২০১৯-০৮-১৮। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "Nirab eyes Basanta Bikel"। New Age (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "Nirab ready to act in Basanta Bikel"। bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ গ "নিরবের বসন্ত বিকেলের নায়িকা উষ্ণ"। somoynews.tv। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "সুচিত্রার স্মৃতিবিজড়িত পাবনাকে কেন্দ্র করে 'বসন্ত বিকেল'"। Bangla Tribune। ২০১৯-১১-২৪। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "তানভীর বিয়ে করলেন সেই সুবাহকে!"। রাইজিংবিডি.কম। ২০২০-০১-১৩। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ ক খ "সুখবর দিলেন চিত্রনায়িকা শাহনূর"। Ekushey TV। ২০২০-০১-০১। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "'বসন্ত বিকেল'-এ সুবাহর নতুন জন্ম"। প্রথম আলো। ২০২২-০৩-১৯। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২০।
- ↑ ক খ "নিরবকে নিয়ে রফিক সিকদারের 'বসন্ত বিকেল'"। Risingbd.com। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "নতুন ছবি 'বসন্ত বিকেল'-এর নায়িকা হিসেবে একজন সংবাদ পাঠিকার হ্যাঁ বলার অপেক্ষায় পরিচালক রফিক শিকদার"। Amadernotun Shomoy। ২০১৯-০৮-১৯। ২০১৯-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "'বসন্ত বিকেল' সিনেমায় নিরবের বিপরীতে উষ্ণ"। মানবজমিন। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ গ "'বসন্ত বিকেল' সিনেমায় নিরবের নায়িকা নবাগত উষ্ণ"। banglanews24.com। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "'বসন্ত বিকেলে' নিরবের নায়িকা উষ্ণ"। NTV Online। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরবের বসন্ত বিকেলের নায়িকা উষ্ণ"। jagonews24.com। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরব নয়, পোস্টারে দেখা মিললো শিপনের!"। Bangla Tribune। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "মহরত আর নতুন নায়ক-নায়িকার চক্রে পরিচালক"। NTV Online। ২০১৯-১১-১৯। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "কেশকন্যা ক্যারিয়ারে মাইলফলক হবে"। Jugantor। ২০১৯-১১-৩০। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "'বসন্ত বিকেল'-এ শিপন-সুবহা"। Bangladesh Pratidin। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "এক সিনেমার মহরতে আরও তিনটির ঘোষণা"। somoynews.tv। ২০১৯-১১-২৪। ২০১৯-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ "'বসন্ত বিকেল'-এর জুটি শিপন-সুবাহ"। আজকের পত্রিকা। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিশুশিল্পী খুঁজছেন রফিক শিকদার"। সময় টিভি। ২০১৯-১২-২৫। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "পাবনায় সানী-শাহনূর"। মানবজমিন। ২০২০-০১-০৭। ২০২০-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "'বসন্ত বিকেল'-এ সানীর সঙ্গে শাহনূর"। NTV Online। ২০২০-০১-০৭। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ বণিক বার্তা (২০২০-১২-১৪)। "শেষের পথে 'বসন্ত বিকেল'"। শেষের পথে ‘বসন্ত বিকেল’। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩।
- ↑ "পাবনা থেকে এফডিসিতে এসে কাঁদলেন সুচরিতা"। প্রথম আলো। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ webdesk@somoynews.tv। "পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে সুচরিতার অভিযোগ"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার সঙ্গে বাজে আচরণ পরিচালকের"। কালের কণ্ঠ। ২০২০-০১-১৬। ২০২০-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ, পরিচালক বলছেন ভিন্ন কথা"। NTV Online। ২০২০-০১-১৫। ২০২০-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার কাছে ক্ষমা চাইলেন পরিচালক"। Daily Nayadiganta। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "নাসিরের পর এবার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ নায়িকা সুবাহর"। Jugantor। ২০২০-০১-১৮। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "শিপন-সুবহাকে নিয়ে 'বসন্ত বিকেল'"। Ekushey TV। ২০১৯-১১-১৮। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "নায়িকাকে 'মেরে' ফেলেছে ফেসবুক"। প্রথম আলো। ২০২২-০২-২১। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]