বরমা ইউনিয়ন
বরমা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বরমা | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বরমা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বরমা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′১২″ উত্তর ৯১°৫৯′১৪″ পূর্ব / ২২.১৮৬৬৭° উত্তর ৯১.৯৮৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ খোরশেদ আলম |
আয়তন | |
• মোট | ৯.৬১ বর্গকিমি (৩.৭১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৯৮৫ |
• জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবরমা ইউনিয়নের আয়তন ২,৩৭৫ একর (৯.৬১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরমা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৬১২ জন এবং মহিলা ১১,৩৭৩ জন। মোট পরিবার ৪,২৭৮টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচন্দনাইশ উপজেলার পশ্চিমাংশে বরমা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বরকল ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা; পূর্বে চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং পশ্চিমে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন, সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবরমা ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- শেবন্দী
- উত্তর কেশুয়া
- বাইনজুরী
- পশ্চিম কেশুয়া
- রাউলিবাগ
- চর বরমা
- মাইগাতা
- বাতাজুরী
- বরমা
- দক্ষিণ আড়ালিয়া
ইতিহাস
সম্পাদনাবরমা ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২০নং বরমা ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৫নং বরমা ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরমা ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[৪]
- মাদ্রাসা[৫]
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কেশুয়া আলহাজ্ব দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কেশুয়া হাজী আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাতাজুরী এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেবন্দী চর বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবরমা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-বরমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবরমা ইউনিয়নে ১৭টি মসজিদ, ৩টি ঈদগাহ, ১০টি মন্দির ও ২টি বিহার রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাবরমা ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নে প্রবাহিত হচ্ছে কেশুয়া চাঁনখালী খাল, বাতাজুরী যত খাল এবং নিশি কান্ত যত খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাবরমা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল বরমা ধামাইরহাট বাজার, বরমা কালীরহাট বাজার এবং বরমা টিনের হাট।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বরমা শুক্লাম্বর দীঘি[৯]
- কমল মিয়া চৌধরী দীঘি
- শংখ নদীর পাড় -চর বরমা
- তেতুল তলা মাজার
- হযরত মাওলানা নাদেরুজ্জামান খান রহ: এর মাজার
- যাত্রামোহন সেন এর বাড়ি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাবরমা ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১০]
- আবুল কাসেম –– ভাষা সৈনিক ও শিক্ষাবিদ।
- নেলী সেনগুপ্তা –– ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক।
- মনিরুজ্জামান ইসলামাবাদী –– ইসলামী চিন্তাবিদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা এবং জাতীয়তাবাদী আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক।
- যতীন্দ্রমোহন সেনগুপ্ত –– রাজনীতিবিদ ও আইনজীবী।[১১]
- যাত্রামোহন সেন –– রাজনীতিবিদ ও আইনজীবী।[১২]
- হযরত নাদেরুজ্জামান খান(রহ:)
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল ইসলাম[১৩]
- চেয়ারম্যানগণের তালিকা[১৪]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | রাবু চৌধুরী | |
০২ | সিরাজুল মোস্তফা | |
০৩ | ফয়েজ আহমদ | |
০৪ | শামসুদ্দিন আহমদ | |
০৫ | আবদুল গাফফার | |
০৬ | গউস মোহাম্মদ | |
০৭ | আহমদ নবী | |
০৮ | সিরাজ আহমদ | |
০৯ | মোহাম্মদ নুরুল ইসলাম | |
১০ | খোরশেদ আলম টিটু | বর্তমান চেয়ারম্যান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "বরমা ইউনিয়নের ইতিহাস - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "কলেজ - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "হাটবাজারের তালিকা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ। "সেনগুপ্ত, যতীন্দ্রমোহন"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৮।
- ↑ "সেনগুপ্ত, যাত্রামোহন"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "জনাব মোহাম্মদ নুরুল ইসলাম - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"। baramaup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।