শাহনূর
শাহনূর হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।[১][২]
শাহনূর | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী, মডেল |
জীবনী
সম্পাদনা১৯৯৯ সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা যাত্রা শুরু করেন শাহনূর।[৩] কিন্ত, চলচ্চিত্রটি মুক্তি পায় নি।[৩] ২০০০ সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[২] চলচ্চিত্রটিতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই ও কারাগার চলচ্চিত্রে অভিনয় করেন।[৪] সাহসী মানুষ চাই দুইটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[৫] ২০০৫ সালে তিনি হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৬] চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[৫] তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দুবালা।[৭]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শাহনূর। আন্দোলন চলাকালীন সময়ে শাহনূর সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৮][৯] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[১০][১১]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাহনূরের বিয়ের নাটক"। রাইজিংবিডি.কম। ২৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "কোরবানি ঈদের নাটকে শাহনূর"। ইনকিলাব। ১৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ "ফাঁসির আদেশ থেকে আজকের শাহনূর"। আলোকিত বাংলাদেশ। ১০ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "আমাদের সিনেমা হলের সংখ্যা বাড়ানো প্রয়োজন: শাহনুর"। ভোরের পাতা। ৬ আগস্ট ২০১৯। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। www.fdc.gov.bd। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "যুক্তরাষ্ট্রের অতিথি শাহনূর"। কালের কণ্ঠ। ২ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "মুক্তি পাচ্ছে শাহনূরের ইন্দুবালা"। Kalerkantho। ২০১৯-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "কেন্দ্রীয় চরিত্রে শাহনূর"। নয়াদিগন্ত। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।