শিপন মিত্র
অভিনেতা
শিপন মিত্র (জন্ম: ১৯৮৭ সাল, ঢাকা) বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা।[১][২]
শিপন মিত্র | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা,মডেল |
উল্লেখযোগ্য কর্ম | দেশা: দ্য লিডার ইউটার্ন মাতাল যাও পাখি বলো তারে |
প্রাথমিক জীবন
সম্পাদনাঅভিনয় জীবন
সম্পাদনাসৈকত নাসির পরিচালিত ‘দেশা দ্য লিডার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন শিপন মিত্র।[১] তিনি ফিল্ম নিয়ে মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন। সেখান থেকে ‘আরাধনা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছিল। কণ্ঠশিল্পী ইমরান ও নির্ঝরের গাওয়া গানটিতে শিপন মডেল হিসেবে ছিলেন। গান দেখে চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু তাকে পছন্দ করেন। তারপর পরিচালক সৈকত নাসির ও বাবুর মাধ্যমে চলচ্চিত্রে আসেন[৩]।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাএখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৪ | দেশা: দ্য লিডার | সেলিম | প্রথম চলচ্চিত্র |
২০১৫ | ইউটার্ন | ||
বিগ ব্রাদার | রানা | ||
২০১৭ | চল পালাই | ||
ঢাকা অ্যাটাক | রাহাত | অতিথি চরিত্রে আগমন | |
২০১৮ | মাতাল | শিপন | |
২০১৯ | ভালবাসার রাজকন্যা | ||
২০২২ | যাও পাখি বলো তারে | ||
ঘোষিত হবে | ফেসবুক | ঘোষিত হবে | নির্মাণাধীন |
ঘোষিত হবে | নীল ফড়িং | ঘোষিত হবে | নির্মাণাধীন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "মা'কে নিয়ে আরটিভিতে হাজির শিপন"। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
- ↑ "নতুন চলচ্চিত্রে শিপন মিত্র"। ১৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
- ↑ "আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা: শিপন মিত্র"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে শিপন মিত্র